বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘হাজার হাজার মানুষ জীবন দিয়ে ৫ আগস্ট দেশ হাসিনামুক্ত করলেও প্রকৃত বিজয় এখনো অর্জিত হয়নি।’
তিনি বলেন, ‘দেশে নির্বাচন যত দেরি হবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফিরে আসার সম্ভাবনা ততই বাড়বে। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের পথে যেতে হবে।’
বৃহস্পতিবার (২০ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য এম. নাসের রহমান আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, ‘ইসলাম একটা বিশ্বধর্ম। ইসলাম শুধু সৌদি আরবের ধর্ম না। ইসলাম সারা বিশ্বের ধর্ম। এখন সৌদি আরবের যে কালচার তেমনি আমাদেরও একটি কালচার আছে।
’
তিনি বলেন, ‘আমরা মুসলমান। আমাদের ঈমান-আকিদা আছে। আমরা নামাজ-রোজা করি। কিন্তু ইসলাম ও তৌহিদী জনতার নামে আজ দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এতে কেউ লাভবান হওয়ার সুযোগ নেই।
বরং সারা বিশ্বের কাছে আমরা কালার হয়ে যাব।’
জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য আব্দুল মুকিত।
উপস্থিত ছিলেন সাবেক এমপি খালেদা রব্বানী, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ বিলাল, আইনজীবী সমিতির আহ্বায়ক এডভোকেট মুজিবুর রহমান মুজিবসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।