<p> </p> <p>কোনো মুসলিম মারা গেলে তাকে কাফন পরিয়ে জানাজার নামাজের ব্যবস্থা করা অন্য মুসলিমদের কর্তব্য। জানাজার নামাজে মৃত ব্যক্তির কল্যাণ চেয়ে রাসুল (সা.) নিম্নের দোয়াটি করতেন : </p> <p style="text-align:center"><strong>اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَا وَكَبيرِنَا، وَذَكَرِنَا وَأُنْثَانَا. اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الْإِسْلاَمِ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيمَانِ، اللَّهُمَّ لاَ تَحْرِمْنَا أَجْرَهُ، وَلاَ تُضِلَّنَا بَعْدَهُ</strong></p> <p>উচ্চারণ : আল্লাহুম্মাগ ফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, ওয়া শাহিদিনা ওয়া গাইবিনা, ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা, ওয়াজাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তুদিল্লানা বাদাহু।</p> <p>অর্থ : ‘হে আল্লাহ, আমাদের জীবিত-মৃত, ছোট-বড়, পুরুষ-নারী এবং উপস্থিত-অনুপস্থিত সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে আপনি যাকে জীবিত রাখবেন তাকে ইসলামের ওপর রাখেন। এবং আমাদের মধ্যে যাকে মৃত্যু দেবেন তাকে ঈমানের সঙ্গে মৃত্যু দিন। হে আল্লাহ, এর সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। এরপর আমাদেরকে পথভ্রষ্ট করবেন না। ’ </p> <p>হাদিস : আবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) উল্লিখিত দোয়াটি জানাজার নামাজে পড়তেন। (আবু দাউদ, হাদিস নম্বর : ৩২০১, তিরমিজি, হাদিস নম্বর : ১০২৪) </p> <p>অন্য হাদিসে মৃত ব্যক্তির জন্য মহানবী (সা.)-এর পঠিত আরেকটি দোয়া বর্ণিত হয়েছে। আউফ বিন মালিক আল-আশজায়ি (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.) একটি জানাজার নামাজ পড়িয়েছেন। আমি তাঁর পঠিত দোয়াটি মুখস্ত করি। অতঃপর আশা জাগল, সেই মৃত ব্যক্তিটি যদি আমি হতাম!’ (মুসলিম, হাদিস : ৯৬৩, নাসায়ি, হাদিস নং : ১৯৮৩) </p> <p>দোয়াটি হলো- </p> <p style="text-align:center"><strong>اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ [وَعَذَابِ النَّارِ</strong></p> <p>উচ্চারণ : আল্লাহুম্মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি, ওয়াফু আনহু, ওয়া আকরিম নুজুলাহু, ওয়া ওয়াসসি মুদখালাহু, ওয়াগসিল বিল মা ই ওয়াস সালাজি ওয়াল বারদি, ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতাল সাওবাল আবয়াদা মিনাদ দানাসি, ওয়া আবদিলহু দারান খাইরান মিন দারিহি, ওয়া জাওজান খাইরান মিন জাওজিহি, ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইজহু মিন আজাবিল কাবরি।</p> <p>অর্থ : হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করুন, অনুগ্রহ করুন, মার্জনা করুন। তাকে সম্মানিত করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তাকে ঠাণ্ডা বরফের পানি দিয়ে ধৌত করুন। এবং তাকে সব ধরনের পাপ ও ভুল-ত্রুটি থেকে পবিত্র করুন যেমন আপনি সাদা কাপড়কে ময়লা মুক্ত করে থাকেন। তার জন্য (দুনিয়ার চেয়ে) উত্তম বাসস্থানের ব্যবস্থা করুন এবং (দুনিয়ার চেয়ে) উত্তম পরিবার-পরিজন ও (দুনিয়ার চেয়ে) উত্তম স্ত্রীর ব্যবস্থা করুন। তাঁকে জান্নাতে প্রবেশ করান এবং কবরের আজাব থেকে রক্ষা করুন। ’</p>