<p style="text-align:justify">‘বৃক্ষের সমৃদ্ধ পরিবেশ, প্রাণ-প্রাচুর্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ পালন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক শ্রীবরদী উপজেলা শাখা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তত তিন শতাধিক ফলদ ও ওষধি বৃক্ষরোপণ করা হয়। </p> <p style="text-align:justify">শ্রীবরদী আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মহসিন আলী জানান, বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শ্রীবরদী সরকারি কলেজ, আয়েশা আইন উদ্দিন মহিলা কলেজ, শ্রীবরদী এপপি পাইলট ইনস্টিটিউট, শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী কামিল মাদরাসা, মথুরাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাতিহাটি আইডিয়াল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ ও ওষধি বৃক্ষের চারা রোপণ করা হয়।</p> <p style="text-align:justify">শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সবুজায়ন করতে ব্যাংকটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে।</p> <p style="text-align:justify">আজ দুপুরে শ্রীবরদী সরকারি কলেজে বৃক্ষরোপণের সময় ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান, উপাধ্যক্ষ মো. আকরাম হোসাইন, শরীর চর্চা শিক্ষক মো. মোরশেদুজ্জামান ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের উপজেলা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মহসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।</p>