<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইফোন উৎপাদনে চীনের ওপর নির্ভরতা আরো কমিয়েছে অ্যাপল। এর ফলে ভারত থেকে আইফোনের রপ্তানি বেড়েছে। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারতে নির্মিত আইফোনের পরিমাণ বেড়েছে এক-তৃতীয়াংশ, যার আর্থিক মূল্য ৬০০ কোটি ডলার। চলতি অর্থবছরে ভারত থেকে এক হাজার কোটি ডলারের আইফোন রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে ভারত থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে ২৮৮ কোটি ডলারের আইফোন। পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছিল ৫২ লাখ ডলারের আইফোন। ২০১৭ সাল থেকে ভারতে আইফোন উৎপাদন করে আসছে অ্যাপল। সরকারি ভর্তুকি, দক্ষ কর্মী ও প্রযুক্তিগত উন্নতি ভারতকে আইফোন তৈরির আকর্ষণীয় বাজারে পরিণত করেছে। গত বছর ভারত ও মুম্বাইয়ে প্রথমবারের মতো দুটি ফ্ল্যাগশিপ স্টোর চালু করে অ্যাপল, যা ভারতে আইফোনের বিক্রি রেকর্ড পরিমাণ বাড়াতে সাহায্য করে। তবে ভারতে চীনা ব্র্যান্ড শাওমি, অপো, ভিভোর বিক্রিই বেশি। ভারতে আইফোনের দখলে রয়েছে ৭ শতাংশ বাজার। তবে এখনো উৎপাদনকাজের বেশির ভাগই হয় চীনে। দেশটিতে আইফোনের বিক্রিও বেশি। সে কারণে এখনই চীনের বিকল্প হয়ে উঠছে না ভারত। সূত্র : ব্লুমবার্গ</span></span></span></span></p>