রমজান মাসে একাধিক ছাত্রকে বলাৎকার করেছেন মাদরাসাশিক্ষক!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শেয়ার
রমজান মাসে একাধিক ছাত্রকে বলাৎকার করেছেন মাদরাসাশিক্ষক!
গ্রেপ্তারকৃত মাদরাসাশিক্ষক ওমর ফারুক

বগুড়ায় একাধিক ছাত্রকে বলাৎকার করার অভিযোগে ওমর ফারুক (৩৫) নামের এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে মাদরাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের বাসিন্দা এবং বগুড়া সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমী মাদরাসার শিক্ষক।

জানা যায়, গ্রেপ্তারকৃত শিক্ষক ওমর ফারুক মাদরাসাতেই অবস্থান করতেন।

গত রমজান মাসে মাদরাসায় অবস্থানরত কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেন। ঈদের ছুটি শেষে মাদরাসা খুললে ছাত্ররা সেখানে যেতে আপত্তি করে। এতে ছাত্রদের অভিভাবকরা মাদরাসায় যেতে না চাওয়ার কারণ জানতে চাইলে শুক্রবার ছাত্ররা বলাৎকারের বিষয়টি অভিভাবকদের জানায়। এ খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদরাসা ঘেরাও করে।
খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাদরাসা শিক্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করে।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) বেদার উদ্দিন বলেন, বেশ কয়েকজনকে বলাৎকার করেছে ওই শিক্ষক। এদের মধ্যে দুজন ছাত্র ও তাদের অভিভাবক থানায় গিয়েছেন। অভিযোগের প্রস্তুতি চলছে।

 

মন্তব্য

এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে— বলেই ছুরিকাঘাত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
শেয়ার
এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে— বলেই ছুরিকাঘাত

বরগুনার বেতাগীতে চাঁদার দাবিতে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুই দুর্বৃত্ত। শুক্রবার রাত ৮টার দিকে কাজিরাবাদ গ্রামের সমীর সিকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনার শনিবার দুপুরে বেতাগী থানায় মামলা হয়েছে। 

ভুক্তভোগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাজিরাবাদ গ্রামের নরেন চন্দ্র গাইনের ছেলে কোয়েল কৃষ্ণ গাইন (৩০)।

অভিযুক্ত একই গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সালেহ (৩০) এবং আব্দুল হামেদের ছেলে তামিম (২৫)। 

বেতাগী থানায় মামলা ও এলাকা সূত্রে জানা গেছে, কোয়েল কৃষ্ণ গাইনের কাছে আবু সালেহ এবং তামিম প্রথমে টাকা চান। কেন টাকা দিতে হবে জানতে চাইলে তাঁরা বলেন, ‘এলাকায় থাকতে হলে মাঝে মাঝে আমাদের টাকা দিতে হবে’। এক পর্যায়ে আবু সালেহ ও তামিম চাঁদা দাবি করেন।

চাঁদা না দেওয়ায় তারা উত্তেজিত হয়ে কোয়েলকে কিল ঘুষি মারেন। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অভিযুক্তরা। 

মামলা বাদী ও কোয়েল গাইনের খালা শিল্পী রানী বলেন, বৃহস্পতিবার রাতে এমন ঘটনার পর আমার বোনের ছেলে কোয়েল রক্তাক্ত জখম অবস্থায় বাড়ির সামনে চিৎকার দেয়। আমরা দৌড়ে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করি।

ঘটনার সাথে জড়িত দুইজনকে আসামি করে শনিবার দুপুরে বেতাগী থানায় মামলা দায়ের করেন শিল্পী রানী।

এছাড়া মামলার বিবরণ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মামলার আসামিরা এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন ধরণে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের হুমকি-ধমকি, অত্যাচারে গ্রামের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দা ষাটোর্ধ সমীর চন্দ্র সিকাদার। 

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান মনির বলেন, ‘থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই করে সঠিক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রাসঙ্গিক
মন্তব্য

নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
শেয়ার
নোয়াখালীতে হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস সাত দিন বয়সী ছেলে শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১।

শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মিরওয়ারেশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে, একই দিন দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে এ চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।

চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতুল ফেরদৌস দুই মাস সাত দিনের নবজাতক আব্দুর রহমান ও তার মা তাজনাহার বেগমের সঙ্গে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায়।

ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত মহিলা (যার সঙ্গে ৬/৭ বছরের একটি মেয়ে আছে) জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন।

জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। টিকিট কাটা শেষে তিনি ওই নারীকেসহ তার শিশু সন্তানকে না দেখে আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে থানা পুলিশকে অবগত করে।

মন্তব্য

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, যুবক নিহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, যুবক নিহত
সংগৃহীত ছবি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুই সন্ত্রাসী রোহিঙ্গা গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। 

নিহতের নাম মোহাম্মদ রফিক (৩৩)। সে ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে।

তার এফসিএন-১২১৮১৬।

শনিবার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উখিয়া কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা আশ্রয়শিবিরে বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

ওসি জানান, ‘ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ ইস্ট এর মধ্যে দুই সশস্ত্র রোহিঙ্গা সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ক্যাম্প-৮ ইস্ট বি-২১ ব্লকে বাসিন্দা মোহাম্মদ রফিক নামের একজন সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়।’

ক্যাম্পের রোহিঙ্গারা জানান, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ক্যাম্পের একটি এনজিওর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামের এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।

মন্তব্য

বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
নিজস্ব প্রতি‌বেদক, ব‌রিশাল
শেয়ার
বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
আসাদুল্লাহ খান

বরিশালে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে কুপিয়ে জখম করা হ‌য়ে‌ছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে শনিবার (৮ মার্চ) রাতে স্থানীয় নিয়ামতি বাজার এলাকায় প্রতিপক্ষরা কুপিয়ে ফে‌লে রা‌খেন। হামলাকারীরা ছাত্রদল নেতার হাত-পায়ের রগ কর্তন ক‌রে‌ছে ব‌লে তার অনুসারীরা দাবি ক‌রে‌ছেন। ত‌বে আহত ছাত্রদল নেতা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নি‌য়ে যাওয়ার কার‌ণে চি‌কিৎস‌কের বক্তব‌্য পাওয়া যায়‌নি।

 

আহত ছাত্রদল নেতার নাম আসাদুল্লাহ খান। তি‌নি বরিশালের বাকেরগঞ্জ উপ‌জেলার নিয়াম‌তি ইউনিয়ন শাখা ছাত্রদল সভাপতি। হামলাকারী নিয়ামতি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজী ব‌লে স্থানীয়রা জা‌নি‌য়ে‌ছেন।

প্রত‌্যক্ষদশীরা বল‌ছেন, দুই নেতার ম‌ধ্যে বি‌রোধ দীর্ঘ দি‌নের।

প্রতিপক্ষের মামলায় ছাত্রদল নেতা ইতিপূর্বে কারান্তরীণও ছিলেন। ৫ আগস্ট সরকার পরিবর্তন হলে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে বিরোধ আরো প্রকট আকার ধারণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ১০টার দিকে আসাদুল্লাহ বাজারে অবস্থান করছিলেন। এমন সময় নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর নেতৃত্বে একদল যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ শুরু করে।

তখন জীবন রক্ষার্থে ছাত্রদল নেতা প্রতিরোধ গড়ে তুলতে গেলে তাকে রাস্তার ওপর ফেলেও কোপানো হয়। একপার্যায়ে তিনি লুটিয়ে পড়লে হামলাকারীরা স্থান ত্যাগ করেন। হামলার ঘটনা বাজা‌রের অসংখ্য মানুষ প্রত্যক্ষ করলেও ভয়ে তাকে উদ্ধার করতে কেউ সামনে অগ্রসর হয়নি।

ছাত্রদল নেতার স্বজনরা জানান, সন্ত্রাসীদের এলোপাতাড়ি কোপে আসাদুল্লাহর হাত এবং পায়ের রগ কেটে গেছে। তা‌কে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নি‌য়ে যাওয়া হ‌চ্ছে।

থানা পুলিশ জানায়, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওসির নেতৃত্বে পুলিশের টিম নিয়ে গিয়ে ছাত্রদল নেতাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। তার শারী‌রিক অবস্থার অবন‌তি ঘট‌লে তাৎ‌ক্ষণিক ঢাকায় উন্নত চি‌কিৎসার জন‌্য পাঠা‌নো হয়।

নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা এবং যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীর স‌ঙ্গে যোগা‌যোগ করা সম্ভব হয়‌নি।

বাকেরগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান ব‌লেন, নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আসাদুল্লাহকে কুপিয়ে গুরুতর আহত করেছে আওয়ামী লীগের সন্ত্রাসী শাহিন ফরাজিসহ কয়েকজন। পূর্ব শক্রতার জের ধ‌রে এই ঘটনা তারা ঘ‌টি‌য়ে‌ছেন। ঘটনার স‌ঙ্গে সম্পৃক্ত‌দের দ্রুত গ্রেপ্তারের দাবিও ক‌রেছে এই যুবদল নেতা। 

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধীয় জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা গ্রহণ প্রস্তুতির পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু ক‌রে‌ছে পু‌লিশ।

মন্তব্য

সর্বশেষ সংবাদ