<p style="text-align:justify">ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বন্যার্তদের সহায়তায় সবাই ভূমিকা রাখছে। বন্যায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে মসজিদ, মাদরাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। </p> <p style="text-align:justify">মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে ফেনীর লালপোল সিলোনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। </p> <p style="text-align:justify">উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘জাতির যেকোনো দুর্যোগে এ দেশের আলেম-ওলামারা সবার আগে এগিয়ে আসেন, এবারও তার ব্যতিক্রম হয়নি। এটি আমাদের জন্য গর্বের। সবার সহযোগিতায় আমরা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব।’ </p> <p style="text-align:justify">বন্যায় নিহতদের প্রসঙ্গে তিনি বলেন, ‘বন্যায় যারা মারা গেছে, তাদের দাফনের বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া আছে। দাফনের ব্যবস্থা না করা গেলে বন্যাকবলিত এলাকার বাইরে তাদের দাফনের ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।’</p> <p style="text-align:justify">উপদেষ্টা জানান, বন্যার্তদের সহযোগিতায় ধর্ম মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।</p>