<p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ঠিকানা পরিবহনের ১০টি বাস আটক ও দায়ের করা মামলায় বাসের হেলপার মো. রাসেলকে (৩২) গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। </p> <p>মঙ্গলবার (৫ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ঠিকানা পরিবহনের ১০টি বাস আটক করে কেন্দ্রীয় খেলার মাঠে রেখেছেন ভুক্তভোগীর সহপাঠীরা।</p> <p>বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় দিকে টিউশন শেষে সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে বাসে ওঠার সময় ঠিকানা পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১২৩০৭৪) হেলপার কর্তৃক হেনস্তার শিকার হন ওই শিক্ষার্থী। এতে ক্ষুব্ধ হয়ে বাসগুলো আটক করেন তার সহপাঠীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে মধ্যরাতে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে দুই ছাত্রী আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730301240-af6e6b693ed51557729e654e34b27ab5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে দুই ছাত্রী আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/30/1440915" target="_blank"> </a></div> </div> <p>অভিযোগপত্রে ওই ছাত্রী বলেন, ‘আমি আনুমানিক রাত ৮টার দিকে টিউশনি থেকে ক্যাম্পাসে ফেরার জন্য সাভার ক্যান্টনমেন্ট পদাতিক গেট থেকে বাসে উঠতে চাই। এ সময় বাসের হেলপার আমাকে আপত্তিকরভাবে স্পর্শ করে। এর পরিপ্রেক্ষিতে আমি তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসা করলে বলে ‘আমি ইচ্ছাকৃত এ কাজ করিনি।’ এর ১০ মিনিট পর আমি ডেইরি গেটে (বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে) নেমে যাই এবং আমার সহপাঠী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি অবগত করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’</p> <p>ঠিকানা পরিবহনের পরিচালক কবির হোসেন বলেন, ‘আমাদের একটি বাসের চালক ব্রেক কষলে হেলপার এক ছাত্রীর গায়ের ওপরে পড়েন। সেটি ইচ্ছাকৃতভাবে হতে পারে, অনিচ্ছাকৃতভাবেও হতে পারে। এ কারণে ক্যাম্পাসের ছাত্ররা ১০টি বাস আটক করে রেখেছে। যে বাসের হেলপার এ কাজ করেছে সে বাসটি ঢাকায় আটক আছে এবং হেলপারকে আশুলিয়া থানায় নেওয়া হয়েছে। আমাদের আটক বাকি বাসগুলো ছাড়িয়ে নেওয়ার জন্য ক্যাম্পাসে এসেছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নিষিদ্ধ?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730286401-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির নিষিদ্ধ?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/30/1440850" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক  বলেন, এ ঘটনায় গতকাল রাতে ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে বাসের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।</p>