৪ মহানগর ও ৬ জেলায় কমিটি দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
৪ মহানগর ও ৬ জেলায় কমিটি দিল বিএনপি

দেশের ১০ ইউনিটে কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ঢাকা মহানগর উত্তরসহ চারটি মহানগর কমিটি দিয়েছে বিএনপি। এ ছাড়া ছয় জেলায় কমিটি দেওয়া হয়েছে।

এগুলোর মধ্যে কোথাও পূর্ণাঙ্গ, কোথাও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মহানগর কমিটিগুলো হলো ঢাকা মহানগর উত্তর আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি।

আরো পড়ুন
হাসিনা-কাদের, ইনু-মেননের প্রতীকী ফাঁসি দেওয়া হলো টিএসসিতে

হাসিনা-কাদের, ইনু-মেননের প্রতীকী ফাঁসি দেওয়া হলো টিএসসিতে

 

জেলা কমিটিগুলো হলো মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি।

আমিনুল হককে আহ্বায়ক করা হয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপির।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি। এদিকে আব্দুর রাজ্জাককে যুগ্ম আহ্বায়ক (দপ্তর) ও মোস্তফা জামানকে সদস্যসচিব করা হয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

শেখ হাসিনা দেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ হাসিনা দেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন: হাফিজ উদ্দিন
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ইফতার মাহফিলে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম

বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। হাসিনা ছিল আমাদের কষ্টের মূল কারণ। তিনি ভারতে পলায়ন করেছেন।

সেখানে বসে বাংলাদেশকে কীভাবে ধ্বংস করা যায়, সে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তারা অবৈধ অর্থ ও সাহায্যকারী কিছু দেশের অর্থ নিয়ে, বাংলাদেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকায় ভোলা জেলার লালমোহন উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এই ইফতার মাহফিলের আয়োজন করে।

আরো পড়ুন
ধর্ষণের শাস্তি কোন দেশে কেমন?

ধর্ষণের শাস্তি কোন দেশে কেমন?

 

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন বলেন, শেখ হাসিনা সব সময় ভারতের তাবেদারী করেছেন। আমাদের কোনো বাক স্বধীনতা ছিল না। বিগত দিনে লুটপাট ও অর্থপাচার হয়েছে ব্যাপক হারে। দেখলাম, একজন ইউপি চেয়ারম্যান ১৫ হাজার কোটি টাকার মালিক।

এভাবে বাংলাদেশ লুটপাটের শিকার হয়েছে। আরেকজন সাবেক মন্ত্রীর লন্ডন শহরে ৩৬০টি বাড়ি রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করতে হয়েছে বিএনপির নেতাকর্মীদের। তাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে। মিথ্যা মামলায় অনেককে দিনের পর দিন পালিয়ে বেড়াতে হয়েছে।

এরপরও বিএনপি টিকে আছে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হাজি রহমান, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।

মন্তব্য

নির্বাচনে কোন বিভাগে কোন দল এগিয়ে?

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
নির্বাচনে কোন বিভাগে কোন দল এগিয়ে?
সংগৃহীত ছবি

৫ আগস্ট ছাত্র-জনতার ব্যাপক গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর সাত মাস পেরিয়ে গেছে। এর মধ্যে নানা চড়াই-উতরাই পার করেছে দেশ। দিন যতই যাচ্ছে দেশের জনগণের মনে একটাই প্রশ্ন জাগছে জাতীয় নির্বাচন কবে হবে? যদি নির্বাচন হয়ও কোন বিভাগে কোন রাজনৈতিক দল এগিয়ে রয়েছে।

এখন পর্যন্ত নির্দিষ্ট করে নির্বাচনের তারিখ ঠিক করেনি অন্তর্বর্তী সরকার। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি বলেছেন, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের মার্চে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

জুলাই অভ্যুত্থানের পর দেশে আওয়ামী লীগের অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। বর্তমানে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান দুই রাজনৈতিক দল হিসেবেই গণ্য।

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন এক পার্টি রাজনীতিতে নাম লিখিয়েছে।

আরো পড়ুন
৩ ভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি

৩ ভিন্ন দাবি নিয়ে মাঠে নামছে বিএনপি-জামায়াত-এনসিপি

 

সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠানের চালানো এক জরিপে দেখা গেছে, এই মুহূর্তে ঢাকা বিভাগে বিএনপি ৪৪.৭ শতাংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫.৫ শতাংশ, আওয়ামী লীগ ১৮.৫ শতাংশ, ছাত্র সমর্থিত পার্টি ৫.৪ শতাংশ এগিয়ে।

চট্টগ্রাম বিভাগে বিএনপি ৪৭.৮ শতাংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৭.৩ শতাংশ, আওয়ামী লীগ ১১.১ শতাংশ, ছাত্র সমর্থিত পার্টি ৭.৪ শতাংশ এগিয়ে।

সিলেট বিভাগে বিএনপি ৫১ শতাংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৬ শতাংশ, আওয়ামী লীগ ১৪.৯ শতাংশ, ছাত্র সমর্থিত পার্টি ২.৬ শতাংশ এগিয়ে।

খুলনা বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৬.৩ শতাংশ, বিএনপি ৩৮.৩ শতাংশ, আওয়ামী লীগ ৯ শতাংশ, ছাত্র সমর্থিত পার্টি ৩ শতাংশ এগিয়ে।

রাজশাহী বিভাগে বিএনপি ৪২.৭ শতাংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৫.৫ শতাংশ, আওয়ামী লীগ ১২.৯ শতাংশ, ছাত্র সমর্থিত পার্টি ৬.৬ শতাংশ এগিয়ে।

রংপুর বিভাগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪৪.৯ শতাংশ, বিএনপি ২১.৭ শতাংশ, আওয়ামী লীগ ৯.২ শতাংশ, ছাত্র সমর্থিত পার্টি ৩.৮ এগিয়ে।

বরিশাল বিভাগে বিএনপি ৩৯.৭ শতাংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২.৯ শতাংশ, আওয়ামী লীগ ২৪.৬ শতাংশ, ছাত্র সমর্থিত পার্টি ৬.২ শতাংশ এগিয়ে।

ময়মনসিংহ বিভাগে বিএনপি ৪৪.৬ শতাংশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৮.৩ শতাংশ, আওয়ামী লীগ ১৮.৩ শতাংশ, ছাত্র সমর্থিত পার্টি ৬.৪ শতাংশ এগিয়ে।

আরো পড়ুন
সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

সামরিক বাহিনীর ৮ সংস্থা ও স্থাপনার নাম পরিবর্তন

 

উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভিশন কনসাল্টিং বাংলাদেশের ৮টি বিভাগে চালানো জরিপে এসব তথ্য উঠে এসেছে। এতে সহযোগিতায় ছিল ব্রেন (BRAIN) এবং মুক্তচিন্তার প্ল্যাটফরম ‘ভয়েস ফর রিফর্ম’।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত সারা দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলার ১০ হাজার ৬৯৬ জনের মধ্যে এই জরিপ চালানো হয়।

এতে আরো উঠে এসেছে, এলাকাভিত্তিক নমুনায় গ্রামীণ ৭১ শতাংশ এবং শহর ২৯ শতাংশ। লিঙ্গভিত্তিক নমুনা পুরুষ ৫৫ শতাংশ ও নারী ৪৫ শতাংশ।

নমুনায় বয়সভিত্তিক প্রতিনিধিত্ব জেন-জি (১৮ থেকে ২১ বছর) ৩৬ শতাংশ, মিলেনিয়ালস (২৯ থেকে ৪৪ বছর) ৩৪ শতাংশ, জেন এক্স (৪৫ থেকে ৬০ বছর) ১৮ শতাংশ এবং ষাটোর্ধ্ব ১২ শতাংশ।

জরিপের ফল আরো বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২.৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ, গণ অধিকার পরিষদ শূন্য দশমিক ৫ শতাংশ, গণসংগতি আন্দোলন শূন্য দশমিক ২ শতাংশ এবং অন্যান্য দল ৩.৩ শতাংশ ভোট পাবে।

সম্প্রতি এক অনুষ্ঠানে ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সরওয়ার জরিপের বিস্তারিত ফলাফল তুলে ধরেন।

মন্তব্য

ইসলাম ধর্ষকের মতো অপরাধীর প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে : মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ইসলাম ধর্ষকের মতো অপরাধীর প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে : মামুনুল হক
ফাইল ছবি

মাগুরায় বোনের বাড়িতে গিয়ে আট বছর বয়সী শিশুর ধর্ষণের শিকারের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

তিনি বলেছেন, ‘ইসলাম এই ধরনের অপরাধীর প্রকাশ্যে বিচারের নির্দেশ দিয়েছে। আমরা যদি ইসলামী নির্দেশনা মেনে বিচার করতে পারি তাহলে, আর কেউই এ ধরনৈর অপরাধে লিপ্ত হওয়ার দুঃসাহস দেখাবে না।’

আজ রবিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে ‘দেশের সাম্প্রতিক ঘটনাবলির বিশ্লেষণ ও মূল্যায়ন’ নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘মাগুরার ওই শিশুর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবিলম্বে অপরাধীদের যথাযথ দৃষ্টান্তমূলক বিচারের ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে অশ্লীলতা, বেহায়াপনা ও ইসলামিক কালচারকে অবজ্ঞা করার প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। শাহবাগের পরাজিত চেতনাধারীরা বিভিন্ন নামে-বেনামে ইসলামী মূল্যবোধে আঘাত দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মুসলমানদের কাছে রমজান অত্যন্ত পবিত্র মাস। আমরা বিশেষভাবে এই মাসে সব ধরনের বেহায়াপনা ও অশ্লীলতা বন্ধ রাখার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘তার পরও এক শ্রেণির ধর্মবিদ্বেষী ঈমানদার মুসলমানদের বিভিন্ন উপায়ে উসকানি দেয়। ধর্মপ্রাণ মুসলমানদের সচেতনতার সঙ্গে এসব উসকানির জবাব দিতে হবে।

আমরা লক্ষ করছি, সরকার এসব উসকানিদার বিরুদ্ধে যথাসময়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছে না। বরং কোনো কোনো ক্ষেত্রে সরকারের পদক্ষেপ উল্টোমুখী। প্রশাসনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান থাকবে, আপনাদের পদক্ষেপে যেন ইসলামবিরোধীরা আস্কারা না পায়।’

একই অনুষ্ঠানে মামুনুল হক আরো বলেন, ‘সম্প্রতি নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রূপান্তরকামী এক ব্যক্তিকে অদম্য নারী পুরস্কার দেওয়া হয়েছে। এই ধরনের কাজ, নারীত্বের প্রকৃত মর্যাদা ও স্বাভাবিক পরিচয়কে বিকৃত করার অপপ্রয়াস।

একই সঙ্গে নারীসমাজের প্রতি চরম অবমাননাকর। অবিলম্বে এই পুরস্কার বাতিল করতে হবে। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক, সমাজবিরোধী ও ইসলামবিরোধী কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল প্রমুখ।

মন্তব্য

বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : প্রিন্স
সংগৃহীত ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘স্বাধীনতা-পরবর্তীকালে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা চাপিয়ে দিয়েছিল। জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রহিম এবং ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় মূল্যবোধ ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করে সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুভূতির প্রতি সম্মান জানিয়েছেন।’

তিনি বলেন, ‘বিএনপি শহীদ জিয়ার সেই নীতি ধারণ করে চলেছে। বিএনপি ধর্মবান্ধব রাজনৈতিক দল, কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করে না।

বিএনপি ধর্মীয় অনুশাসন মেনে জনসাধারণকে আদর্শ জাতি গঠনে উদ্বুদ্ধ করে, বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না।’

আজ রবিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, মসজিদের ইমাম ও এতিমদের সম্মানে তার প্রদত্ত ইফতার মাহফিলে বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ‘বিএনপি ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় স্বাধীনতা, সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস এবং সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিশ্বাস করে, মুসলমান জনগোষ্ঠীর মধ্যে ইসলামী মূল্যবোধ এবং সংস্কৃতির বিকাশ ঘটলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ এই দেশে শান্তি, ন্যায্যতা, মানবিকতা প্রতিষ্ঠিত হবে।

ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সদস্যসচিব আনিসুর রহমান মনিকের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, দক্ষিণ মাইজপাড়া ফতেমতুজ্জোরা মাদরাসার মুহাদ্দিস শহিদুল্লাহ, ধোবাউড়া বাজার জামে মসজিদের ইমাম নজিম উদ্দিন, ধোবাউড়া মোহাম্মদীইয়া দাখিল মাদরাসার সুপার আবদুল মান্নান, ধোবাউড়া বাইতুল হামদ একাডেমির সিনিয়র শিক্ষক আবুল হাশিম, ওলামা দল নেতা ওবায়দুল হক, হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ