<p> বরিশালের আগৈলঝাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রেজাল্ট শিট ছিনতাই করেছেন এক প্রার্থী। এ সময় নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের হুমকিও দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যায়।</p> <p> জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য ১০ জন প্রার্থীর আবেদনপত্র জমা পড়ে। শনিবার বরিশাল সদর গার্লস স্কুলে লিখিত পরীক্ষায় ছয়জন প্রার্থী অংশ নেন। পরে খাতা দেখে সন্ধ্যায় রেজাল্ট শিট তৈরি করা হয়। তাতে প্রথম হন আগৈলঝাড়া বারপাইকা গ্রামের কার্ত্তিক চন্দ্র বাড়ৈ আর পঞ্চম হন উজিরপুরের কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিশ্বনাথ বাড়ৈ। বিষয়টি জানতে পেরে নিয়োগ বোর্ডের কর্মকর্তাদের গালাগাল করে রেজাল্ট শিটটি ছিনিয়ে নিয়ে দৌড়ে চলে যান বিশ্বনাথ বাড়ৈ। ওই শিক্ষককে কেন প্রথম করা হয়নি এ জন্য নিয়োগ বোর্ডে থাকা শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, প্রধান শিক্ষক বরুণ চন্দ্র ঘটক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের সভাপতি দীগ্বিজয় বিশ্বাসকে হুমকি দেন তিনি।</p> <p> আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, অভিযুক্ত শিক্ষক বিশ্বনাথ বাড়ৈর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।</p> <p>  </p> <p>  </p>