<p>কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যোগ দিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ও দুই সদস্য।  </p> <p>সোমবার (১৪ অক্টোবর) রাতে ট্রাইব্যুনাল গঠনের পর মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনালে আসেন। পরে তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক দুই দিনের রিমান্ডে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728986974-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক দুই দিনের রিমান্ডে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/15/1435390" target="_blank"> </a></div> </div> <p>সৌজন্য সাক্ষাতের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনজন বিচারক যোগ দিয়েছেন। অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূর্ণাঙ্গভাবে গঠিত হলো। আনুষ্ঠানিকভাবে তাঁরা এসে বসেছেন। ঐতিহ্য অনুযায়ী আগামীকাল (বুধবার) তাদের সংবর্ধনা দেওয়া হবে। ট্রাইব্যুনালের বিচারকক্ষে এই সংবর্ধনা দেওয়া হবে। এদিন ওনারা (বিচারকরা) এজলাসে প্রথম বসবেন। এদিন কোনো বিচার প্রক্রিয়া চলবে না বলে জানিয়েছেন। পরশুদিন স্বাভাবিক নিয়েমে ওনারা (বিচারকরা) এজলাসে বসবেন। হয়তো সেদিনই বিচারিক প্রক্রিয়া শুরু হবে। প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের কোনো চাওয়া থাকলে সেটি নিয়ে আমরা আদালতের কাছে যাব।’ </p> <p>ট্রাইব্যুনাল বসলে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে কি না জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘কী চাওয়া হবে সেটি আদালতকক্ষে ঢুকার পর আপনারা জানতে পারবেন। সে পর্যন্ত আপাতত কিছু জানাচ্ছি না। আদেশ হলে সব কিছু জানতে পারবেন। তবে যেদিন ট্রাইব্যুনাল বসবেন, সেদিন নতুন মামলার বিষয়ে অবশ্যই কিছু আবেদন থাকবে প্রসিকিউশনের পক্ষ থেকে। কী কী আবেদন থাকবে তা আদালতের কার্যক্রম শেষে আপনাদের বলা যাবে। তদন্তের প্রয়োজনে সব কিছু সময়মতো আমরা বলতে পারব না।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শাশুড়িকে বিছানায় চাইলেন গায়ক, অভিযোগ স্ত্রীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728985836-7545a80005dfcb66e2c9c8199e9ffdf6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শাশুড়িকে বিছানায় চাইলেন গায়ক, অভিযোগ স্ত্রীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/10/15/1435386" target="_blank"> </a></div> </div> <p>আসামি সংক্রান্ত এক প্রশ্নে তাজুল ইসলাম বলেন, ‘কে পালিয়ে গেছে, তা তো আমরা এখন বলতে পারছি না। এখনো আমরা আসামির তালিকা ট্রাইব্যুনালের কাছে দিইনি। সুতরাং কে পালিয়ে গেছে বা যায়নি সেটি ট্রাইব্যুনালের কাছে তালিকা দাখিল করলেই বোঝা যাবে। পলাতকদের বিষয়ে আইনের বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ </p> <p>একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যেসব মামলা বিচারাধীন, সেসব মামলার বিচারকাজ চলবে কি না জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘যেসব মামলা বিচারাধীন, সে বিষয়ে ট্রাইব্যুনালের দায়-দায়িত্ব আছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা চিন্তা করেছি যে অনেকগুলো মামলা আছে, যেগুলো একেবারে চলার মতো না। সেসব মামলার বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে প্রয়োজনীয় আদেশ চাইব। ট্রাইব্যুনাল পর্যালোচনা করে আদেশ দেবেন।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিঙাড়া খাবেন নাকি পুরি? ওজন বাড়ে কোনটিতে!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728985738-c74b45254d768ee16f77f00d336dbee7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিঙাড়া খাবেন নাকি পুরি? ওজন বাড়ে কোনটিতে!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/15/1435384" target="_blank"> </a></div> </div> <p>ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারে আইন উপদেষ্টার দায়িত্ব নিয়ে আসিফ নজরুল ঘোষণা দেন, ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। সে ঘোষণা অনুযায়ী প্রথমে ট্রাইব্যুনালের প্রসিকিউশন, তদন্ত সংস্থা পুনর্গঠনের পর সোমবার (১৪ অক্টোবর) রাতে ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। </p> <p>আইনসচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩ (১৯৭৩ সালের আইন নম্বর ২১)-এর ধারা ৬-এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীকে ওই ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।’</p> <p><strong>চলছে পুরনো ভবনের সংস্কারকাজ</strong></p> <p>একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে যে ভবনটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপন করা হয়েছিল, সেই ভবনটি পুরনো হাইকোর্ট ভবন নামে পরিচিত। বিচার চলার মধ্যেই ঝুঁকিপূর্ণ বিবেচনায় আওয়ামী লীগ সরকারের আমলে শত বছরের পুরনো ভবন থেকে সরিয়ে নেওয়া হয় ট্রাইব্যুনাল। পুরনো এই ভবনের পাশেই টিনশেডের স্থাপনা তৈরি করে সেখানে স্থানান্তর করা হয়  ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন। এর পর থেকে নতুন স্থাপনাতেই চলে আসছিল ট্রাইব্যুনালের বিচারকাজ। শেখ হাসিনা সরকারের পতনের পর ট্রাইব্যুনাল ফের প্রাসঙ্গিক হলে পুরনো ভবনটির সংস্কারে সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সে ধারাবাহিকতায় কিছুদিন হয় সংস্কারকাজ শুরু হয়। </p> <p>মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায়, পুরোদমে চলছে ঐতিহাসিক ভবনটির সংস্কারকাজ। সেই সঙ্গে পুরনো এই ভবনের সামনের জায়গাটিও পরিষ্কার করা হচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই সংস্কারকাজ চলছে বলে জানা গেছে। এর মধ্যে গত সপ্তাহে সংস্কারকাজ পরিদর্শন করে গেছন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেল ৫টায় আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ফের সংস্কারকাজ পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজাউল করিম।</p>