পীরগঞ্জ

ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রামবাসীর গণপিটুনি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রামবাসীর গণপিটুনি
ছবি : কালের কণ্ঠ

রংপুরের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পীরগঞ্জ থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

 

আটককৃতরা হলেন— উপজেলার মিঠিপুরের মাজহারুল ইসলাম হীরা প্রধান (৪০) ও একই গ্রামের শাকিল মিয়া (৩২) । এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল ডিবি পরিচয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রবেশ করে তিন ব্যক্তি। তারা বাড়িতে ঢুকেই বাড়িতে অবৈধ মালামাল আছে এমনটি জানায়।

এ সময় রাজ্জাক তাদের পরিচয় জানতে চাইলে তারা ক্ষেপে যায়। ঠিক ওই সময় পাশের বাড়ির মোহন চন্দ্রের স্ত্রী রাজ্জাকের বাড়িতে এসে একজনকে চিনে ফেলে। গত শনিবার পুলিশ পরিচয়ে তাদের বাড়িতে তারা ডাকাতি করেছে বলে জানায়। এরপর স্থানীয়রা তাদের ধাওয়া করে।
এ সময় কোমদ চন্দ্র বর্মনের ছেলে দিনোবন্ধু বর্মনের বাড়িতে আশ্রয় নেয় ডাকাতদল। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। দিনোবন্ধুর ঘরের জানালা-দরজা ভাঙচুর করে তাদের গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুকসহ সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে এই চক্রটি গত শনিবার দুপুরে এনায়েতপুর গ্রামের মৃত. বাবু রাম চন্দ্র বর্মণের ছেলে মোহন চন্দ্র বর্মণের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশির কথা বলে দেড় ভরি সোনা, রুপা ও নগদ ৪০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।

আব্দুর রাজ্জাক জানান, তারা প্রথমে টয়লেট ব্যবহারের কথা বলে বাড়িতে ঢুকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। এমনকি আমি অবৈধ ব্যবসা করি বলে চাপ দেয়। এ সময় আমি তাদের পরিচয় জানতে চাইলে আমার প্রতিবেশী মোহনের স্ত্রী এসে তাদের মধ্যে একজনকে চিনে ফেলে। তারপর তাদের আটক করা হয়।

মোহন চন্দ্র বর্মন সাংবাদিকদের বলেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আমার বাড়ি থেকে দেড় ভরি সোনা, রুপা, ৪০ হাজার টাকা গত শনিবার বাড়ির সবাইকে জিম্মি করে নিয়ে যায়। আমি এদের শাস্তি চাই।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসক ছাড়পত্র দিলে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফটিকছড়িতে ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেয়ার
ফটিকছড়িতে ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের ফটিকছড়িতে এক ব্যবসায়ীর পরিবারের ওপর হামলা, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে স্থানীয় কাজিরহাট বাজারের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে হেঁয়াকো বাজারের ব্যবসায়ী কাজী নুর আহম্মেদ পরিবারের ওপর হামলা ও লুটপাটের এ অভিযোগ করেন।

আরো পড়ুন
কফি হাউজের সামনে পিটুনির শিকার সেই নারীকে খুঁজে পেয়েছে পুলিশ

কফি হাউজের সামনে পিটুনির শিকার সেই নারীকে খুঁজে পেয়েছে পুলিশ

 

ব্যবসায়ী কাজী নুর আহম্মেদ বলেন, ‘স্থানীয় বখতেয়ার ও আজিমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী অতর্কিতভাবে আমার ভাড়া বাসায় মঙ্গলবার দুপুরে হামলা ও ভাঙচুর চালায়।

এ সময় আমাকে তারা বেধড়ক মারধর করলে আমি অজ্ঞান হয়ে পড়ি। আমাকে রক্ষা করতে আমার স্ত্রী ও সন্তানেরা এগিয়ে আসলে তাদের ওপরও চড়াও হন তারা। পরে প্রতিবেশীরা আমার আমাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘এ সময় সন্ত্রাসীরা ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

অভিযুক্ত বখতেয়ার বিগত সময়ে আওয়ামী লীগ নেতা ও দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমের ছত্রছায়ায় থাকতেন, বর্তমানে ওই এলাকার এক বিএনপি নেতার ছত্রছায়ায় থেকে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় ভূজপুর থানায় আমি লিখিত অভিযোগ দিয়েছি। সঠিক তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে এ ঘটনার বিচার দাবি করছি আমি।’

আরো পড়ুন
চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ

চার্লি চ্যাপলিনের জন্মদিন আজ

 

ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, ‘হেঁয়াকো বাজারের ব্যবসায়ী নুর আহম্মেদের পরিবারের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।

তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ প্রতিনিধি
শেয়ার
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
ছবি: কালের কণ্ঠ

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এবার ঢাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখের আদলে ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ বানানো হয়। ধারণা করা হচ্ছে মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হতে পারে।

 

এ বিষয়ে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, তিনি কেবল বাঘের মোটিফটি তৈরি করেছিলেন। ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তিনি তৈরি করেননি। তিনি আরো বলেন, এই মুহূর্তে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে আমার পরিবারের নিরাপত্তা চাই।

 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমান উল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দ্রুতই এর রহস্য উদ্‌ঘাটন হবে।

মন্তব্য

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
শেয়ার
দুর্গাপুরে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত
ছবি: কালের কণ্ঠ

নেত্রকোনার দুর্গাপুরে মোমবাতির আগুনে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের ভুলিগাঁও গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওই বসতঘরের মালিক হায়দার আলী।

আরো পড়ুন
অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হায়দার আলীর ঢাকায় থাকেন। ছেলে বাপ্পি এসেছেন বাড়িতে। গতকাল মঙ্গলবার রাতে বাপ্পি ঘরের টেবিলের ওপর মোমবাতি জ্বালিয়ে অন্য এক বাড়িতে রাতের খাবার খেতে যান।

এরই মধ্যে কিছুক্ষণ পর আগুন লাগার ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালাই ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নিভানোর কাজ শুরু করে কিন্তু ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।

দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মঞ্জুর ফরাজি বলেন, ‘খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে রওনা হই।

ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করি কিন্তু কাছাকাছি জায়গায় পানি না থাকায় আমাদের পানি শেষ হয়ে যায়। পরবর্তীতে আবারও আমাদের গাড়ি গিয়ে পানি আনে তারপর আগুন নেভানো হয়েছে।’

আরো পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

 

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার আমাদের জানিয়ে মোমবাতি জ্বালানো ছিল ঘরের ভেতর। ধারণা করা হচ্ছে ওই মোমবাতি থেকেই আগুনে সূত্রপাত হয়েছে।’

মন্তব্য
উজান-ভাটিতে বৃষ্টির আশঙ্কা

হাওরে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের ছুটি বাতিল

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ প্রতিনিধি
শেয়ার
হাওরে ধান কাটা শেষ না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের ছুটি বাতিল
ছবি: কালের কণ্ঠ

সুনামগঞ্জে মধ্য এপ্রিল বরাবর পাহাড়ি ঢল ও বর্ষণে হঠাৎ পানি বৃদ্ধি পায়। এবারও চলতি মাসের ১৮ তারিখ থেকে এক সপ্তাহ স্বাভাবিকের চেয়ে উজানে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এই পূর্ভাবাসের কারণে সুনামগঞ্জ জেলার সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করে ধান কাটা দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই তথ্য জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে হাওরে আনুষ্ঠানিক বোরো ধান কাটা শেষ হয়েছে। তবে পুরো মাস জুড়ে হাওরে ধান কাটা চলবে।

আরো পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

দাঁড়িয়ে থাকা ট্রাকে বালুভর্তি ট্রাকের ধাক্কা, নিহত ২

 

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, 'হাওরের কৃষকদের বোরো ধান কাটার মৌসুম এখন। এই এক ফসলী জমির ধান পেকে গেছে।

সরকার দ্রুত ধান কাটতে হার্ভেস্টর যন্ত্র দিয়েছে। ধান কাটা চলছে। তবে অন্যান্য বারের মতো এবারও ১৮ এপ্রিল থেকে ভারী বর্ষণ হবে ভারতে। তাই ভাটির জনপদ হাওর ঝূকিতে রয়েছে।
এই অবস্থায় হাওরের বোরো ফসল ঘরে তুলতে আমাদের সকলের ছুটি বাতিল করা হয়েছে। ধান কাটা তদারকি করতে আমরা প্রতিটি দপ্তরকে নির্দেশ দিয়েছি।' 

কৃষকের ধান গোলায় তোলার আগপর্যন্ত ডিসি, ইউএনওসহ জেলা ও উপজেলা প্রশাসন এবং কৃষি অফিসের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজীব জানান, 'এখন প্রতিদিনই বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর পূর্ভাবাস আছে। তবে ভারী বৃষ্টির পূর্ভাবাস নেই।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, '১৮ এপ্রিল থেকে উজান ও ভাটিতে বৃষ্টিপাত হবে। এতে হাওরের পাকা বোরো ধান যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং ধান কাটায় যাতে সহযোগিতা করা হয় সেজন্য জেলা প্রশাসন, পাউবো ও কৃষি বিভাগের ছুটি বাতিল করা হয়েছে।'

আরো পড়ুন
অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

অটোরিকশায় অশোভন অঙ্গভঙ্গি করা সেই ব্যক্তি গ্রেপ্তার

 

এখন পুরোদমে ধান কাটা চলছে জানিয়ে তিনি বলেন, 'কৃষকদের ধানকাটায় সহযোগিতা করতে আমরা মাঠ পর্যায়ের সবাই সতর্ক আছি।'

মন্তব্য

সর্বশেষ সংবাদ