<p>গ্লোবাল সুপার লিগকে সামনে রেখে অনুশীলন শুরু করে দিয়েছে রংপুর রাইডার্স। আগামী ২৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া নতুন এই টুর্নামেন্টে ফাইনালে খেলতে চায় রংপুর। নিজেদের লক্ষ্যের কথা আজ মিরপুর একাডেমির মাঠে শুরু হওয়া অনুশীলন শেষে জানিয়েছেন রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল।</p> <p>পাঁচ দলের টুর্নামেন্ট নিয়ে আশরাফুল বলেছেন, ‘এটা একটা সুযোগ আমাদের প্লেয়ারদের জন্য। কঠিন হবে। তবু আমার মনে হয় আমাদের সবার দলগত পারফরম্যান্স যদি ভালো থাকে, ব্যক্তিগত পারফরমান্সও যদি ভালো করে তাহলে অবশ্যই আমাদের লক্ষ্য ফাইনাল খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তো সবার থাকে। তবে প্রথম লক্ষ্য ফাইনাল খেলা।’</p> <p>স্থানীয় ক্রিকেটাররা পারফরম্যান্স করতে পারলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার দারুণ সুযোগ পাবেন বলে মনে করছেন আশরাফুল। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই সহজ হবে না। কঠিন হবে। তার পরও আমি মনে করি যে এটা আমাদের স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় একটা সুযোগ। গ্লোবাল টি-টোয়েন্টি, এটা পুরো বিশ্বে সবাই ফোকাস করবেন যারা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট করে থাকেন। আমাদের দেশ থেকে প্লেয়ার অতটা সুযোগ পায় না গ্লোবালে যে টুর্নামেন্টগুলো হয়।’</p> <p>নিজের কোচিং পেশার লক্ষ্যের কথাও জানিয়েছেন আশরাফুল। তিনি বলেছেন, ‘দুই যুগেরও বেশি সময় ক্রিকেট খেলেছি। কিন্তু এখন কোচিং পেশায় এসেছি। এখানে অনেক কিছু শেখার সুযোগ আছে। আগে শিখতে চাই, তারপর বড় জায়গায় যেতে চাই। শেখার প্রক্রিয়াটাকে উপভোগ করতে চাই। নিজের দক্ষতা বাড়িয়ে বিসিবির কোচিংয়ের রাডারে আসতে চাই, তবে এখনই নয়।’</p> <p>জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে কিছুদিন আগে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে বিসিবি সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে বলে জানিয়েছেন আশরাফুল। তিনি বলেছেন, ‘বিসিবি এ সিদ্ধান্ত নিতে অনেক দেরি করেছে। তবে এটা ভালো সিদ্ধান্ত। জাতীয় দলের কোচিং প্যানেলে দেশীয় কোচদের যুক্ত করলে দেশীয় কোচদের দক্ষতা বাড়ে এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করায় স্বাচ্ছন্দ্য আসে।’</p>