<p>বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-এর উদ্যোগে দিনব্যাপী অন্তর্ভূক্তিমূলক নেতৃত্বচর্চা শীর্ষক প্রশিক্ষণ ও লেখক পুরস্কার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার, অন্তর্ভূক্তিমূলক শিক্ষার গুরুত্ব ও নেতৃত্বের বিকাশ নিয়ে আলোচনা করা হয়। </p> <p>শুক্রবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে তা অনুষ্ঠিত হয়। </p> <p>প্রশিক্ষণ কর্মসূচিতে বিস্ক্যান-এর মাহফুজুর রহমান রাকিব প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিয়ে আলোচনা করেন। তিনি সবক্ষেত্রে প্রতিবন্ধীদের ন্যায়সঙ্গত অধিকার এবং তাদের সমতাভিত্তিক সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে উপস্থিত শ্রোতাদের নিয়ে প্রতিবন্ধীবিষয়ক সচেতনতা নিয়ে একটি কুইজ অনুষ্ঠিত হয়। </p> <p>এরপর অন্তর্ভূক্তিমূলক নেতৃত্বচর্চা নিয়ে আলোচনা করেন জামাল উদ্দিন জেমি। তিনি নেতৃত্বের বৈচিত্র্য ও প্রয়োজনীয় গুণাবলী নিয়ে আলোকপাত করেন। তা ছাড়া অন্তর্ভূক্তিমূলক শিক্ষার চ্যালেঞ্জ ও সুযোগ অন্বেষণ নিয়ে আলোচনা করেন ব্র্যাক এডুকেশন সেন্টারের উপ-ব্যবস্থাপক কামরুস সালাম। তিনি শিক্ষা ক্ষেত্রে সবার সুযোগ তৈরি এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমস্যা ও এর সমাধান নিয়ে কথা বলেন। </p> <p>দুপুরের পর বিশেষচাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিজেদের সংগ্রামমুখর জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তা উপস্থিত শ্রোতাদের অন্তরে গভীর রেখাপাত করে এবং ভবিষ্যত জীবনে প্রতিবন্ধীদের প্রতি সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে। </p> <p>অনুষ্ঠানে জুলাই ছাত্র আন্দোলনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ নিয়ে আলোচনা করেছেন কুমুদিনী উইমেনস মেডিক্যাল কলেজের সাবেক অধ্যাপক ও বুয়েটের কাউন্সেলর মেজর ডা. আব্দুল ওয়াহাব। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জ নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন। </p> <p>আরটিভির শিশু, কিশোর ও প্রতিবন্ধীবিষয়ক বিশেষ প্রতিবেদক সৈয়দা মুনিরা ইসলাম অটিজম শিশুর মা হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়নে আরটিভির বিভিন্ন অনুষ্ঠানের কথা তুলে ধরেন এবং সব শ্রেণীর মধ্যে সহযোগিতামূলক আচরণের ওপর গুরুত্বারোপ করেন। </p> <p>সিরাজগঞ্জের চলন বিলের প্রান্তিক এলাকায় শিক্ষা কার্যক্রম নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন আউকো টেক্স গ্রুপের গ্রুপ এইচআর কো-অর্ডিনেটর মো. আরিফুজ্জামান খান। সেখানে তিনি একটি স্কুল ও থেরাপি সেন্টার প্রতিষ্ঠা করেন যেখানে ১১০ শিক্ষার্থীর যাতায়াতে সহায়তা করা হয়। </p> <p>এদিকে তৃতীয় বছরের মতো ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)-কে সহায়তার কথা তুলে ধরেছেন টিকে গ্রুপের ব্র্যান্ড ও কমিউনিকেশনের প্রধান মো. ইব্রাহিম খলিল। তিনি প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ মোকাবেলায় তার কম্পানির প্রতিশ্রুতির কথা জানান এবং সবাইকে সাফল্য অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। </p> <p>তা ছাড়া ব্র্যাকের প্রতিবন্ধী ও অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ শারমিন আকবরী এবং প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক ড. শাহিন খান আলোচনা করেন। </p> <p><br />  </p>