ঢাকা, বুধবার ০৫ মার্চ ২০২৫
২০ ফাল্গুন ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

ঢাকা, বুধবার ০৫ মার্চ ২০২৫
২০ ফাল্গুন ১৪৩১, ০৪ রমজান ১৪৪৬

টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা 'হাকিম ডাকাত'র ৪ সদস্য নিহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
শেয়ার
টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা 'হাকিম ডাকাত'র ৪ সদস্য নিহত
রোহিঙ্গা ডাকাত সরদার আব্দুল হাকিম

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে শুক্রুবার বিকালে পুলিশ এক সফল অভিযান চালিয়েছে। টেকনাফের হোয়াইক্যং নামক গহীন অরণ্যে পুলিশের অভিযানের সময় রোহিঙ্গা সশস্ত্র ডাকাতদলের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় ৪ জন সশস্ত্র রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। পুলিশ নিহতদের নিকট থেকে ৪ টি অস্ত্র ও ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। অল্পের জন্য রোহিঙ্গা আবদুল হাকিম ডাকাত পুলিশের হাতছাড়া হয়ে গেছে।

নিহতদের ২ জন হচ্ছে টেকনাফের পাহাড়ের দুর্ধর্ষ রোহিঙ্গা হাকিম ডাকাত বাহিনীর প্রধান আবদুল হাকিমের আপন সহোদর। অপর ২ জন তার বাহিনীর সদস্য। নিহত ৪ জনই রোহিঙ্গা ডাকাত বলে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। অল্পের জন্য ডাকাতদলের প্রধান আবদুল হাকিম (৪৮) পুলিশের হাতছাড়া হয়ে গেছে।

রোহিঙ্গা দুর্ধর্ষ হাকিম ডাকাতের দুই ভাইসহ বাহিনীর ৪ সদস্য নিহত হবার খবরে টেকনাফ ও উখিয়া সীমান্ত জনপদের মানুষ স্বস্তি প্রকাশ করেছে। টেকনাফের পাহাড়ে পুলিশী অভিযানে রোহিঙ্গা হাকিম ডাকাত বাহিনীর সদস্য নিহত হওয়ার সংবাদ প্রচারের পর পরই সীমান্তের লোকজন এলাকার হাটে-বাজারে জড়ো হয়ে বিস্তারিত খবরা-খবর নিতে থাকেন। টেকনাফ সীমান্তে চাওর রয়েছে যে, টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত 'মৌলভী' নামে পরিচিত এক ইয়াবা কারবারির সাথে দীর্ঘদিন ধরে হাকিম ডাকাত দলটির সম্পর্ক রয়েছে।

গত এক দশক ধরে রোহিঙ্গা হাকিম ডাকাত বাহিনী টেকনাফের পাহাড়ে আস্তানা স্থাপনের মাধ্যমে পুরো মিয়ানমার সীমান্ত জুড়ে অপরাধ জনক ঘটনা ঘটিয়ে আসছিল।

মিয়ানমারের আরাকান রাজ্যের বাসিন্দা আবদুল হাকিম মূলত নাফনদের ওপারে (আরাকান) থেকে বাংলাদেশে এক সময় ইয়াবা পাচারের কাজে জড়িত ছিল। ইয়াবা কারবারের কারণে টেকনাফ সীমান্তের তালিকাভুক্ত ইয়াবা কারবারিদের সাথে হাকিমের সখ্য গড়ে উঠে।
টেকনাফের ইয়াবা গডফাদারদের সেই সখ্যতা সূত্র ধরে পরবর্তীতে রোহিঙ্গা আবদুল হাকিম পাড়ি জমায় টেকনাফে। এখানে এসেই হাকিম বসতি স্থাপন করে। টেকনাফ সীমান্তের প্রভাবশালী ইয়াবা ডনদের সাথে হাত মিলিয়ে ইয়াবা পাচারের কাজে এক চেটিয়া প্রভাব বিস্তারের মাধ্যমে সে শক্তি সঞ্চয় করে।
এরপর সে আরাকান থেকে নিয়ে আসে তার ৫ ভাইকেও। ভাইদের নানা ভাবে টেকনাফের প্রভাবশালীদের আত্মীয় স্বজনদের বিয়ে-শাদিরও ব্যবস্থা করে দেয়। হাকিম ডাকাতের ভাই নজির ডাকাত বিয়ে করেছে টেকনাফ সীমান্তের এক প্রভাবশালী রাজনীতিকের মামাত ভাইয়ের কন্যা। কিছুদিন আগে নজিরও ডাকাতও নিহত হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম-বার কালের কণ্ঠকে জানিয়েছেন, শেষ পর্যন্ত পাহাড়ে অভিযান পরিচালনায় পারদর্শী পুলিশের ৪০ জন সদস্যকে গত এক মাস আগে টেকনাফের পাহাড়ে তুলে দেওয়া হয়। তাদের সাথে দেওয়া হয় আরো ২০ জনকে। ৬০ জন পুলিশের একটি চৌকস দল নিরবে টেকনাফের পাহাড়ে হাকিম ডাকাতকে বাহিনী ধরতে ওঁৎপেতে ছিলেন টানা তিন সপ্তাহ। কিন্তু গেল সপ্তাহের টানা ভারি বর্ষণে দলটি পাহাড় থেকে নেমে আসে।

শুক্রবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে টেকনাফে থানার ওসি প্রদীপ কুমার দাশ খবর পেয়ে পূণরায় একদল ‘পাহাড়ে অভিযান পরিচালনায় পারদর্শী’ পুলিশের দল নিয়ে অভিযানে নেমে পড়েন। পাহাড়ের একটি অস্তানায় ঘিরে ফেলা অবস্থা থেকে হাকিম ডাকাত পুলিশের হাত থেকে অল্পের জন্য হাতছাড়া হয়ে গেছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, রোহিঙ্গা আবদুল হাকিম ডাকাতের বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। হাকিম বাহিনীর অপকর্মে বাধা দিতে গিয়ে টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নিবেদিত আওয়ামী লীগ তৃণমূল নেতা সিরাজুল ইসলাম হাকিমের হাতে নৃশংসভাবে খুনের শিকার হয়েছিলেন। এরপর থেকেই একের পর এক খুন করতে থাকে রোহিঙ্গা হাকিম ডাকাত।

মন্তব্য

সম্পর্কিত খবর

পুলিশের হাতে কামড় দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার

রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
রাজিবপুর-রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
শেয়ার
পুলিশের হাতে কামড় দিয়ে পালানো সেই আসামি গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পলাতক ধর্ষণ মামলার আসামি শাহনেওয়াজ আবির রাজুকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

ওসি জানান, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে ঢাকা দক্ষিণখান থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব-১ তথ্যপ্রযুক্তির মাধ্যমে হাতকড়াসহ পলাতক আসামি রাজুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ধর্ষণ, মাদক ও পুলিশ সদস্যকে আহত করার মামলা রয়েছে।

 

আরো পড়ুন
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্যের সব পদ স্থগিত

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্যের সব পদ স্থগিত

 

শাহনেওয়াজ আবির রাজু উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ী এলাকার আজগর আলীর ছেলে। 

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে স্থানীয় এক প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গা ঢাকা দিয়ে অভিযুক্ত রাজু ও তার পরিবারের লোকজন উপজেলার ধনারচর এলাকায় খালা (সাবেক মহিলা ইউপি সদস্য) শিরিনা আক্তারের বাড়িতে আশ্রয় নেন।

অভিযোগ পেয়ে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আউয়াল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিনা আক্তারের বাড়িতে অভিযানে চালায়।

তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবাসহ অভিযুক্ত রাজুকে আটক করে হাতকড়া পড়ায় পুলিশ। এ সময় রাজু ও তার মা এবং খালাতো বোন (শিরিনার মেয়ে) পুলিশের ওপর হামলা করে। হামলায় এসআই আউয়ালে হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায় রাজু। অবশেষে ৯দিন পর তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাসঙ্গিক
মন্তব্য

শখের বশে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দোকানির

সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
সদর দক্ষিণ-লালমাই (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
শখের বশে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দোকানির
সংগৃহীত ছবি

কুমিল্লার লালমাইয়ে কাস্টমারের মোটরসাইকেল চালাতে গিয়ে মো. জহির (২৬) নামের এক চা দোকানি মারা গেছেন। বুধবার (৫ মার্চ) পেরুল গ্রামের চৌকিদার বাড়ির সামনে এ দুর্ঘটনায় ঘটে।

জহির পেরুল দক্ষিণ ইউনিয়নের পুর্ব পেরুল গ্রামের আবদুল ওহাবের ছেলে। তিনি স্থানীয় ফয়েজগঞ্জ বাজারের চা বিক্রেতা।

 

নিহতের পরিবার ও ফয়েজগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় একজন মোটরসাইকেল আরোহী জহিরের দোকানে চা খেতে আসেন। ওই সময় মোটরসাইকেল আরোহীকে চা খেতে দিয়ে শখের বশে মোটরসাইকেল চালিয়ে হরিশ্চর বাজারের দিকে রওনা করেন জহির। চৌকিদার বাড়ি সংলগ্ন ইউটার্নে পৌঁছলে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, 'হরিশ্চর চৌরাস্তার দক্ষিণে পেরুল ইউটার্নে অজ্ঞাত গাড়ির ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবার সূত্রে জেনেছি, নিহত ব্যক্তি মানুষিকভাবে অসুস্থ ছিলেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।'

মন্তব্য

শহীদদের রক্তের দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের রয়েছে : হাসনাত আব্দুল্লাহ

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
শহীদদের রক্তের দায়বদ্ধতা আমাদের প্রত্যেকের রয়েছে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই আন্দোলনে যারা শহীদ বা আহত হয়েছেন তাদের রক্তের দায়বদ্ধতা আমাদের রয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না। আমরা যারা রাজনৈতিক সচেতন রয়েছেন তাদের প্রত্যেককে এ দায় রয়েছে। তারা যে স্বপ্ন নিয়ে রাস্তায় এসেছিল সে স্বপ্ন আমাদের পূরণ করতে হবে।

তারা কোনো প্রাপ্তির জন্য রাস্তায় নামেননি, নিজের পদ-পদবীর জন্য আসেনি, তারা এসেছিল দেশকে ভালোবেসে দেশের উন্নয়নের জন্য, তাদের সন্তানের ভালোর জন্য নেমে এসেছিল। এখন এই দেশ গড়ার দায়িত্ব আমাদের সবাইকে সম্মেলিতভাবে নিতে হবে। এটা একজন-দুইজনের কাজ না।
 
বুধবার (৫মার্চ) সকালে দেবিদ্বার উপজেলা ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যলয়ে মাঠে ৫ আগস্টে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ভ্যানচালক আব্দুস সামাদের জানাজায় এসে তিনি এসব কথা বলেন।

হাসনাত আরও বলেন, সামাদ ভাইয়েরা যে স্বপ্ন লালন করে দেবিদ্বারে আন্দোলনে নেমেছে আমরা সে স্বপ্ন পূরণ করতে একটি ফ্যাসিবাদমুক্ত দেবিদ্বার গড়তে হবে। আমরা নিহত সামাদ ভাইয়ের পরিবারের দায়িত্ব নিচ্ছি। ওনার পরিবারকে জুলাই ফাউন্ডেশন ও সরকারি সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য উপজেলা প্রশাসন অনুরোধ জানাচ্ছি।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

 

এসময় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এফএম তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা জামায়াতে সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা  নির্বাহী  অফিসার মো. আবুল হাসনাত খাঁন, দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দীন ইলিয়াসসহ সর্বস্তরের মানুষ।

পরে আবদুস সামাদ জানাজা শেষে তার পারিবারিক অবস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আরো পড়ুন
ভাতিজার বিয়ের আশীর্বাদ থেকে ফেরার পথে সড়কে চাচার মৃত্যু

ভাতিজার বিয়ের আশীর্বাদ থেকে ফেরার পথে সড়কে চাচার মৃত্যু

 

গত বছরের ৫ আগস্ট দেবিদ্বার রেয়াজ উদ্দিন সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হন সামাদ। এ সময় মারাত্মকভাবে আহত হয়েছিলেন তিনি। গত সাত মাস হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

মন্তব্য

বুড়িচংয়ে কাপড়ের রং দিয়ে ট্যাং তৈরি, অভিযানে পালালেন মালিক

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
বুড়িচংয়ে কাপড়ের রং দিয়ে ট্যাং তৈরি, অভিযানে পালালেন মালিক
সংগৃহীত ছবি

ট্যাং উৎপাদনকারী এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বুধবার (৫ মার্চ) ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের দেবপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। ম্যাজিস্ট্রেটের গাড়ি পৌঁছালে পালিয়ে যান সেই কম্পানির মালিক জামাল উদ্দিন। 

রোজাদারদের অন্যতম একটি কোমল পানীয় হলো শরবত।

যা বিভিন্ন রকমের ট্যাং দিয়ে তৈরি করা হয়। এসএমসি কম্পানির মোড়কজাত নকল করে জামাল ফুড প্রোডাক্টস নামে কাপড়ের রং আর কেমিক্যাল মিশিয়ে নকল ট্যাং তৈরি করা হচ্ছে। 

এমন অভিযোগের পর স্থানীয় সাংবাদিকের একটি টিম অনুসন্ধানে মাঠে নামে। অনুসন্ধানে কম্পানির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায় অনুসন্ধানী টিম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারকে ফোন দেওয়া হলে তিনি ব্যবস্থা নিতে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন এবং ঘটনাস্থলে পাঠান। 

অভিযানে বেশ কয়েক কার্টন নকল ট্যাং, কেমিক্যাল মিশ্রিত চিনির বস্তাসহ প্রস্তুতকারক কিছু কেমিক্যাল জব্দ করা হয়। এ সময় বুড়িচং থানা পুলিশের দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) রফিকের নেতৃত্বে একটি টিম সহায়তা করে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, অভিযোগের ভিত্তিতে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় ফ্যাক্টরির মালিক পালিয়ে যান। ট্যাং প্রস্তুতকরণের সব উপকরণ ও প্যাকেজ জব্দ করা হয়েছে। যাচাই-বাছাই করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ