<p>নতুন বছরে গ্রাহকদের মিতসুবিশির ব্র্যান্ড নিউ গাড়ির নির্দিষ্ট মডেলে দুই লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা। মিতসুবিশির জনপ্রিয় মডেলগুলো থেকে গ্রাহকরা তাদের পছন্দের মডেলটি বেছে নিয়ে অফারটি নিতে পারবেন। মিতসুবিশি এক্সপ্যান্ডার, মিতসুবিশি আউটল্যান্ডার, মিতসুবিশি এক্লিপস ক্রস, মিতসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট, মিতসুবিশি এল২০০ পিকআপ গাড়ি ভিন্ন ডিজাইন ও অপশনে বাজারে এসেছে। প্রতিটি গাড়ির সঙ্গে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি ও তিনটি ফ্রি সার্ভিসিং।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="দেয়াল ভেঙে হাসপাতালে হাতি" height="66" src="https://asset.kalerkantho.com/public/news_images/2024/12/11/1733924874-8cda81fc7ad906927144235dda5fdf15.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>দেয়াল ভেঙে হাসপাতালে হাতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/12/11/1456411" target="_blank"> </a></div> </div> <p><br />   <br /> মিতসুবিশি মোটরস বাংলাদেশের সিইও মোহাম্মদ হামদুর রহমান সায়মন বলেন, জাপানিজ প্রযুক্তির মিশ্রণে মিতসুবিশি মোটরসের প্রতিটি গাড়ি এমনভাবে ডিজাইন করা হয়, যা গ্রাহককে স্টিয়ারিং হাতে আরো আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। তাই তাদের নতুন বছরের শুরুটা হোক জাপানি প্রযুক্তির নতুন মিতসুবিশি গাড়ির সঙ্গে—এটাই আমাদের প্রত্যাশা। </p> <p>অটোমোটিভ ডিভিশন-১-এর ডিভিশনাল হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, ‘নতুন অফারটি আরো গ্রাহকদের সেই লাইফস্টাইল উপভোগ করার সুযোগ করে দেবে বলে আমি আশা করছি। গ্রাহকরা মিতসুবিশি মোটরস বাংলাদেশ শোরুমে অথবা সেলস টিমের যোগাযোগ করে টেস্ট-ড্রাইভ বুক করতে পারবেন।’</p>