ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

সৌদি আরবে রোজা শুরু কাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
সৌদি আরবে রোজা শুরু কাল
সংগৃহীত ছবি

সৌদি আরবে আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে হিজরি ১৪৪৬ সনের রমজান মাসের চাঁদ দেখা গেছে। কাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র রমজান।

প্রথম তারাবিহর নামাজ পড়তে হবে আজ শুক্রবার।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ শুক্রবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে রমজান মাস শুরু হবে আগামী রবিবার (২ মার্চ) থেকে। আগামীকাল শনিবার মালয়েশিয়ায় হবে শাবান মাসের ৩০তম দিন।

 

এছাড়া ব্রুনাই ও সিঙ্গাপুরে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশ দু’টিতেও রবিবার (২ মার্চ) থেকে শুরু হবে রোজা। ব্রুনাই ও সিঙ্গাপুর উভয় দেশই আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছে। 

অস্ট্রেলিয়ায় আগামী শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হচ্ছে।

দেশটির গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, আগামী শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। প্রথম তারাবিহর নামাজ পড়তে হবে আজ শুক্রবার।

বাংলাদেশে আগামীকাল শবিার পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবাননে মার্কিন দূত

এএফপি
এএফপি
শেয়ার
হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবাননে মার্কিন দূত
৫ এপ্রিল লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন (ডানে) বৈরুতে মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন উপ-বিশেষ দূত মরগান ওর্টাগাসের (মাঝে) সঙ্গে বৈঠক করেন। ছবি : এএফপি

লেবাননের শিয়াপন্থী সংগঠন হিজবুল্লাহকে নিরস্ত্র করতে এক দিন আগে দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক উপ-বিশেষ দূত মরগান ওর্টাগাস। এক লেবানিজ কর্মকর্তা রবিবার জানান, বৈরুতে দেশটির রাষ্ট্রপ্রধানের সঙ্গে শনিবার এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন ওর্টাগাস। তবে নিরস্ত্রকরণের জন্য কোনো সময়সীমা বেঁধে দেননি।

এ ছাড়া লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, ওর্টাগাস রবিবার অর্থমন্ত্রী ইয়াসিন জাবের, অর্থনীতিবিষয়ক মন্ত্রী আমের বিসাত ও কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর করিম সৌয়েদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নাম না প্রকাশের শর্তে এক লেবানিজ কর্মকর্তা বলেন, ওর্টাগাস হিজবুল্লাহর সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে লেবাননের সেনাবাহিনীর কাজ জোরদার ও কাজের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন। তবে কোনো সময়সীমা বেঁধে দেননি। হিজবুল্লাহর অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখতে বলেছেন।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল যখন লেবাননে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে, তখন ওর্টাগাস দ্বিতীয়বারের মতো দেশটিতে সফরে গেলেন।

সফরকালে ওর্টাগাস কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও প্রধানমন্ত্রী নওয়াফ সালাম শনিবার তার সঙ্গে আলোচনাকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তারা বলেছেন, ওর্টাগাসের সঙ্গে দক্ষিণ লেবাননের পরিস্থিতি এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে।

যুদ্ধবিরতির ভিত্তি তৈরি করতে গত ২৭ নভেম্বর জাতিসংঘের একটি প্রস্তাবে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে দেশটির সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরাই সশস্ত্র থাকতে পারবে।

সেখানে সব ধরনের বেসরকারি সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে।

এদিকে লেবাননের নতুন কর্তৃপক্ষ বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রী ও ফ্লাইট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা প্রয়োগ করছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র জানায়, ইরান থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইসরায়েল বৈরুত বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর ফেব্রুয়ারি থেকে লেবানন ও  ইরানের মধ্যে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

মন্তব্য

যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ১৬, ভয়াবহ বন্যার শঙ্কা

এএফপি
এএফপি
শেয়ার
যুক্তরাষ্ট্রে ঝড়ে নিহত ১৬, ভয়াবহ বন্যার শঙ্কা
৩ এপ্রিল ২০২৫ যুক্তরাষ্ট্রের কেনটাকির লুইসভিলে টর্নেডোয় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের মধ্য-পূর্বাঞ্চলে মারাত্মক ঝড়ে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। জাতীয় আবহাওয়া পরিষেবা স্থানীয় সময় শনিবার আগামী দিনগুলোয় আকস্মিক ভয়াবহ বন্যার সতর্কতা জারি করেছে।

সাম্প্রতিক দিনগুলোতে অঞ্চলটিতে বেশ কয়েকটি টর্নেডো হয়েছে। আরকানসাস থেকে ওহাইও পর্যন্ত বিস্তৃত এলাকায় ঝড়ের ফলে বহু ভবন-স্থাপনা ক্ষতিগ্রস্ত ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেনেসি। অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ শনিবার জানিয়েছ, অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলে ১০ জন মারা গেছে।

এ ছাড়া কেনটাকিতে বন্যায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছে বলে অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন। শিশুটি বন্যার পানির তোড়ে ভেসে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে শেয়ার করা ছবিতে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ঝড়ের ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা গেছে। ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে গাড়ি উল্টে যেতে দেখা গেছে।

জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, রবিবার মধ্য-পূর্ব অঞ্চলের কিছু অংশে মারাত্মক ও ব্যাপক আকস্মিক বন্যার আশঙ্কা থাকায় জীবন ও সম্পত্তির চরম ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন ও কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়ের কারণে মিসৌরিতে দুজন ও ইন্ডিয়ানাতে একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

অঙ্গরাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘চলমান তীব্র আবহাওয়ায় আরকানসাসের লিটল রকের একটি বাড়িতে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে।’

কেন্টাকির গভর্নর বেশিয়ার শনিবার সামাজিক যোগাযোগ মধ্যমে তার অঙ্গরাজ্যের বাসিন্দাদের ‘ভ্রমণ এড়িয়ে চলতে ও পানির ভেতর দিয়ে গাড়ি না চালানোর’ আহ্বান জানিয়েছেন।

ট্র্যাকিং ওয়েবসাইট পাওয়ারাআউটেজে জানানো হয়েছে, রবিবার ভোর পর্যন্ত আরকানসাস ও টেনেসিতে লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় ছিল।

এনডব্লিউএস শনিবার জানায়, রবিবার টেনেসি উপত্যকা ও লোয়ার মিসিসিপি উপত্যকার কিছু অংশে ‘মারাত্মক বজ্র ঝড়সহ’ মাঝারি থেকে তীব্র টর্নেডো তৈরি হতে পারে।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের ফলে জলবায়ুর স্বাভাবিক ধারা ও পানিচক্রে বিরূপ প্রভাব পড়ছে, যার ফলে চরম আবহাওয়ার ঘটনা আরো ঘন ঘন এবং আরো বিধ্বংসী হয়ে উঠছে।

গত বছর যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ উচ্চ তাপমাত্রা লক্ষ করা গেছে। পাশাপাশি দেশটিতে একের পর এক টর্নেডো ও ধ্বংসাত্মক হারিকেন আঘাত হেনেছে।

মন্তব্য

দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
দক্ষিণ কোরিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
দক্ষিণ কোরিয়ায় ২৫ মার্চ দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছোড়া হচ্ছে। ছবি : এএফপি

দক্ষিণ কোরিয়ায় রবিবার একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দেগু শহরে পাহাড়ে আগুন নেভানোর সময় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল, যখন দেশটি গত মাসেই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছিল।

সরকারিভাবে প্রকাশিত তথ্য মতে, ওই দাবানলে ৩০ জন নিহত হয় এবং ৪৮ হাজার হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

এএফপি দেগু ফায়ার ডিপার্টমেন্টের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে। ইয়োনহাপ বার্তা সংস্থা জানিয়েছে, শুধু পাইলট বহনকারী হেলিকপ্টারটি ‘অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে একটি অভিযানের সময় বিধ্বস্ত হয়’। 

প্রতিবেদন অনুসারে, গত এক মাসে অগ্নিনির্বাপণ অভিযানে ব্যবহৃত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।

ইয়োনহাপ জানিয়েছে, রবিবারের অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণে আনা হয়েছে, যা মার্চ মাসের দাবানল থেকে আলাদা।

গত মাসের দাবানল প্রবল বাতাস ও অতি দ্রুত শুষ্ক হয়ে যাওয়া পরিবেশের কারণে আরো ভয়াবহ রূপ নেয়। ওই অঞ্চলটিতে কয়েক মাস ধরেই স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হচ্ছিল। এর আগে ২০২৪ সাল দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে রেকর্ড করা হয়।

ওই দাবানলে কয়েকটি ঐতিহাসিক স্থাপনাও ধ্বংস হয়ে যায়, যার মধ্যে রয়েছে ইওইসেওং এলাকায় সপ্তম শতকে নির্মিত বলে ধারণা করা গৌনসা মন্দির কমপ্লেক্স।

মন্তব্য

শেঙেন ভিসার জন্য অর্থ নেওয়ার অভিযোগে আটক ২ বাংলাদেশি

ইনফোমাইগ্রেন্টস
ইনফোমাইগ্রেন্টস
শেয়ার
শেঙেন ভিসার জন্য অর্থ নেওয়ার অভিযোগে আটক ২ বাংলাদেশি
প্রতীকী ছবি : এএফপি

শেঙেন ভিসা প্রতারণার অভিযোগে সম্প্রতি দুই বাংলাদেশি অভিবাসীকে আটক করেছে ইতালির পুলিশ। এই দুজন ইতালির ভিসা যোগাড় করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আরেক বাংলাদেশি নাগরিকের কাছ থেকে ১৬ হাজার ইউরো হাতিয়ে নিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে এই অর্থ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে তাকে ‘ওয়ার্ক পারমিট ভিসা’ দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

কিন্তু অর্থ দেওয়ার পর ভুক্তভোগী জানতে পারেন, নির্দিষ্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথাও জমা দেওয়া হয়নি। এরপর অভিযুক্তরা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে অদৃশ্য হয়ে যান। 

এমন পরিস্থিতি ইতালির বোলোগনা অঞ্চলের পাবলিক প্রসিকিউটরের অফিসে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী বাংলাদেশি অভিবাসী। 

২০২৪ সালের শুরুতে বাংলাদেশি আবেদনকারীদের মাধ্যমে জমা হওয়া ভুয়া নথির উচ্চ সংখ্যার প্রতিক্রিয়ায় ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশি নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট প্রক্রিয়া সাময়িক স্থগিত করেছিল।

ইতালি কর্তৃপক্ষ সম্প্রতি এই ধরনের প্রতারণা সম্পর্কে বিদেশিদের সতর্ক করেছে, বিশেষ করে ভুয়া ভিসা আবেদনের বিষয়ে। কর্তৃপক্ষ উল্লেখ করেছে, ভিসা শুধু অফিশিয়াল চ্যানেল, অর্থাৎ ভিসা সেন্টার ও দূতাবাসের মাধ্যমে ইস্যু হয়ে থাকে। এর বিপরীত ঘটনা দেখা গেলে অবিলম্বে পুলিশকে অবহিত করা উচিত। 

এদিকে কৃষিসহ বিভিন্ন ভিসা নিয়ে এই ধরনের অনিয়ম ইতালিতে নতুন কিছু নয়।

এরকম আরেকটি ঘটনায় চলতি বছরের জানুয়ারিতে ইতালি কর্তৃপক্ষ পাঁচ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এদের বিরুদ্ধে ভুয়া নথি তৈরি ও নকল বিয়ের মাধ্যমে রেসিডেন্স ও ওয়ার্ক পারমিট পেতে অর্থ দাবি করার অভিযোগ রয়েছে।

২০২৩ সালে বাংলাদেশিরা শেঙেন ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন জমা দিয়েছিল ঢাকার ইতালি দূতাবাসে, যেখানে ৩৯ হাজার ৭২৯টি ভিসা আবেদনের মধ্যে ৩৪ শতাংশ আবেদন ইতালির জন্য জমা দেওয়া হয়েছিল। অন্যদিকে ২০২৪ সালে বাংলাদেশিদের জন্য ইতালির ভিসা অনুমোদনের হার ছিল মাত্র ৪০ শতাংশ। এতে বোঝা যায়, ইতালি বাংলাদেশিদের জন্য সবচেয়ে কম ভিসা অনুমোদনকারী দেশগুলোর মধ্যে একটি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ