<p>চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কিশোর মো. সাঈদ (১৯) পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আধারমানিক লালারখিল মাহালদারপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে। </p> <p>নিহতের ভাই মো. রায়হান জানান, সোমবার রাতে বিষাক্ত সাপ নিয়ে খেলার সময় কামড় খান সাঈদ। কামড়ের কিছুক্ষণ পর তার শরীরে বিষক্রিয়া শুরু হয়। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় চমেকে তার মৃত্যু হয়।</p> <p>লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, সাপে কামড়ানো এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। অ্যান্টিভেনম দেওয়ার পরও অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।</p>