<p>ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টি এবং সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি না করাসহ বিভিন্ন অপরাধে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় সাত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।</p> <p>মঙ্গলবার (৮ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ হাসান রনির নেতৃত্বে এ অভিযান চালানো হয়।</p> <p>সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, বেশি দামে ডিম বিক্রি, ক্যাশ মেমো না দেওয়া এবং পাইকারি দোকানে সরবরাহ না করে ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির অপরাধে রায়গঞ্জের ধুবিল এলাকার সেতু পোল্ট্রি অ্যান্ড ডেইরি ফার্মকে ২০ হাজার টাকা এবং সলঙ্গা বাজারের মোহন্ত স্টোরকে পাঁচ হাজার টাকা, হাসান স্টোরকে পাঁচ হাজার টাকা ও প্রণয় ডিমের আড়ত মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।</p> <p>তিনি আরো জানান, এর আগে উল্লাপাড়া উপজেলার মোহনপুর বাজারে অভিযান চালিয়ে মুন এগ্রোভিট পোল্ট্রি খামারকে ২০ হাজার টাকা, কোরবান ডিমের আড়তকে ১০ হাজার টাকা এবং সিরাজ ডিমের আড়ত মালিকের কাছে ১০ হাজার টাকা মিলে দুটি অভিযানে সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবেও জানান এই কর্মকর্তা।</p>