ক্রীড়া প্রতিবেদক : মাত্রই মৃত্যুর দুয়ার থেকে ফেরা তামিম ইকবালের এখন অন্য সংকট। দু-এক দিনের মধ্যে বাসায় ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার যে তাঁর ওপর দিয়ে বয়ে যাওয়া হার্ট অ্যাটাকের ঝড় মেনেই নিতে পারছেন না। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র পরামর্শক অধ্যাপক শাহাব উদ্দিন তালুকদার গতকাল সংবাদমাধ্যমকে দিলেন সে খবরই। তিনি অবশ্য তামিমের এই মেনে না নেওয়ার ব্যাপারটিতে যুক্তিও খুঁজে পেয়েছেন, ‘এই বয়সে হার্ট অ্যাটাক হবে, সে এটি কিভাবে মানবে? বয়স তো মাত্র ৩৬ বছর।
’
মানসিক সংকট যাতে তামিম কাটিয়ে উঠতে পারেন, সে জন্য একজন মনোবিদকে যুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন অধ্যাপক শাহাব উদ্দিন, ‘মেনে নেওয়া কঠিন হলেও মানিয়ে নিতে হবে। ওর মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সেলর সম্পৃক্ত করেছি। এর সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায়, তা নিশ্চিত করার জন্য কাউন্সেলর তামিমের আতঙ্কের কথাগুলো শুনবেন। এরপর সেই অনুযায়ী নির্দেশনা প্রদান করবেন।
কাউন্সেলিং শুরুও হয়ে গেছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।’ সেই সঙ্গে এখন থেকে তামিমের জীবনযাত্রায় অনেক পরিবর্তন আনারও জোর তাগিদ দিয়েছেন এই চিকিৎসক, ‘লাইফস্টাইল বদলাতে হবে ওকে। ডায়েট, ডিসিপ্লিন—এসব বিষয়ে পরিবার এবং তামিমের নিজেরও আমাদের সহযোগিতা করতে হবে।’ গতকালই কার্ডিয়াক কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে তামিমকে।