ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ১৩ এপ্রিল ২০২৫
৩০ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

ভালো নেই পাটি শিল্পীরা

প্রিয়তুষ পোদ্দার, কচুয়া (চাঁদপুর)
প্রিয়তুষ পোদ্দার, কচুয়া (চাঁদপুর)
শেয়ার
ভালো নেই পাটি শিল্পীরা

প্লাস্টিক পাটির আধিপত্য আবার করোনা। এই দুই কারণে চরম সংকটে পড়েছেন কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের পাটিকর পাড়ার পাটি শিল্পীরা। এ শিল্পের সাথে জড়িয়ে ৫০টি পরিবার পরিজন নিয়ে পড়েছে আর্থিক সংকটে।

সরেজমিনে পৗরসভার পাটিকর পাড়ায় ঘুরে এ কাজে জড়িতদের সঙ্গে কথা বলে এ সব তথ্য জানা যায়।

অনেক পাটি শিল্পীকে দেখা গেছে বাধ্য হয়ে পেশা বদল করতে। পাটি শিল্পীরা জানান, এই পাটি শিল্পের ওপর তারা নির্ভরশীল। এসব পরিবার বংশ পরম্পরায় পাটি বুনে জীবন ধারন করে আসছে। এখান থেকে তাদের যা আয় হতো তা দিয়ে সংসারে পাশাপাশি তাদের সন্তানদের পড়ালেখা ও চলছিল।
একদিকে প্লাস্টিকের পাটির কারনে মোত্রা (মোতাকের) চাহিদা কমেছে। অপরদিকে করোনা মহামারি এতে ছন্দপতন ঘটছে তাদের সাংসারিক জীবন।

পাটিকর পাড়ার সুবাস পাটিকর জানান, গত কয়েক বছরে আমাদের মধ্য থেকে অনেকে এ পেশা ছেড়ে দেওয়ায় কাঁচা মালের সংকট কিছুটা কমেছিল। মোত্রা (মোতাক) বাগান পর্যাপ্ত থাকায় দর কষাকষি করে মোতাক কেনা যেত।

এ কারণে স্তস্তিতে ব্যবসা চলচিল। কিন্তু প্লস্টিকের পাটি আর করোনায় চরম বিপদে ফেলেছে আমাদের। বোনা পাটি ঘরের মধ্যেই পড়ে আছে। ৫ থেকে ৭ ফুট রঙিন পাটির পাইকারি মূল্য ৪৫০টাকা। আমাদের এই পাটিটি তৈরি করতে ৪০০ টাকা খরচ হয়ে যায়।
আর ৫ থেকে ৭ ফুট শীতল পাটির পাইকারি মূল্য ১৪০০ টাকা। যা তৈরি করতে ১২০০ টাকা খরচ পড়ে।

কৃষ্ণ, অসীম, কানাইলাল, কানাই, বলাই, রতন ইতিমধ্যে পেশা পরিবর্তন করেছেন। বংশ পরম্পরায় এই পাটি শিল্প পরিবর্তন করতে তাদের অনেক কষ্ট লেগেছে। কিন্তু উপায় ছিল না। বাধ্য হয়ে বাপ দাদার পেশা ছেড়ে কেউ ওয়ার্কসপ পেশায়, কেউবা দিন মজুরের কাজ করছেন।

কৃষ্ণ পাটিকরের স্ত্রী শিপ্ররা রানী জানান, ৫ থেকে ৭ ফুট একটি রঙিন পাটি তৈরি করে দিলে মজুরী হিসেবে অমাকে ১২০ টাকা  দেয় মহাজনরা।

কথা হয় সুরেন্দ্র পাটিকরের স্ত্রী মহামায়া, বাসুদেবের স্ত্রী বিমলা, মাখনের স্ত্রী সাবিত্রী, মানিকের স্ত্রী যুমুনা রানীর সঙ্গে। তারা সবাই এ গ্রামের তৃতীয় প্রজন্মের পাটি শিল্পী। পাটি বোনা তাদের রয়েছে বিশেষ দক্ষতা। এক দিনে তারা একটি রঙিন পাটি তৈরি করতে পারেন। আর শীতল পাটি তৈরি করতে একজনের তিন থেকে চার মাস সময় লেগে যায়। এর চাহিদা ও খুব বেশি। এ থেকে তাদের আয়ও ভালো হয়।

তারা অরো জানান, এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা বাড়িয়েছি ।এখন পাটি বিক্রি হচ্ছে না। কিন্তু ঋণের কিস্তি ঠিক মতো দিতে হচ্ছে। সপ্তাহ শেষে কিস্তি সারা সপ্তাহ জুড়ে এই চিন্তায় দিন গুনতে হয়। মাঝে মাঝে কিস্তির টাকা জোগার করতে না পেরে লস দিয়ে আড়দদারের কাছে পাটি বিক্রি করে কিস্তির টাকা জোগার করতে হচ্ছে। সরকারি পৃষ্টপোষকতার অভাবে শীতল পাটি শিল্প হারিয়ে যেতে বসেছে। যদি পাটি শিল্পকে টিকিয়ে রাখতে হয় তাহলে সহায়তা জরুরি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ বলেন, পাটি শিল্পীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তা দেওয়া হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

মন্তব্য

সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
শেয়ার
সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাবনার ঈশ্বরদীতে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। আজ রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার দাশুড়িয়া নতুন গোলচক্কর মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মনোয়ারুল দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বলে জানা গেছে। মনোয়ার একই ইউনিয়নের নওদাপাড়া এলাকার আবুল কালাম প্রামাণিকের ছেলে।

 

স্থানীয় বিএনপির নেতারা জানান, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের চাঁদপুর লক্ষ্মীকোলা, দাশুড়িয়া বস্তিপাড়া এলাকায় মাটি কাটা, দাশুড়িয়া মোড়ের সিএনজি স্ট্যান্ড, বাস কাউন্টারসহ বিভিন্ন পয়েন্ট থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিক ও তার বড় ভাই স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের সঙ্গে দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লার সংঘর্ষসহ রেষারেষি চলে আসছিল। বিপুল মোল্লার নেতৃত্বে চাঁদপুর লক্ষ্মীকোলাসহ বেশ কয়েকটি স্থানে মাটি কাটা হচ্ছিল। আর রিপন প্রামাণিক ও তার ভাই শ্রমিক নেতা রকু প্রামাণিকের নেতৃত্বে দাশুড়িয়ার সিএনজি, অটোরিকশাসহ বেশ কিছু পয়েন্ট থেকে চাঁদা তোলা হচ্ছিল।

সূত্র মতে, গত শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা থেকে দাশুড়িয়া সিএনজি স্ট্যান্ডসহ বেশ কিছু স্থান থেকে রিপন ও রকুকে চাঁদা তুলতে বাঁধা দেয় বিপুল মোল্লা গ্রুপ।

তখন ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিকের বড় ভাই ও স্থানীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের সাথে দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লার বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের সংঘর্ষে বিপুল মোল্লাসহ তার অনুসারী কয়েকজন আহত হন। এই ঘটনায় বিপুল মোল্লা গ্রুপের লোকজন শ্রমিক ইউনিয়ন নেতা রকু প্রামাণিকের অফিস ভাঙচুর করে। এ নিয়ে দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগও করে।
এসব নিয়ে দুই গ্রুপের মধ্যে বেশ উত্তেজনা চলছিল।

আরো পড়ুন
কালের ক্রমে জৌলুস হারিয়েছে চৈত্র সংক্রান্তির ‘ঘুড়ি উৎসব’

কালের ক্রমে জৌলুস হারিয়েছে চৈত্র সংক্রান্তির ‘ঘুড়ি উৎসব’

 

এই উত্তেজনা নিরাসনের জন্য পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দের নির্দেশে সালিস বৈঠকের মাধ্যমে মীমাংসার কথা বলে রবিবার দুপুরে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথার বাড়িতে দুই পক্ষ থেকে ডাকা হয়। কিন্তু ঘটনাস্থলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিক ও তার বড় ভাই শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামানিকের নেতৃত্বে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনোয়ারুল ইসলামের উপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মনোয়ারের মাথা ও পিঠে কুপিয়ে জখম করে। একই সঙ্গে হামলাকারীরা মনোয়ারকে গুলি করে।

এতে দুটি গুলি মনোয়ারের পেটে ও কোমরে বিদ্ধ হয়। স্থানীয়রা আহত মনোয়ারকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরো পড়ুন
আ. লীগ আমলের ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার

আ. লীগ আমলের ১০ অর্থনৈতিক অঞ্চল বাতিল করল সরকার

 

পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসকদের বরাত দিয়ে দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা জানান, আহত মনোয়ারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা জানান, সিএনজি স্ট্যান্ড নিয়ে দ্বন্দ্বের জেরে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মনোয়ারুলকে যুবদল নেতা রিপন ও রকুর নেতৃত্বে গুলি করা হয়েছে। এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় সাইনবোর্ড নিয়ে কেউ অপকর্মে জড়িত হলে তার দায় দল নেবে না। হামলাকারীরা পাবনা জেলা বিএনপির নেতাদের নির্দেশ উপেক্ষা করে এই হামলা করেছে।

ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ মনোয়ারুলকে পাবনা জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধের ঘটনায় এখনো কোনো অভিযোগ হয়নি, তবে পূর্বের ঘটনায় দুপক্ষের লিখিত অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

মন্তব্য

আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন ফের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
শেয়ার
আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন ফের রিমান্ডে
সংগৃহীত ছবি

মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধানসহ ছয়জনকে ফের আট দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রবিবার (১৩ এপ্রিল) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসুম এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ওরফে আতাউল্লাহ (৪৮), মোস্তাক আহমেদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মো. আসমতউল্লাহ (২৪) ও হাসান (৪৩)। তারা সবাই মায়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা।

সেই সঙ্গে আতাউল্লাহ ছাড়া বাকী সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামান (২৪) রয়েছেন।

আরো পড়ুন
মিষ্টি আলু কেন খাবেন?

মিষ্টি আলু কেন খাবেন?

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, সিদ্ধিরগঞ্জ থানার মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে জুনুনী ও তার পাঁচ সহযোগীকে আদালতে উঠানো হলে শুনানি শেষে বিচারক আট দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা বলেন, আসামিরা নারায়ণগঞ্জ ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতামূলক অপরাধ কর্মকাণ্ড সংগঠিত করার জন্য গোপন বৈঠক করে আসছিল।

র‌্যাব ও পুলিশ গোপন সংবাদ পারে যে আসামিরা নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করার জন্য সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসন এলাকার একটি বহুতল ভবনে গোপন বৈঠক করছে। 

আরো পড়ুন
সামিট নিয়ে আশিক চৌধুরীর পোস্ট, জানালেন প্রেজেন্টেশনের পেছনের গল্প

সামিট নিয়ে আশিক চৌধুরীর পোস্ট, জানালেন প্রেজেন্টেশনের পেছনের গল্প

তিনি আরো বলেন, র‌্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। তাদের মধ্যে জুনুনী ওরফে আতাউল্লাহর বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ অনেক অভিযোগ রয়েছে। তিনি মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান।

তাদেরকে আরো জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ড দেওয়া হয়েছে। 

১৭ মার্চ রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‌্যাব-১১। ১৮ মার্চ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা দুই মামলায় ১০ দিন করে রিমান্ড চাইলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঈনউদ্দিন কাদির তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরো পড়ুন
পহেলা বৈশাখে চার ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন

পহেলা বৈশাখে চার ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি ও শাহবাগ মেট্রো স্টেশন

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ মজুমদার বলেন, সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। গ্রেপ্তারদের মধ্যে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী রয়েছে।

মন্তব্য

হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ  (হবিগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
হবিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার মুকুল নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল (দক্ষিণকুর্শা) গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় ঘটনায় আহত হাফিজুর রহমান বাদি হয়ে গত ৯ জানুয়ারি সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলার তদন্তে ইমদাদুর রহমান মুকুলের সংশ্লিষ্টতা পায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবির বলেন, ‌‘রবিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
 

মন্তব্য

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
শেয়ার
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের হাতীবান্ধায় ঘাস কাটতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নের খর্পদোলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আসাদুল উপজেলার গোতামারী ইউনিয়নের উত্তর গোতামারী এলাকার মৃত সামাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে আসাদুল ইসলাম বাড়ির পাশে ভারতীয় সীমান্ত ঘেঁষা খর্পদোলায় ঘাস কাটতে যান।

সেখানে আগে থেকেই পানি সেচের জন্য বৈদ্যুতিক মটরের সংযোগের বৈদ্যুতিক লাইনের বাশের খুঁটি ভেঙে ঝুলে ছিল। হঠাৎ ওই ঝুলে থাকা তার আসাদুলের গলায় জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুপুরের দিকে স্থানীয়রা খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনা বলেন, ‘ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুলের মৃত্যু হয়।

হাতীবান্ধা থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। বিষয়টি নিয়ে এখনো কাজ করছি। কাজ শেষে বিস্তারিত জানাতে পারব।

মন্তব্য

সর্বশেষ সংবাদ