<p>অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এমএসএমই) বিশেষ অবদান রাখার জন্য ৫ ক্যাটাগরিতে ২৫ জন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে ব্যবসা ব্যবস্থাপনাবিষয়ক সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান ট্যালি সলিউশন লিমিটেড।</p> <p>বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এমএসএমই অনার-২৪ সম্মাননা দেয়া হয়। ট্যালি সলিউশন লিমিটেড এর আয়োজন করে। এই প্রতিষ্ঠান দেশের ১২ হাজারেরও বেশি ব্যবসায়ীকে অ্যাকাউন্টিং ও ইনভেন্টরিতে সাহায্য করেছে৷</p> <p><strong>যারা সম্মাননা পেলেন</strong></p> <p>ট্যালি পাঁচটি বিভাগে বিজয়ীদের সম্মানিত করে। এর মধ্যে রয়েছে, ওয়ান্ডার ওম্যান, বিজনেস মাইস্ট্রো, নিউজেন আইকন, টেক ট্রান্সফরমার এবং চ্যাম্পিয়ন অফ কজ।</p> <p>ওয়ান্ডার ওম্যান বিভাগে বিজয়ী হয়েছেন জারিন’স ক্রিয়েশনের স্বত্বাধিকারী আফরোজা সুলতানা, প্রাইম এন্টারপ্রাইজের কানিজ ফাতেমা, এইমার মার্চেন্টের সাবিনা ইয়াসমিন, তি রাঙ্গার আতিকা রহমান এবং গ্যারেজ ফুড কোর্টের নাজনীন কামাল সুপ্তি।</p> <p>বিজনেস মাইস্ট্রো বিভাগের সম্মাননা পেয়েছেন হালিমা গ্রুপের আবুল কালাম হাসান, সাগর ট্রেডার্সের মো. ইব্রাহিম হোসেন, একে ট্রেডার্স লিমিটেডের আবদুল খালেক, আলিন ফুড প্রোডাক্টস লিমিটেডের ওমর ফারুক এবং আর্টিসান টাইলস অ্যান্ড কংক্রিট প্রোডাক্টস লিমিটেডের মনজুর সাজ্জাদ।</p> <p>টেক ট্রান্সফর্মার্স বিভাগে সম্মাননা পেয়েছেন, ইতালির ফুটওয়্যার এর স্বত্বাধিকারী মো. আবদুল মান্নান, আর কে মেটালের পরিতোষ কুমার মালো, ডায়নামিক প্রোলাইসিসের বাবুল চন্দ্র বারমন, প্ল্যানটেন অ্যাগ্রো লিমিটেড এবং টিডব্লিউসি’র ড. খালেদা আদিব।</p> <p>চ্যাম্পিয়ন অফ কজ বিভাগের বিজয়ীদের মধ্যে রয়েছেন ফাউন্ডেশন ফর উইমেন অ্যান্ড চাইল্ড অ্যাসিস্ট্যান্সের স্বত্বাধিকারী ওয়াহিদা খানম, ইএসডিও’র ড. মো. শহিদুজ্জমান, নিউরোশেড এর ঝুমোনা মল্লিক, মন বাগানের সমীরন দত্ত এবং বেলাশেষের তসলিমা ফেরদৌসী মিলি।</p> <p>নিউজেন আইকন বিভাগের বিজয়ীরা হলেন- জেআরসি আইওটি বোর্ডের স্বত্বাধিকারী রেদোয়ান ফেরদৌস, পিউপিল স্কুল বাসের মো. আবদুর রশিদ সোহাগ, বিগ শটের ফারহান তানভির, কেক স্টোরির নুরুল হাসান এবং শপআপের আফিফ জামান।</p> <p>অনুষ্ঠানে গাজি ট্যাংকের নির্বাহী পরিচালক আনন্দ চন্দ্র নাহা বলেন, একাউন্টটিং সফটওয়্যার হিসেবে অনেকগুলো কম্পানিই দেশে আছে। কিন্তু যদি ব্যবহার করার পরামর্শ দেয় তখন এক বাক্যে টালি ব্যবহার করতে বলেন। তাদের সেবা এতোটাই জনপ্রিয়। এর খরচ কম ও ঝামেলা মুক্ত ভাবে ব্যবহার করা যায়।</p> <p>ট্যালি সলিউশনস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালাহউদ্দিন সানজি বলেন, ‌এমএসএমই সম্মাননা তৃণমূল পর্যায়ে উদ্যোক্তাদের বৈচিত্র্য ইতিবাচক দিককে তুলে ধরে। আমরা উদ্যোগক্তাদের প্রতিশ্রুতি, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং শ্রেষ্ঠত্ব অর্জনের প্রচেষ্টাকে সম্মানিত করার জন্য এই সম্মাননা দিচ্ছি। যা উদ্যোক্তাদের উৎসাহিত করবে।</p> <p>চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা সাগর ট্রেডার্সের উদ্যোক্তা মো. ইব্রাহিম হোসেন অভিব্যক্তি প্রকাশ করে বলেন, আমরা খুবই ছোট ব্যবসা দিয়ে শুরু করি। এখন যা গ্রুপ অফ কম্পানি। আগে হিসাব মেলাতে দুই দিনের মতো সময় লাগতো। কিন্তু যখন ট্যালি ব্যবহার করা শুরু করি তখন এই সময় ব্যয় করা থেকে রেহাই পাই। হিসাব করা ও রাখা অনেক সহজ হয়ে গেছে।</p> <p>সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এভিআইএনসিই গ্রুপের পরিচালক রায়েদ চৌধুরী, পিকেএসএফের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান পারভীন মাহমুদ, রানার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।<br />  </p>