কক্সবাজারে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
কক্সবাজারে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে ২ জন নিহত

কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলি ও দায়ের কোপে ২ জন নিহত হয়েছেন।আজ সোমবার সন্ধ্যায় রুমালিয়ারছড়ার সিকদার বাজার এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন,  রুমালিয়ারছড়া এলাকার লেদু মিয়ার ছেলে মোহাম্মদ সাহেদ (২৮) ও তার সহযোগী বাঁচামিয়ার ঘোনা এলাকার নুরুল করিমের ছেলে রায়হানুল ইসলাম রায়হান (২৫)। 

হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এলাকা পরিদর্শনে যান।

তিনি পরষ্পর বিরোধী সন্ত্রাসী গ্রুপের সকল সদস্যকে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রুমালিয়ারছড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী আশু আলী গ্রুপের সঙ্গে আরেক সন্ত্রাসী গ্রুপ রায়হান গ্রুপের সংঘর্র্ষের ঘটনা ঘটে। মূলত এক খন্ড জমি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। প্রতিপক্ষ মোহাম্মদ সাহেদ কে গুলি করে ও রায়হান কে উপর্যুপরি কুপিয়ে জখম করে।

দুইজনকে গুরুতর আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আধিপত্যকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, নিহত দুইজনের মধ্যে রায়হানের দুইটি হত্যা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে। দুই গ্রুপ সেখানে আধিপত্য নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রুপের সদস্যদের গ্রেপ্তার করলেও জামিনে বেরিয়ে আবারো সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয় বলে জানান তিনি।

মন্তব্য

নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
শেয়ার
নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের
সংগৃহীত ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের পাতা ফাঁদে পড়ে সাহেব আলী হাওলাদার (৬০) নামের এক কৃষক মারা গেছেন। শনিবার (১লা মার্চ) উমাজুরী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী সালমা বেগম জানান, ইরি ধানের ক্ষেতে ইঁদুর ঠেকাতে ক্ষেতের চারপাশে চিকন গুনায় বিদ্যুতের সংযোগ দিয়ে রাখেন সাহেব আলী। শনিবার অসতর্কতাবশত নিজের পাতা ফাঁদে জড়িয়ে মারা যান তিনি।

পল্লীবিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. কামাল হোসেন বলেন, ঘটনাটি তাকে কেউ অবহিত করেনি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল হাসান বলেন, 'বিদ্যুৎস্পর্শে সাহেব আলী নামের এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'

মন্তব্য

ছিনতাইয়ের প্রতিবাদে কক্সবাজারে ব্যবসায়ীদের লাঠি মিছিল

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
শেয়ার
ছিনতাইয়ের প্রতিবাদে কক্সবাজারে ব্যবসায়ীদের লাঠি মিছিল
ছবি : কালের কণ্ঠ

কক্সবাজারে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাঠি মিছিল করেছেন ব্যবসায়ীরা। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় শহরের বড়বাজার এলাকায় এই মিছিল করা হয়।

এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার বড়বাজারের এক ব্যবসায়ীকে তার দোকানের ভেতর ছুরিকাঘাত করে মোবাইল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর প্রতিবাদের এই কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলেন, সাম্প্রতিক সময়ে কক্সবাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। প্রতিনিয়ত ঘটছে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা। সেই সঙ্গে বড় বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চলছে চাঁদাবাজি। ব্যবসায় যার প্রভাব পড়ছে।

ব্যবসায়ীরা আরো বলেন, আজ থেকে বড়বাজার এলাকায় কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই করার চেষ্টা করলে তাকে কঠোরভাবে দমন করা হবে।

মন্তব্য

কুমিল্লায় সয়াবিন তেল নিয়ে চলছে কারসাজি

কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
কুমিল্লা (উত্তর) প্রতিনিধি
শেয়ার
কুমিল্লায় সয়াবিন তেল নিয়ে চলছে কারসাজি
কুমিল্লার রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী

কুমিল্লার বিভিন্ন বাজারে সয়াবিন তেল নিয়ে নানামুখী কারসাজির অভিযোগ পাওয়া গেছে। রমজানের আগে বেশি মুনাফার আশায় বাজারে এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে একটি সিন্ডিকেট চক্র। এদিকে ডিলারদের বিরুদ্ধে চাল-ডাল,আটা-ময়দা ছাড়া শুধু বোতলজাত সয়াবিন তেল খুচরা বাজারে বিক্রি না করার অভিযোগ রয়েছে। 

শনিবার (১ মার্চ) বিকেলে নগরীর রাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেছে অধিকাংশ খুচরা দোকানে সয়াবিন তেলের সংকট।

বিশেষ করে ৫ লিটার ও ৮ লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজার থেকে নাই হয়ে গেছে।

বিক্রেতারা বলছেন, রমজানের শুরুতে সয়াবিন তেল নিয়ে বাজারে নানামুখী কারসাজি শুরু হয়েছে। অনেক ক্রেতা তেল কিনতে এসে ফেরত যাচ্ছেন। ডিলাররা বাজারে তেল ছাড়ছে না।

তাই খুচরা বাজারে তেলের সংকট দেখা দিয়েছে। কবে এ সমস্যার সমাধান হবে বলতে পারছি না।

আরো পড়ুন
দুই ইন্টারনেট ব্যবসায়ীর দ্বন্দ্ব : ভোগান্তিতে গ্রাহকরা

দুই ইন্টারনেট ব্যবসায়ীর দ্বন্দ্ব : ভোগান্তিতে গ্রাহকরা

 

নগরীর বাদশা মিয়া নামক বাজারে গিয়েও দেখা গেছে এমন চিত্র। বেশির ভাগ মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি।

তবে অনেকেই খোলা তেল বিক্রি করছেন ১৯০ থেকে ২০০ টাকা কেজি দরে।

রাজগঞ্জ বাজারের তেল কিনতে আসা স্কুল শিক্ষক সফিকুল বলেন, রমজানের অন্তত ৩ মাস আগে বাজারে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করার পাঁয়তারা করছে বাজার সিন্ডিকেট। কয়েক দিন ধরে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজারে নেই। আমি নিজে কয়েকটি দোকান ঘুরে তেল পায়নি। পরে বাজার থেকে খোলা তেল নিয়েছি তাও ১৯০ টাকা কেজি ধরে।

বিষয়টি যাচাই করতে রাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেছে একই চিত্র। এই বাজারের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বলেন, ডিলাররা আমাদের ৫ লিটারের বোতল দেন না। ২ লিটার ও এক লিটারের বোতল এনেছি। তবে এগুলোর সঙ্গে বাড়তি কিনতে হয়েছে চাল-ডাল, আটা-ময়দা। কী করব আমাদের বাধ্য করা হয় কিনতে। এখন তেলের চাহিদার জন্য বাধ্য হয়ে এসব কিনতে হয়। ডিলাররা শুধু বোতলজাত তেল বিক্রি করেন না।

আরো পড়ুন
দায়িত্ব পেয়েই ৪ বিভাগের জন্য যে বার্তা দিলেন হাসনাত

দায়িত্ব পেয়েই ৪ বিভাগের জন্য যে বার্তা দিলেন হাসনাত

 

রাজগঞ্জ বাজারের খুচরা বিক্রেতা মো. হাসান বলেন, আমি নিজে গিয়ে দেখেছি ডিলারের গুদামে কম্পানি থেকে তেলের গাড়ি এসে তেল দিয়ে গেছে। কিন্তু ডিলার আমাদের কাছে তেল বিক্রি করছে না। কারণ জিজ্ঞাসা করলেও তারা কোনো উত্তর দেন না। বাজারের একটি সিন্ডিকেট তৈরি হয়েছে।  

কুমিল্লার সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা রেজা শাহবাজ হাদী কালের কণ্ঠকে বলেন, ‘বাজারে সয়াবিন তেলের সংকটের খবর জানতে পেরে আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়ে জেনেছি, তেলের কম্পানিগুলো মার্কেটে তেলে ছাড়ছে কিন্তু বাজারে আসার পর কেউ না কেউ তেল গুদামে স্টক করছে। আমি ইতোমধ্যে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কথা বলেছি। দু-এক দিনের মধ্যে বাজারে অভিযানে নামব।’

মন্তব্য

চালু হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক : উপদেষ্টা ফরিদা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইল প্রতিনিধি
শেয়ার
চালু হচ্ছে মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক :  উপদেষ্টা ফরিদা
ছবি : কালের কণ্ঠ

গ্রামগঞ্জে দাদন ব্যবসা বন্ধ হয়ে যাবে মন্তব্য করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ‘ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। সেটি বাংলাদেশ ব্যাংকে পাঠিয়েছে তারা। এখন বাংলাদেশ ব্যাংক স্বীকৃতি দিলেই মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংকের কার্যক্রম শুরু হবে।’

শনিবার (১ মার্চ) পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জনসেবা চত্বরে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সারা বছর সুলভ মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করা হবে জানিয়ে ফরিদা আক্তার বলেন, জেলা থেকে উপজেলা পর্যায়ে সাধারণ মানুষের মাঝে সুলভ মূল্যের এই পণ্যগুলো পৌঁছে দেওয়া হবে। 

এ সময় ৩৮ টাকা হালি ডিম, ২৫০ টাকা কেজি ব্রয়লার মুরগি, ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস এবং ৮০ টাকা লিটার হিসেবে দুধ বিক্রি করা হয়।

কীটনাশক ব্যবহারে সতর্ক থাকা এবং কেউ করলে প্রশাসককে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ দুটি একত্রে থাকে। কিন্তু আমাদের দেশে কেন যে আলাদা, সেটি বুঝি না! কৃষি জমিতে যে কীটনাশক দেওয়া হয় সেটি মাছ এবং গরু-ছাগলের জন্য ক্ষতিকর।

’ 

অনুষ্ঠানে টাঙ্গাইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল্যাহ আল মামুন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ