সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে : হান্নান মাসুদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে : হান্নান মাসুদ
সংগৃহীত ছবি

তরুণদের নেতৃত্বে সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ। তিনি বলেন, আমরা কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ হবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হান্নান মাসুদ এসব কথা বলেন।

তিনি বলেন, আগামীর বাংলাদেশে নির্বাচনের আগে দলে দলে সংঘাতের ঘটনা তরুণরা ঘটতে দেবে না।

আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করবে।

নাহিদ ইসলামকে ‘গণতন্ত্রের ইমাম’ আখ্যা দিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে একযোগে কাজ করার আশা ব্যক্তি করে হান্নান মাসুদ বলেন, আজকে যেমন আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে সকল রাজনৈতিক দলের নেতারা যোগ দিয়েছে, আগামীর বাংলাদেশে এই তরুণদের নেতৃত্বেই সব রাজনৈতিক দলকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়া হবে। এটাই এই দেশবাসীর প্রতি আমাদের প্রতিশ্রুতি।

তিনি বলেন, ‘আজ সবাই একটি নতুন ইতিহাসের সাক্ষী।

এই ইতিহাসের জন্ম দিয়েছে ছাত্র‑জনতা। ২৪টি বছর পাকিস্তানের শোষণে ছিলাম। আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের নিপীড়িত মা‑বোনেরা একটি স্বাধীন দেশ চেয়েছিলেন। আমাদের ৭১–এর বীর সেনানীরা, আমাদের শহীদেরা, আমাদের ৩০ লক্ষ শহীদেরা আমাদের মা‑বোনেরা জীবন দিয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম দেশের জন্য।
কিন্তু কী দেখা গিয়েছিল? ’৭২ থেকে ’৭৫‑এ এসেই এ দেশের মানুষের ওপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। সে সময়ের বিরোধী দলের নেতা সিরাজ সিকদারকে হত্যা করেছিল। সংসদে দাঁড়িয়ে বলেছিল–কোথায় আজ সিরাজ সিকদার। সেই দাম্ভিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি।’

হান্নান বলেন, ‘আমরা ’৭৭ থেকে তার পরবর্তী সময়ে মেজর জিয়ার শাসনামল দেখেছি, সেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল।

কিন্তু তারপরে আবারও বাংলাদেশ পথ হারিয়েছে। 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবি গণ অধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার দাবি গণ অধিকার পরিষদের

অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সেই সরকারের অধীনে সংস্কার ও সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেওয়া লিখিত মতামতে এ দাবি জানিয়েছে তারা। 

বুধবার (৯ এপ্রিল) গণ অধিকার পরিষদ ও বিকল্পধারা বাংলাদেশ লিখিত মতামত জমা দিয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৩১টি রাজনৈতিক দল তাদের মতামত জমা দিয়েছে।

আরো পড়ুন
নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল, প্রতীক রকেট

নিবন্ধন পেল নতুন রাজনৈতিক দল, প্রতীক রকেট

 

রাজধানীর শেরেবাংলানগরের জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে লিখিত মতামত জমা দিয়েছে গণ অধিকার পরিষদের প্রতিনিধিদল। পরে দলের উচ্চতর পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকারকেই জাতীয় সরকারে রূপান্তরিত করতে হবে। সেই সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। জাতীয় সরকারই সংবিধানসহ সব সংস্কারকাজ সম্পন্ন করবে।

’ জাতীয় সংবিধান কাউন্সিল গঠন উল্লেখ করে ওই প্রতিষ্ঠানটিকে শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করেছেন তারা। এ ছাড়া তরুণদের ভোটে অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রার্থীর বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২৩ করার প্রস্তাবও তুলে ধরা হয়েছে। ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২৭টি বিষয়ে একমত প্রকাশ করেছে গণ অধিকার পরিষদ।

এদিকে কমিশনের সংস্কার প্রস্তাবনার সাথে সম্পূর্ণ একমত প্রকাশ করেছে ড. নুরুল আমিন বেপারীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ।

তবে একটি প্রস্তাবে তাদের আংশিক ভিন্নমত রয়েছে। দলটির মহাসচিব শাহ আহমেদ বাদল জানান, একটি বাদে ঐকমত্য কমিশনের সব প্রস্তাবের সাথেই বিকল্পধারা একমত। শুধু জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবনার মধ্যে পৌরসভা চেয়ারম্যান নির্বাচন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে প্রত্যক্ষ (সরাসরি) ভোটের প্রস্তাব করেছেন তারা।

আরো পড়ুন
সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

সালমান আর নাসির ছাড়া তেমন কোনো পুরুষ আমি দেখতে পাইনি

 

উল্লেখ্য, সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য গঠনে ১২ ফেব্রুয়ারি জাতীয় ঐকমত্য কমিশন গঠিত হয়। সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, দুদক, জনপ্রশাসন সংস্কারে গঠিত পাঁচটি কমিশনের ১৬৬ সুপারিশে ৩৮টি রাজনৈতিক দলের কাছে মতামত চায় কমিশন।

এতে ৩১টি দল তাদের মতামত দিয়েছে। মতামত দেওয়া দলগুলোর সঙ্গে গত ২০ মার্চ থেকে প্রথম দফার সংলাপ শুরু হয়েছে। এরআগে এলডিপি, খেলাফত মজলিস, লেবার পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবি পার্টি ও নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে একমত হবে, সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতিতে সই হবে জুলাই সনদ।

মন্তব্য

গণহত্যার দায়ে আ. লীগের বিচারে একমত হেফাজত-এনসিপি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
গণহত্যার দায়ে আ. লীগের বিচারে একমত হেফাজত-এনসিপি

গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারে ঐকমত্য হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। বৈঠকে এনসিপি ও হেফাজতের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন। হেফাজতে ইসলামের আগ্রহে এই বৈঠক হয়।

এর আগে বিএনপির সঙ্গে বৈঠক করে হেফাজত।

সভায় হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদল ও আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

সভায় আওয়ামী লীগের বিচার, সংস্কার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মামলা-মোকদ্দমা নিয়ে আলোচনা হয়। আওয়ামী লীগের বিচার প্রশ্নে চারটি বিষয়ে একমত হয় হেফাজত ও এনসিপি।

এগুলো হলো :

>> গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে।

>> বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখতে হবে।

>> নির্বাচনের আগেই আওয়মী লীগের বিচারের পদক্ষেপ দৃশ্যমান করতে হবে।

>> আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা।

এ ছাড়া মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক ও চলমান সংস্কার বিষয়ে আলোচনা হয়। ফ্যাসিবাদের সময়ে হেফাজতে ইসলাম ও অন্যান্য দলের বিরুদ্ধে আওয়ামী লীগের মিথ্যা হয়রানিমূলক ও রাজনৈতিক প্রতিহিংসার মামলাগুলো দ্রুত প্রত্যাহার ও নিষ্পত্তি বিষয়ে একমত পোষণ করেন এনসিপি ও হেফাজত নেতারা। সংস্কার নিয়ে পারস্পরিক প্রস্তাবনাগুলো উত্থাপন করা হয়।

মন্তব্য

হঠাৎ দুদকে হাসনাত-সারজিস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
হঠাৎ দুদকে হাসনাত-সারজিস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

বুধবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে তারা সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন তারা। আড়াইটার দিকে দুদক থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি।

আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা অতি গোপনীয়।’

অভিযোগ কাদের বিরুদ্ধে- দুর্নীতি দমন কমিশন, না কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান– এমন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে হাসনাত বলেন, ‘এটা ভেরি কনফিডেনসিয়াল। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকল না।

তাছাড়া অপরাধীরা তখন সতর্ক হয়ে যাবে।’

অপর এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে আবার বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না।

আমাদের কিছু অভিযোগ ছিল সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি।’

মন্তব্য

১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ, চাইবে নির্বাচনী রোডম্যাপ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সাক্ষাৎ, চাইবে নির্বাচনী রোডম্যাপ
ফাইল ছবি

নির্বাচনের রোডম্যাপ, সংস্কার প্রক্রিয়া, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাত করবে বিএনপি। দলের পক্ষ থেকে সময় চাওয়া হলে প্রধান উপদেষ্টা আগামী ১৬ই এপ্রিল তাদের সময় দিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ বুধবার একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আজ বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনর কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সাথে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে তারা নির্বাচনী সুস্পষ্ট রোডম্যাপ চাইবে।

তিনি বলেন, 'নির্বাচন নিয়ে নানামহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের সুনির্দিষ্ট র‍োডম্যাপ চাইব।'

গত সোমবার বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শিগগিরই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর রয়েছেন।

১৬ এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।

সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। রাজনৈতিক দলগুলো 'নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে' বলেও আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ