<p><span style="font-size:14pt"><span style="font-family:Kantho"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে দেশে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস, ফ্রুটবার, ড্রিংকসজাতীয় পণ্য রপ্তানিতে নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এসংক্রান্ত সার্কুলার জারি করে। নির্দেশনায় কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে নগদ সহায়তা প্রসঙ্গে বলা হয়, ২০১৯ সালে জারি করা এসংক্রান্ত এক সার্কুলারে ফল ও সবজি থেকে উৎপাদিত সব ধরনের পেস্ট, ফ্রুটবার, টিনজাতসামগ্রী, ডিহাইড্রেটেডসামগ্রী, জুস, ড্রিংকস রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রদানের নির্দেশনা রয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে অবস্থিত সহযোগী বা ভিন্ন প্রতিষ্ঠান থেকে গৃহীত এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস এবং ড্রিংকস ইত্যাদি রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পাবেন।</span></span></span></span></p> <p> </p> <p> </p>