<p>১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস। দিবসটি পালন উপলক্ষে শনিবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার পেয়ারপুর আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন বসুন্ধরা শুভসংঘ বিদ্যালয়ে শুভসংঘের মাদারীপুর জেলা শাখার উদ্যোগে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। </p> <p>জানা গেছে, ১৯৯৫ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেসকো) সদস্য রাষ্ট্রগুলো 'সহনশীলতা নীতির ঘোষণাপত্র' সর্বসম্মতিক্রমে গ্রহণ করে। ওই ঘোষণায় মানুষকে সহনশীলতার মূল্যবোধ ও গুরুত্ব সম্পর্কে সজাগ করার জন্য এ বিষয়ে একটি আন্তর্জাতিক দিবস উদযাপনের আহ্বান জানানো হয়। তারই আলোকে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৯৬ সালে ৫১/৯৫ নম্বর প্রস্তাবটি গ্রহণের মাধ্যমে ১৬ নভেম্বরকে আন্তর্জাতিক সহনশীলতা দিবস হিসেবে ঘোষণা করে।</p> <p>এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করা হয় 'সহনশীলতা হলো আমাদের বিশ্বের সংস্কৃতির সমৃদ্ধশালী বৈচিত্র্য, আমাদের প্রকাশের ধরন এবং মানুষ হওয়ার উপায়গুলোর সম্মান, গ্রহণযোগ্যতা এবং উপলব্ধি'। এই দিনটি পালিত হয় অন্যের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যকে সম্মান  এবং সমাজে অসহিষ্ণুতা ও বৈষম্যের ঝুঁকি অনুধাবন করার জন্য। </p> <p>বসুন্ধরা শুভসংঘের মাদারীপুর জেলা শাখার সভাপতি ওহিদুজ্জামান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, মাদারীপুর সদর উপজেলা শাখার যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক সরদার মুহিব্বুল্লাহ। </p> <p>এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের জাহিদ, দিদার মোল্লাসহ সংগঠনের অন্যান্য বন্ধুরা।</p>