৭ বছর পর মাঠে গড়াচ্ছে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্ব। আগামীকাল ৬০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে। তার আগে গতকাল মিরপুর স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। সেখানে অধিনায়কদের শপথ বাক্য পাঠ করান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন।
৭ বছর পর মাঠে গড়াচ্ছে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের বাছাই পর্ব। আগামীকাল ৬০ দলের এই টুর্নামেন্ট শুরু হবে। তার আগে গতকাল মিরপুর স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। সেখানে অধিনায়কদের শপথ বাক্য পাঠ করান জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন।
সম্পর্কিত খবর
ফুটবল
চ্যাম্পিয়নস লিগ, শেষ ষোলোর দ্বিতীয় লেগ
লিল-বরুশিয়া ডর্টমুন্ড
সরাসরি, রাত ১১-৪৫ মিনিট, টেন ২
অ্যাতলেতিকো মাদ্রিদ-রিয়াল মাদ্রিদ
সরাসরি, রাত ২টা, টেন ৩
অ্যাস্টন ভিলা-ক্লাব ব্রুজ, সরাসরি, রাত ২টা, টেন ৫
আর্সেনাল-পিএসভি, সরাসরি, রাত ২টা, টেন ১
।ক্রিকেট
ঢাকা প্রিমিয়ার লিগ, আবাহনী-পারটেক্স
সরাসরি, সকাল ৯টা
এশিয়ান লিজেন্ডস লিগ ২০২৫
আফগানিস্তান পাঠানস-শ্রীলঙ্কা লায়নস
সরাসরি, বিকেল ৪-৩০ মিনিট
বাংলাদেশ টাইগারস-এশিয়ান স্টারস
সরাসরি, সন্ধ্যা ৭-৩০ মিনিট
।ইস্তেগলালকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসর। দ্বিতীয় লেগের ম্যাচে নিজ মাঠে সৌদি ক্লাবটি ৩-০ গোলে হারিয়েছে ইরানিয়ান প্রতিপক্ষকে। প্রথম লেগে গোলশূন্য ড্র হয়েছিল। নাসরের জয়ে জোড়া গোল করেছেন জন ডুরান এবং পেনাল্টি থেকে ্একবার লক্ষ্যভেদ করেছেন রোনালদো।
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে আর্জেন্টিনাকে ২৫ রানে হারিয়েছে ব্রাজিল। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৬৯ রান করেন ব্রাজিলের মেয়েরা। রান তাড়ায় ১৫.১ ওভারে ৪৪ রানে অলআউট হন স্বাগতিক মেয়েরা। স্বাগতিক আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ডবল লিগ পদ্ধতি টুর্নামেন্টের শীর্ষ দলটি যাবে বাছাই পর্বের গ্লোবাল রাউন্ডে।