রংপুরের পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির সময় দুজনকে আটক করে গণপিটুনি দিয়েছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পীরগঞ্জ থানার ওসি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যান।
আটককৃতরা হলেন— উপজেলার মিঠিপুরের মাজহারুল ইসলাম হীরা প্রধান (৪০) ও একই গ্রামের শাকিল মিয়া (৩২) । এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল ডিবি পরিচয়ে আব্দুর রাজ্জাকের বাড়িতে প্রবেশ করে তিন ব্যক্তি। তারা বাড়িতে ঢুকেই বাড়িতে অবৈধ মালামাল আছে এমনটি জানায়।
এ সময় রাজ্জাক তাদের পরিচয় জানতে চাইলে তারা ক্ষেপে যায়। ঠিক ওই সময় পাশের বাড়ির মোহন চন্দ্রের স্ত্রী রাজ্জাকের বাড়িতে এসে একজনকে চিনে ফেলে। গত শনিবার পুলিশ পরিচয়ে তাদের বাড়িতে তারা ডাকাতি করেছে বলে জানায়। এরপর স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় কোমদ চন্দ্র বর্মনের ছেলে দিনোবন্ধু বর্মনের বাড়িতে আশ্রয় নেয় ডাকাতদল। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। দিনোবন্ধুর ঘরের জানালা-দরজা ভাঙচুর করে তাদের গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পেয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুকসহ সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে থানায় নিয়ে যায়।
এদিকে এই চক্রটি গত শনিবার দুপুরে এনায়েতপুর গ্রামের মৃত. বাবু রাম চন্দ্র বর্মণের ছেলে মোহন চন্দ্র বর্মণের বাড়িতে ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশির কথা বলে দেড় ভরি সোনা, রুপা ও নগদ ৪০ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
আব্দুর রাজ্জাক জানান, তারা প্রথমে টয়লেট ব্যবহারের কথা বলে বাড়িতে ঢুকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। এমনকি আমি অবৈধ ব্যবসা করি বলে চাপ দেয়। এ সময় আমি তাদের পরিচয় জানতে চাইলে আমার প্রতিবেশী মোহনের স্ত্রী এসে তাদের মধ্যে একজনকে চিনে ফেলে। তারপর তাদের আটক করা হয়।
মোহন চন্দ্র বর্মন সাংবাদিকদের বলেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে একজন আমার বাড়ি থেকে দেড় ভরি সোনা, রুপা, ৪০ হাজার টাকা গত শনিবার বাড়ির সবাইকে জিম্মি করে নিয়ে যায়। আমি এদের শাস্তি চাই।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। গণপিটুনিতে আহত হওয়ায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসক ছাড়পত্র দিলে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।