<p>কিশোরগঞ্জের ভৈরবে বিসিবির সাবেক সভাপতি ও সাংসদ নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে কমলপুর গ্রামের আলম সরকার বাদী হয়ে ভৈরব থানায় মামলাটি করেন।</p> <p>এ মামলায় পাপন ছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ ও সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাউয়াত উল্লাহসহ ১৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। </p> <p>মামলার বিবরণ থেকে জানা যায়, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অভিযুক্তরা ভৈরবে বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয় ঢুকে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, মূল্যবান জিনিসপত্র চুরির অভিযোগে মামলাটি করা হয়েছে। </p> <p>ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম মামলা করার বিষয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।</p>