<p>রপ্তানি আয় ও বিদেশি বিনিয়োগ বেড়ে যাওয়ায় প্রত্যাশার চেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে ভিয়েতনাম। দেশটির সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৬.৫ শতাংশ। অথচ মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হয় ৭.০৯ শতাংশ। অর্থের মূল্যে যার পরিমাণ ৪৭৬.৩ বিলিয়ন ডলার বা ৪৭ হাজার ৬৩০ কোটি ডলার। এর আগের বছর অর্থাৎ ২০২৩ সালে দেশটির জিপিডি ছিল ৫.০৫ শতাংশ। চতুর্থ প্রান্তিকে (অক্টোবর থেকে ডিসেম্বর) তাদের জিডিপি দাঁড়ায় ৭.৫৫ শতাংশ। গত দুই বছরেরও বেশি সময়ের মধ্যে এটাই তাদের সর্বোচ্চ প্রবৃদ্ধি। ২০২৩ সালের তুলনায় গত বছর দেশটির শিল্পক্ষেত্রে উৎপাদন সূচক (আইআইপি) বেড়েছে ৮.৪ শতাংশ। গত সোমবার দেশটির জেনারেল স্ট্যাটিসটিকস অফিস (জিএসও) এসব তথ্য জানায়। ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশটিতে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইয়াগি’ আঘাত হানে। এতে তাদের কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কমে যায় কফির ফল। এর পরও সব প্রতিকূলতা পাশ কাটিয়ে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করায় দেশটি আন্তর্জাতিক সংস্থাগুলোর বাহবা কুড়াচ্ছে। চলতি বছর ভিয়েতনাম সরকার ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। জিএসওর জেনারেল ডিরেক্টর নগুয়েন থি হুং বলেন, ‘অনেক দেশই ধীর প্রবৃদ্ধির কারণে ধুঁকছে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভিয়েতনামের অর্থনীতি ৭ শতাংশের বেশি সম্প্রসারিত হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির এই ইতিবাচক ফলাফল ২০২৫ সালের অগ্রগতির জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করবে। উচ্চ জিডিপি প্রবৃদ্ধির পাশাপাশি নির্ধারিত ১৫টি আর্থ-সামাজিক খাতের লক্ষ্যমাত্রাও পূরণ করেছে দেশটি। গত বছর তাদের মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে ছিল। সূত্র : রয়টার্স, হ্যানয় টাইমস</p>