ঢাকা, শনিবার ১৫ মার্চ ২০২৫
৩০ ফাল্গুন ১৪৩১, ১৪ রমজান ১৪৪৬

দক্ষিণাঞ্চলে ৫০৪ কর্মী নেবে ডাক বিভাগ

  • ২৫ ধরনের পদে মোট ৫০৪ জন কর্মী নিয়োগ দেবে ডাক বিভাগ দক্ষিণাঞ্চল (খুলনা)। সবচেয়ে বেশি কর্মী নিয়োগ পাবে পোস্টাল অপারেটর (১০৪), মেইল ক্যারিয়ার (১২৬), রানার (৮৬) ও মেইল অপারেটর (৫৩) পদে। অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২০ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত। নিয়োগ পরীক্ষা পদ্ধতি, পরীক্ষার প্রস্তুতি ও পদভিত্তিক যোগ্যতা নিয়ে লিখেছেন সাজিদ মাহমুদ
শেয়ার
দক্ষিণাঞ্চলে ৫০৪ কর্মী নেবে ডাক বিভাগ
ছবি : এআই দিয়ে তৈরি

নিয়োগ পরীক্ষা পদ্ধতি

লিখিত, মৌখিক ও ব্যাবহারিক (প্রযোজ্য হলে) পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রার্থীদের প্রথমেই লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই পদভিত্তিক ব্যাবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে। ব্যাবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের জানানো হবে মৌখিক পরীক্ষার তারিখ।

ব্যাবহারিক পরীক্ষা ছাড়া অন্যান্য পদের ক্ষেত্রে লিখিত ও মৌখিকএ দুই পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ডাক বিভাগের বিগত কয়েক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, লিখিত পরীক্ষায় এমসিকিউ পদ্ধতিতে প্রশ্ন করা হয়েছে। তবে নিয়োগ কর্তৃপক্ষ এবারের প্রশ্ন এমসিকিউ নাকি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে করবে, এটি পরীক্ষার আগে নির্ধারণ করবে।

 

কেমন ছিল বিগত পরীক্ষা

২০১৯ সালের পোস্টাল অপারেটর ও মেইল অপারেটর পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে দেখা গেছে, ৪৫ মিনিট সময়ে ৭০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হয়েছে।

২০১৯ সালের ডাক বিভাগের মেট্রোপলিটন সার্কেলের পোস্টাল অপারেটর পদের পরীক্ষা হয়েছে একই পদ্ধতিতে এক ঘণ্টায় ৭০ নম্বরে। তবে ডাক বিভাগ পূর্বাঞ্চল ২০২৩ সালের পরীক্ষায় ৭০ নম্বর (এমসিকিউ) থাকলেও সময় ছিল দেড় ঘণ্টা। পর্যালোচনা করে দেখা গেছে, ডাক বিভাগের সব সার্কেলের নিয়োগ পরীক্ষাই নেওয়া হয় এমসিকিউ পদ্ধতিতে। তাই বিগত পরীক্ষাগুলোর আলোকে এবারের পরীক্ষার জন্য এমসিকিউ পদ্ধতির প্রশ্নের প্রস্তুতি নিতে পারেন।

বিগত পরীক্ষার আলোকে প্রস্তুতি

বিগত কয়েক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নের আলোকে এবারের পরীক্ষার বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞান বিষয়েই প্রস্তুতি নিতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব পদই তৃতীয় ও চর্তুথ শ্রেণির। তাই বিষয়ভিত্তিক প্রস্তুতিতে অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই অনুসরণ করতে হবে।

বাংলা বিষয়ের প্রস্তুতিতে ব্যাকরণ অংশের গুরুত্বপূর্ণ অধ্যায়, যেমনবাক্য রচনা, সমাস, কারক, ভাষা, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, বাগধারা, প্রবাদ-প্রবচনে বেশি জোর দিতে হবে। প্রত্যেক প্রার্থীকেই ব্যাকরণে ভালো ধারণা রাখতে হবে।

ইংরেজি বিষয়ের প্রশ্ন করা হয় গ্রামার অংশ থেকে। গ্রামার অংশের গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে Transformation of verbs, Phrases & idioms, Translation, Fill in the blank, Sentance making, Correction, Narration, Voice, Prats of speech। গণিত বিষয়ের পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি থকে প্রশ্ন আসে। পাটিগণিতে জোর দিতে হবে ল.সা.গু., গ.সা.গু., শতাংশ, গড় নির্ণয়, শতকরা, সুদ কষা, অনুপাত ও সমানুপাত অধ্যায়ে। বীজগণিতে উৎপাদক, মান নির্ণয় অধ্যায়ে জোর দিতে হবে। জ্যামিতিতে কোণ, ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশের আলোচিত বিষয়সহ সমসাময়িক বিষয়, বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতি, বাংলাদেশ প্রসঙ্গ ও বিশ্বএসব বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি ডাক বিভাগ সম্পর্কে বেসিক ধারণা থাকাও জরুরি।

ভালো প্রস্তুতির জন্য পদভিত্তিক বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেখলে প্রশ্নের মান সম্পর্কে সার্বিক ধারণা পাবেন। এ ছাড়া বাজারে বিভিন্ন প্রকাশনীর তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায়। এ ছাড়া ফেসবুক, ইউটিউব ও চাকরিবিষয়ক বিভিন্ন সাইটে খোঁজ করলে ডাক বিভাগের বিগত প্রশ্নপত্র ও সমাধান পাবেন।

 

পদের তালিকা ও যোগ্যতা

সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট) পদ ৩টি, যোগ্যতাদ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। উচ্চমান সহকারী ৫টি; দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। টেকনিশিয়ান ১টি; এইচএসসি বা সমমান পাস এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্স সনদপ্রাপ্ত। কম্পাউন্ডার/ফার্মাসিস্ট ১টি; এসএসসি বা সমমান পাস এবং ফার্মাসিস্ট কোর্স সনদপ্রাপ্ত। ড্রাফটসম্যান ২টি; ড্রাফটসম্যানশিপে সনদধারী। পোস্টাল অপারেটর ১০৪টি; দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। মেইল অপারেটর ৫৩টি; এইচএসসি বা সমমান পাস। ড্রাইভার (হালকা) ৪টি; এসএসসি বা সমমান পাস এবং হালকা গাড়ি চালনায় দুই বছরের অভিজ্ঞতা। কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট) ৩টি; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩টি; দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ পেয়ে এইচএসসি বা সমমান পাস এবং নির্ধারিত কম্পিউটার টাইপিং গতি। কার্পেন্টার ১টি; এসএসসি বা সমমান পাসসহ ট্রেড কোর্সধারী ও তিন বছরের অভিজ্ঞতা। মিডওয়াইফ ১টি; এসএসসি বা সমমান পাসসহ এক বছরের ট্রেড কোর্সধারী। পোস্টম্যান ১২টি; দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। মেইল গার্ড ৫টি; দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। স্ট্যাম্প ভেন্ডার ২টি; এসএসসি পাস এবং তিন বছরের অভিজ্ঞতা। আর্মড গার্ড ১টি; এসএসসি পাস এবং অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। প্যাকার ২৬টি; এসএসসি বা সমমান পাস। মেইল ক্যারিয়ার ১২৬টি; এসএসসি বা সমমান পাস। প্যাকার-কাম-মেইল ক্যারিয়ার ৩০টি; এসএসসি বা সমমান পাস। অফিস সহায়ক (এমএলএসএস) ১৬টি; এসএসসি বা সমমান পাস। বাবুর্চি/অ্যাটেনডেন্ট ১টি; অষ্টম শ্রেণি বা সমমান পাস। গার্ডেনার ১টি; অষ্টম শ্রেণি বা সমমান পাস এবং বাগান পরিচর্যায় অভিজ্ঞ। পরিচ্ছন্নতাকর্মী (সুইপার) ১০টি; অষ্টম শ্রেণি বা সমমান পাস। রানার ৮৬টি; এসএসসি বা সমমান পাস। নিরাপত্তা প্রহরী ৭টি; এসএসসি বা সমমান পাস। ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। কোন কোন পদে কোন কোন বিভাগ ও জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

 

বেতন-ভাতা

সব পদই রাজস্ব খাতভুক্ত। তাই নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত গ্রেডে বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

 

আবেদনের লিংক ও বিজ্ঞপ্তি

http://pmgsc.teletalk.com.bd

মন্তব্য

সম্পর্কিত খবর

২৭৭ কর্মী নেবে পানি উন্নয়ন বোর্ড

    রাজস্ব খাতে ৯ম থেকে ১৬তম গ্রেডে ২৭৭ জন কর্মী নিয়োগ দেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)। সবচেয়ে বেশি কর্মী নেওয়া হবে উপ-সহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা পদে। অনলাইনে আবেদন করতে হবে ১০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে। নিয়োগ পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত লিখেছেন সাজিদ মাহমুদ
শেয়ার
২৭৭ কর্মী নেবে পানি উন্নয়ন বোর্ড

নিয়োগ পরীক্ষার পদ্ধতি

লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার (প্রযোজ্য ক্ষেত্রে) মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের প্রথমেই নেওয়া হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। যেসব পদের ক্ষেত্রে প্রযোজ্য, সেসব পদে ব্যাবহারিক পরীক্ষা নেওয়া হবে।

  

 

কেমন ছিল বিগত পরীক্ষা

বিগত কয়েক বছরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, লিখিত পরীক্ষা হয়েছে রচনামূলক ও সংক্ষিপ্ত (এমসিকিউ) পদ্ধতিতে। ইঞ্জিনিয়ারিং পদগুলোতে বিভাগীয় প্রশ্ন ছিল ৪০ নম্বরের (রচনামূলক)। এর বাইরে অন্যান্য বিষয়ে ৩০ নম্বরের সংক্ষিপ্ত পদ্ধতিতে (এমসিকিউ) প্রশ্ন এসেছে। সাধারণ পদগুলোর ক্ষেত্রে ৭০ নম্বরের পরীক্ষা হয়েছে।

সাধারণ পদে বিভাগীয় প্রশ্ন ছিল না। এবারের নিয়োগ পরীক্ষায়ও বিগত প্রশ্নপত্রগুলোর মতো প্রশ্ন আসতে পারে।

 

বিগত পরীক্ষার আলোকে প্রস্তুতি

ইঞ্জিনিয়ারিং পদগুলোর প্রস্তুতি নিতে হবে স্নাতক (ইঞ্জিনিয়ারিং) বা ডিপ্লোমা কোর্সের পাঠ্য বিষয়ের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ওপর। পরীক্ষার প্রশ্নে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন গাণিতিক প্রশ্নের সমাধান করতে বলা হতে পারে।

তাই প্রার্থীদের সে অনুসারে প্রস্তুতি নিতে হবে। সাধারণ শাখার পদগুলোতে বিভাগীয় প্রশ্নের বাইরে বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপর প্রস্তুতি নিতে হবে। বাংলা ও ইংরেজি বিষয়ের  প্রস্তুতিতে ব্যাকরণ বা গ্রামার অংশের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে জোর দিতে হবে। গণিত বিষয়ে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিএই তিন অংশ থেকেই বেশি প্রশ্ন আসে। এসব বিষয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই থেকে অনেক প্রশ্ন আসে।
সাধারণ জ্ঞান অংশে ভালো করতে হলে সাম্প্রতিক আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, বিজ্ঞান, কম্পিউটার, ইতিহাস, সংস্কৃতিএসব বিষয়ের ওপর প্রস্তুতি নিতে হবে। পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক সহায়ক বই বাজারে পাওয়া যায়। এসব বইয়ে বিগত বছরের প্রশ্ন কাঠামো, সাজেশন, প্রশ্নব্যাংক ও সমাধান দেওয়া থাকে। ভালো প্রস্তুতির জন্য সহায়ক বই সংগ্রহ করতে পারেন।

 

পদভিত্তিক যোগ্যতা

নবম গ্রেডে সহকারী প্রকৌশলী (পুর) পদ ৫০টি। যোগ্যতাপুরকৌশল, পানিসম্পদ বা কৃষিকৌশলে স্নাতক অথবা Associate Member of the Institute of Engineers (AMIE)-এর সেকশন বা বি পরীক্ষায় পাস। সহকারী পরিচালক (প্রশাসন) পদ ৬টি; স্নাতক (সম্মান)-সহ স্নাতকোত্তর এবং কম্পিউটার চালনায় দক্ষ। উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (পুর)/প্রাক্কলনিক পদ ১০২টি; পুরকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। উপসহকারী প্রকৌশলী/শাখা কর্মকর্তা (যান্ত্রিক/বিদ্যুৎ) পদ ২২টি; যন্ত্রকৌশল/তড়িেকৗশল বা শক্তিকৌশল বিষয়ে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। হিসাবরক্ষক পদ ১৯টি; বাণিজ্য অনুষদের যেকোন বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ। হিসাবরক্ষক পদ ৭৮টি; বাণিজ্যে এইচএসসি বা সমমান পাস। সব কটি পদের ক্ষেত্রেই কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত: jobs.bwdb.gov.bd

মন্তব্য

বিশেষ পেশায় সেনাবাহিনীতে কাজের সুযোগ

    বিশেষ পেশায় (ট্রেড-২) পুরুষ ও মহিলা সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিনস্মিথ—এই আট পেশায় জনবল নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ ২০২৫। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মাহমুদ
শেয়ার
বিশেষ পেশায় সেনাবাহিনীতে কাজের সুযোগ
ছবি : বাংলাদেশ সেনাবাহিনী

প্রার্থী নির্বাচন পদ্ধতি

স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তার ওপর প্রশ্ন করা হবে। বাছাই পরীক্ষা নেওয়া হবে নির্ধারিত সেনানিবাসে। রচনামূলক পদ্ধতির লিখিত পরীক্ষায় সাধারণত ৫০ নম্বর বরাদ্দ।

এর মধ্যে বাংলায় ১৫, ইংরেজিতে ১৫, গণিতে ১৫ এবং সাধারণ জ্ঞানে ৫ নম্বরের পরীক্ষা হতে পারে। বাংলায় রচনা, ভাবসম্প্রসারণ ও ব্যাকরণের অংশ, ইংরেজির ব্যাকরণ অংশ, পাটিগণিতের ঐকিক নিয়ম, সরল বা সুদকষা এবং বীজগণিতের ধারা, মান নির্ণয়ের প্রশ্ন থাকতে পারে। সাধারণ জ্ঞানে সমসাময়িক বিষয়ে প্রশ্ন করা হয়। এ পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন অষ্টম থেকে দশম শ্রেণির পাঠ্যবই থেকে।

 

বাছাই পরীক্ষায় করণীয়

বাছাই পরীক্ষার ৭২ ঘণ্টা আগে পরীক্ষার স্থান, সময়সূচি প্রার্থীদের মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার দিন শিক্ষাগত যোগ্যতার সনদ, নম্বরপত্র, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও প্রবেশপত্র, চেয়ারম্যান কর্তৃক সনদ, নাগরিকত্ব বা চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি, সাঁতার পরীক্ষা দেওয়ার প্রয়োজনীয় পোশাক, লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল ও ক্লিপবোর্ড সঙ্গে রাখতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদ দরকার হবে। পরীক্ষার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতিও রাখতে হবে।

 

শারীরিক যোগ্যতা

কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ব্যান্ডসম্যান, পেইন্টার এন্ড ডেকোরেটর, পেইন্টার, কার্পেন্টার এবং টিনস্মিথ ট্রেডের প্রার্থীর বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ১৭ থেকে ২০ বছর। শুধু কুক পেশার অভিজ্ঞদের ক্ষেত্রে বয়স এক বছর শিথিলযোগ্য। পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। ওজন কমপক্ষে  ৪৯.৯০ কেজি।

বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারণে ৩২ ইঞ্চি। মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের বেলায় ৫ ফুট। ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, প্রসারণে ৩০ ইঞ্চি। এ ছাড়া প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক, জন্মসূত্রে বাংলাদেশি ও সাঁতার জানতে হবে।

 

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ থাকতে হবে কমপক্ষে ২.৫০। জিপিএ-৩ বা তার অধিক জিপিএপ্রাপ্ত প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে (ট্রেড-১)-এ স্থানান্তরের সুযোগ রয়েছে। কুক পেশায় আবেদনকারীকে রান্নায় পারদর্শী হতে হবে। বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানোর দক্ষরা ব্যান্ডসম্যান পদে অগ্রাধিকার পাবেন। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার পদের বেলায় পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে। কার্পেন্টার পদের কাঠমিস্ত্রির কাজ এবং টিনস্মিথ পেশায় ঝালাইয়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা

চূড়ান্ত নির্বাচিত প্রার্থীরা ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ শেষে সফল প্রশিক্ষণার্থীরা নিজ নিজ ট্রেডের কাজে যুক্ত হবেন। সশস্ত্রবাহিনীর বেতনক্রম অনুসারে বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়াও রয়েছে বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নসহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা।

 

আবেদন লিংক

http://sainik.teletalk.com.bd

মন্তব্য
ভাইভা অভিজ্ঞতা

রোহিঙ্গা সংশ্লিষ্ট হুমকিগুলো কী?

    খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেদার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন মো. আশিকুর রহমান নয়ন। ৪১তম বিসিএসে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ক্যাডারে নিয়োগ পেয়েছেন। ভাইভা হয়েছিল ২০২৩ সালের ১৭ জানুয়ারি। তাঁর ভাইভা অভিজ্ঞতার কথা শুনেছেন আব্দুন নুর নাহিদ
শেয়ার
রোহিঙ্গা সংশ্লিষ্ট হুমকিগুলো কী?
মো. আশিকুর রহমান নয়ন

চেয়ারম্যান : আপনি খুলনায় পড়ালেখা করেছেন। খুলনায় একজন বিখ্যাত কবি ছিলেন। তাঁর নাম কী?

দুঃখিত স্যার। এই মুহূর্তে মনে করতে পারছি না।

(ভাইভার কয়েক মাস আগেই খুলনার সেনহাটিতে কবি কৃষ্ণচন্দ্র মজুমদার ইনস্টিটিউটে ঘুরে এসেছিলাম। অথচ ভাইভার সময় নামটা ভুলে গেছি।)Okay, introduce yourself.

—I am Md. Ashikur Rahaman Noyon from Jhenaidah. I have completed my B.Sc. and MSC in Leather Engineering from KUET. Currently, I am working as a Technical Officer at KUET. I am the eldest son of my parents. My father is a businessman, and my mother is a housewife. I enjoy playing cricket and football, and my favorite hobby is gardening. My strengths include hard work, quick learning, and team player... (স্যার থামিয়ে দিলেন।)

Mention your cadre choice list.

—Thank you sir. BCS Foreign Affairs, Administration, Customs & Excise Duty, Audit and Accounts, Police, Tax...

What is economic diplomacy?

—Economic diplomacy refers to the use of diplomatic tools to promote a country’s economic interests, including trade, investment and financial cooperation. It involves negotiating trade agreements, attracting foreign investment, securing economic partnerships and enhancing global economic ties to support national development.

What is political diplomacy?

—Political diplomacy is the process of maintaining relationships between countries, resolving conflicts and protecting national interests through negotiation and dialogue. It promotes a country’s political interest.

What is the difference between economic and political diplomacy?

—Political diplomacy builds political relationships and ensures security, whereas economic diplomacy strengthens economic ties. Political diplomacy focuses on governance and foreign policy, while economic diplomacy deals with trade and investment.

What is honesty and what is integrity?

—Honesty means telling the truth and being transparent in words and actions. Integrity means consistently upholding strong moral and ethical principles, even when no one is watching.

Which one is greater between these two - honesty and integrity?

- Integrity goes beyond honesty. Integrity is greater because it includes honesty along with strong moral principles and the courage to do the right thing in all situations.

এক্সটার্নাল-১: বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনি কী জানেন?

—‘সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয় নীতির ভিত্তিতে শান্তিপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে বাংলাদেশ।

এটি আঞ্চলিক সহযোগিতা, অর্থনৈতিক কূটনীতি, নিরপেক্ষতা ও জাতীয় স্বার্থ রক্ষা করার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেয়।

আমাদের সংবিধানের কোন অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করা হয়েছে?

বাংলাদেশ সংবিধানের ২৫ নং অনুচ্ছেদে পররাষ্ট্রনীতির মূলনীতি বর্ণিত হয়েছে। এটি আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান, শান্তিপূর্ণ সহাবস্থান, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, সংহতি ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেয়।

রোহিঙ্গা সংকটের সঙ্গে সংশ্লিষ্ট হুমকিগুলো উল্লেখ করুন।

অর্থনৈতিক চাপ, সার্বভৌমত্বের ঝুঁকি, নিরাপত্তা সমস্যা, মাদক চোরাচালান, মানবপাচার, পরিবেশদূষণ, ফেরত পাঠানোর অনিশ্চয়তা ইত্যাদি।

এই সংকট কিভাবে সমাধান করা যেতে পারে?

রোহিঙ্গা সংকট সমাধানে যা যা করা যেতে পারেকূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার শক্তিশালী সহায়তা, চীন ও ভারতকে এই ইস্যুতে সম্পৃক্ত করা, মাদক চোরাচালান ও মানবপাচার রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও শরণার্থী শিবির ব্যবস্থাপনার উন্নয়ন।

 

এক্সটার্নাল-২: What do you know about our economic policy? How economic policies are formulated?

—Bangladesh’s economic policy focuses on growth, poverty reduction, industrialization and sustainable development through fiscal and monetary measures.

Economic policies are formulated by the government, mainly through the Ministry of Finance, Bangladesh Bank and Planning Commission, considering national needs, global trends and expert recommendations.

What is UNCAC?

—United Nations Convention Against Corruption

What is FDI? How can we get more FDI?

—FDI is Foreign Direct Investment. It is the investment from outside organisation or country. We need better infrastructure, ease of doing business, policy stability and political stability for attracting FDI. We mainly need to focus more on economic diplomacy.

What are the issues/problems with leather sectors in Bangladesh?

—The leather sector in Bangladesh faces issues like environmental pollution, lack of modern technology, compliance failures, poor waste management and limited market diversification.

(স্যার গ্রিন প্রডাকশন টেকনোলজি, সিইটিপি, পররাষ্ট্র ক্যাডারের পদক্রমসহ আরো কয়েকটি প্রশ্ন করেছেন।)

 

চেয়ারম্যান: Okay. Please put on your mask, take your certificates and you can go now. Best of luck!

মন্তব্য
এসএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন

খাদ্য অধিদপ্তরে দেড় সহস্রাধিক নিয়োগ

    পদসংখ্যা বাড়িয়ে সম্প্রতি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খাদ্য অধিদপ্তর। রাজস্ব খাতে ১৩ থেকে ১৯তম গ্রেডে এক হাজার ৭৯১ জন নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে, ৮ এপ্রিল থেকে ৭ মে ২০২৫ তারিখের মধ্যে। বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল ইসলাম
শেয়ার
খাদ্য অধিদপ্তরে দেড় সহস্রাধিক নিয়োগ
ছবি : কালের কণ্ঠ

পদের বিবরণ

পদের ধরন মোট ২৫টি। পদভেদে যোগ্যতা এসএসসি/সমমান থেকে স্নাতক/সমমান। সবচেয়ে বেশিসংখ্যক জনবল নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪৩৬) ও উপখাদ্য পরিদর্শক (৪২৯) পদে।

 

১.  উপখাদ্য পরিদর্শক (৪২৯টি), বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

২.  সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর (৫টি), বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।

৩.  সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (১৩টি), বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

৪.  উচ্চমান সহকারী (২৫টি), বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

৫.  অডিটর (৮টি), বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

৬.  হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার (৩টি), বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

৭.  ল্যাবরেটরি টেকনিশিয়ান (৭টি), বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

৮.  মেকানিক্যাল ফোরম্যান (৩টি), বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

৯.  ইলেকট্রিক্যাল ফোরম্যান (৩টি), বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)।

১০. সহকারী উপখাদ্য পরিদর্শক (৩১৭টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

১১. অপারেটর (১৮টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

১২. সহকারী ফোরম্যান (৪টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

১৩. মিলরাইট (৫টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

১৪. ইলেকট্রিশিয়ান (১১টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

১৫. ড্রাইভার (৫০টি), বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)।

১৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (৪৩৬টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

১৭. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (৭২টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

১৮. ল্যাবরেটরি সহকারী (২টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

১৯. সহকারী অপারেটর (৩৬টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

২০. স্টিভিডর সরদার (৬টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

২১. ভেহিকল মেকানিক (৯টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

২২. সহকারী মিলরাইট (৬টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

২৩. মিল অপারেটিভ (১২৫টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

২৪. সাইলো অপারেটিভ (১৭৪টি), বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।

২৫. স্প্রেম্যান (২৪টি), বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯)।

 

বাছাই পরীক্ষা যেভাবে

খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রশ্ন কাঠামো অনেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার মতো। তবে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় সময় বেশি বরাদ্দ থাকে। এই নিয়োগ পরীক্ষা ঢাকাসহ দেশের বিভাগীয় শহর ও বড় বড় জেলা শহরে হতে পারে। উপ-খাদ্য পরিদর্শকসহকারী উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষা হয় এমসিকিউ পদ্ধতিতে। ১০০ নম্বরের ১০০টি এমসিকিউ থাকে। ৯০ মিনিটে (দেড় ঘণ্টা) উত্তর দিতে হয়। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকলে প্রশ্নপত্রে ভুল উত্তরের জন্য নাম্বার কাটার বিষয়টি উল্লেখ করা থাকবে।

 

নিয়োগ প্রশ্নের নম্বর বণ্টন

উপ-খাদ্য পরিদর্শক ও সহকারী উপ-খাদ্য পরিদর্শক পদের পরীক্ষার প্রশ্নের ধরন হতে পারে এমন১. বাংলা (৩০ বা ২৫ নম্বর), ২. ইংরেজি (৩০ বা ২৫), ৩. গণিত (২০ বা ২৫), ৪. সাধারণ জ্ঞান (২০ বা ২৫)।

 

বিষয়ভিত্তিক প্রস্তুতি

বাংলা : শুদ্ধ শব্দ, সমার্থক/প্রতিশব্দ, বিপরীত শব্দ, সমাস, সন্ধি, এক কথায় প্রকাশ, কারক-বিভক্তি, বাগধারা, ধ্বনি ও বর্ণ এবং উপসর্গ।

বাংলা সাহিত্য : রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, বঙ্গিমচন্দ্র, মধ্যযুগ, বাংলা সাহিতে বিভিন্ন ক্ষেত্রে প্রথম যাঁরা, সাহিত্যের বিভিন্ন বিষয়ের জনক, ছদ্মনাম, বিখ্যাত সংবাদপত্র, লিপির উৎপত্তি ইত্যাদি।

ইংরেজি : Form of Verbs, Subject-Verb Agreement, Preposition, Phrases & Idioms, Sentence Correction, Synonym and Antonym, Identification of Parts of Speech.

গণিত : মান নির্ণয়, লাভ-ক্ষতি (শতকরা), সুদ-কষা (শতকরা), কাজ ও সময়, বয়স, অনুপাত, লসাগু ও গসাগু, বৃত্ত, ত্রিভুজ (সমকোণী, সমবাহু, সম-দ্বিবাহু, বিষম বাহু), বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সংখ্যা ও গড়, বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়, দশমিক ও বর্গমূল নির্ণয়।

সাধারণ জ্ঞান: এই অংশে বাংলাদেশ, আন্তর্জাতিক, বিজ্ঞান ও আইকিউ থেকে প্রশ্ন হয়। এই অংশে গুরুত্বপূর্ণবাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলি, বাংলাদেশ ও জাতিসংঘ সম্পর্কিত প্রশ্ন, বিভিন্ন সংস্থায় বাংলাদেশের সদস্যপদ লাভ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, উপমহাদেশে ব্রিটিশ শাসনামল, ইউনেসকো স্বীকৃত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, জুলাই বিপ্লব, ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর বিভিন্ন পুরস্কার-সম্মাননা, তাঁর রচিত গুরুত্বপূর্ণ বই; বাংলাদেশের দর্শনীয় ও ঐতিহাসিক স্থান ও স্থাপনের অবস্থান ও প্রতিষ্ঠা; বাংলা নববর্ষ সম্পর্কিত প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর, বিভিন্ন দেশের মুদ্রার নাম, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, ক্রিকেট ও ফুটবল বিশ্বকাপ সম্পর্কিত প্রশ্ন।

 

বিগত প্রশ্নব্যাংক

বিগত প্রশ্নব্যাংক থেকেও প্রস্তুতি নিতে পারেন। পদভেদে প্রশ্নপত্র কেমন, সেগুলো মূল্যায়ন করে প্রস্তুতি নিন। বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলোর মধ্যে কোন কোন বিষয়ে বেশি প্রশ্ন আসে, সেগুলো নোট করুন। এরপর বাসায় বেশি বেশি রিভিশন দেওয়ার চেষ্টা করুন।

 

আবেদনের লিংক

https://dgfood.gov.bd

মন্তব্য

সর্বশেষ সংবাদ