ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, বুধবার ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২, ১৬ শাওয়াল ১৪৪৬

বাড়ি ছাড়া করল স্বজনরা, অসহায় বৃদ্ধার আশ্রয় হলো প্রতিবেশীর বাড়িতে

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ী প্রতিনিধি
শেয়ার
বাড়ি ছাড়া করল স্বজনরা, অসহায় বৃদ্ধার আশ্রয় হলো প্রতিবেশীর বাড়িতে

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুরে সাবিত্রী দত্ত (৬৫) নামে অসহায় এক বিধবা বৃদ্ধাকে মারপিট করে বাড়ি ছাড়া করেছে তার স্বজনরা। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সাবিত্রী।

সাবিত্রী ওই গ্রামের মৃত অতুল দত্তের সহধর্মিনী। যদিও বাবা মারা যাবার পর ওই বৃদ্ধার দুটি ছেলেই হয়েছেন নিরুদ্দেশ।

ফলে এ বাড়ি ও বাড়ি থেকে চেয়ে চিন্তে কোনো রকমে জীবিকা নির্বাহ করছেন।

সাবিত্রী জানান, প্রায় ১৫ বছর আগে তার স্বামী মারা গেছে। স্বামীর মৃত্যুর পর ছেলে অপু দত্ত ও সনু দত্ত নিরুদ্দেশ হয়। এরপর থেকে স্বামীর ভিটায় থাকা ঘরে বসবাস করে আসছেন তিনি।

যদিও ছেলেরা না থাকা তার সরিক রবি দত্ত ও মনোতোষ দত্ত এবং তাদের পরিবারের সদস্যরা তাকে নানা রকম অত্যাচার শুরু করে। এক পর্যায়ে তিনি প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন এবং মাঝে মধ্যে বাড়িতেও থাকেন। খাওয়া-দাওয়া করেন তিনি চেয়ে চিন্তে। এরই মাঝে বৃহস্পতিবার সকালে ওই সব সরিকরা তাকে উচ্ছেদ করতে তা উপর হামলা, মারপিট এবং স্বামীর নিবাস ঘরটি ভাঙচুর করে।

বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি রোমানা কবির জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং সাবিত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান এবং নিরাপদ দূরবর্তী এলাকায় তাকে রেখে আসেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানান ও বিচার দাবি করেন। তিনি আরো বলেন, একজন অসহায় বৃদ্ধাকে এভাবে মারপিট করে স্বামীর ভিটা থেকে বের করে দেওয়াটা অন্যায়।

সরিক রবি দত্তের ছেলে রাজু দত্ত জানান, সাবিত্রী ওই বাড়ীর মধ্যে জমি পাবেন। তবে যেখানে তাদের ঘর রয়েছে সেই জায়গাটা তাদের।

তবে তারা সাবিত্রীকে মারপিট করেননি এবং তার ঘরও ভাঙেননি। ঘর বাতাসে পরে গেছে।

বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

মন্তব্য

নাজিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
শেয়ার
নাজিরপুরে বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত
ছবি: কালের কণ্ঠ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এবং দেশীয় অস্ত্রের মহড়া ও বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকালে নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল ও সদস্যসচিব মো. আবু হাসান খাঁন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সেখমাটিয়া ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। আজ থেকে ওই ইউনিয়নের বিএনপির সাংগঠনিক কার্যক্রম নাজিরপুর উপজেলা বিএনপি কর্তৃক পরিচালিত হবে।

শেখমাটিয়া ইউনিয়ন বিএনপির একাধিক  নেতাকর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্টিং মিডিয়ায় প্রকাশিত এবং লিখিত অভিযোগের সত্যতা যাচাইয়ের স্বার্থে তদন্ত চলমান রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। নাজিরপুর উপজেলা বিএনপির এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থগিত করা হলো।

এ ব্যাপারে উপজেলা বিএপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, ৭ নম্বর সেখমাটিয়া ইউনিয়নে ৩৫ সদস্য বিশিষ্ট বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কিন্তু এ আহ্বায়ক কমিটির বিপক্ষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠায় কমিটি স্থগিত করা হয়েছে।

মন্তব্য

মির্জাপুরে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
শেয়ার
মির্জাপুরে ঐতিহ্যবাহী চড়কপূজা অনুষ্ঠিত
ছবি: কালের কণ্ঠ

টাঙ্গাইলের মির্জাপুরে সনাতন ধর্মাবলম্বীদের শতবর্ষী ঐতিহ্য চড়কপূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার সাহাপাড়া মাঠে ও পুষ্টকামুরী পশ্চিমপাড়ায় লৌহজং নদীর তীরে এই ধর্মীয় অনুষ্ঠান আয়োজিত হয়।

সাহাপাড়া মাঠে তিনজন সন্ন্যাসী (ভক্ত) পিঠে বড়শি গেঁথে চড়ক ঘোরান। এদের মধ্যে দুলাল সরকার (১৯/২০ বছর ধরে), তার ছোট ভাই প্রদীপ সরকার (১৫ বছর) এবং কানাই সূত্রধর (২ বছর) এই রীতি পালন করছেন।

পূজার আগে তারা ভক্তদের কাছ থেকে মানত হিসেবে কলা, আম ও বাতাসা সংগ্রহ করেন।

চড়ক ঘোরানোর সময় সন্ন্যাসীরা হাতের লাল থলি থেকে প্রসাদ ছিটিয়ে দেন, যা দর্শনার্থীরা সংগ্রহ করেন। অনেকের বিশ্বাস, এই প্রসাদ খেলে রোগমুক্তি ও সন্তানলাভ সম্ভব। মাইফুল ইসলাম নামে এক দর্শক বলেন, সন্তান না হওয়ায় বোনের জন্য সন্ন্যাসীর কামড় দেওয়া আম এনেছি।

পুষ্টকামুরী এলাকায় কৃষ্ণ রাজবংশী দশমবারের মতো চড়ক ঘোরেন। আয়োজক ভীম কুমার রাজবংশী জানান, পূর্বপুরুষদের রীতি অনুসরণ করে তারা এই পূজা চালু রেখেছেন।

স্থানীয় আয়োজক ঝন্টু সরকার বলেন, মহাদেবের পূজা ও আরাধনার অংশ হিসেবে প্রতিবছর এই অনুষ্ঠান হয়। 

প্রদীপ সরকার বলেন, পুণ্যলাভের আশায় আমরা এই কষ্ট সহ্য করি।

আমাদের পরিবার তিন প্রজন্ম ধরে এই ঐতিহ্য ধরে রেখেছে।

পূজাকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন মন্দিরে হরগৌরী নৃত্য ও শিবের গাজন অনুষ্ঠিত হয়। এলাকায় একদিনের মেলাও বসে এই উপলক্ষে।

মন্তব্য

ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে গ্রেপ্তার

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
ইয়াবাসহ নারী ইউপি সদস্য ও তার ছেলে গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লায় সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তার ছেলেকে মাদকসহ গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আটকরা হলেন, উপজেলার কলাকান্দি ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মাছিমপুর গ্রামের বাসিন্দা চম্পা বেগম ও তার ছেলে জয় সরকার।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামিদের নামে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

আরো পড়ুন
সরকারি জায়গায় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান

সরকারি জায়গায় যুবলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান

 

জানা যায়, মাদক বিরোধীর বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক তৈরির সরঞ্জামসহ আসামিদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ইয়াবা ও মাদক তৈরির সরঞ্জামসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মাদক ও ডাকাতির মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 

মন্তব্য

রোহিঙ্গা ক্যাম্পে নতুন শেড নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী

তোফায়েল আহমদ, কক্সবাজার
তোফায়েল আহমদ, কক্সবাজার
শেয়ার
রোহিঙ্গা ক্যাম্পে নতুন শেড নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসী
ছবি: কালের কণ্ঠ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নতুন করে শেড নির্মাণের কাজ চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের আলোচনা চলাকালে এই নির্মাণকাজ তাদের মধ্যে বিভ্রান্তি ও ক্ষোভ সৃষ্টি করেছে।

পালংখালী ইউনিয়নের ১৪ নম্বর হাকিম পাড়া ক্যাম্পের লাগোয়া বনভূমিতে ‘সওয়াব’ নামের একটি এনজিও ১২২টি শেড নির্মাণ করছে। স্থানীয়রা জানান, সামাজিক বনায়নের জায়গা ও একটি জলাধার ভরাট করে এই কাজ চলছে।

এনজিওটির দাবি, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের জন্য এই শেড তৈরি করা হচ্ছে। তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী অভিযোগ করেন, তাকে না জানিয়েই গাছ কেটে ও পাহাড় ভেঙে এই নির্মাণকাজ করা হচ্ছে।

রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) দপ্তর থেকে একাধিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। এক কর্মকর্তা বলেছেন, নতুন আসা রোহিঙ্গাদের জন্য এই শেড, অন্যজন দাবি করেছেন এটি আগের টেন্ডারের কাজ।

তবে স্থানীয়রা সন্দেহ করছেন, গত কয়েক মাসে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের জন্যই এই ব্যবস্থা।

বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপির কক্সবাজার জেলা সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।

জামায়াতের মাওলানা নূর আহমদ আনোয়ারী আশঙ্কা প্রকাশ করেন, নতুন শেড দেখে আরও রোহিঙ্গা বাংলাদেশে আসতে উৎসাহিত হতে পারেন।

স্থানীয় বাসিন্দা নূরুল আবসার বলেন, জলাধার ভরাট করে শেড বানানো হচ্ছে, কিন্তু আমাদের অভিযোগের কোনো প্রতিকার হয়নি। এনজিওটির কো-অর্ডিনেটর আতাউল্লাহ দাবি করেন, সরকারি অনুমতি নিয়েই কাজ চলছে। তবে ‘আমিনা ভিলেজ’ নামে সাইনবোর্ড টানানোর যুক্তি হিসেবে তিনি বলেন, এটি একজন দাতার নামে করা হয়েছে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা জোরেশোরে চললেও ক্যাম্পে নতুন নির্মাণের এই ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন প্রশ্ন ও উত্তেজনার জন্ম দিয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ