<p style="text-align:justify">ভুল ঠিকানায় ভর্তি করায় সুস্থ হয়েও নিজ বাড়িতে ফিরতে পারছেন না পাবনা মানসিক হাসপাতালের ২৪ জন মানসিক রোগী। দীর্ঘ মেয়াদে ভর্তি আছেন আরো ২৬ রোগী। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক রোগ নিরাময় কেন্দ্র ‘পাবনা মানসিক হাসপাতাল’।<br />  <br /> ঢাকার মগবাজারের ভুল ঠিকানায় ভর্তি হওয়া সাঈদ হাসপাতালে আছেন ২৭ বছর। সাঈদের মতো ভুল ঠিকানার জটিলতায় সুস্থ হয়েও বাড়িতে যেতে পারছেন না আরো ২৪ রোগী। দীর্ঘ মেয়াদে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো ২৬ রোগী।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএসইসির চিঠি : পুঁজিবাজার অস্থির করার পাঁয়তারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728542441-10a11cc3fdd45fd7bcd20098c3c69344.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএসইসির চিঠি : পুঁজিবাজার অস্থির করার পাঁয়তারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/stock-market/2024/10/10/1433742" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পাবনা মানসিক হাসপাতাল সূত্রে জানা যায়, মহামান্য আদালতের রিট পিটিশন নম্বর ১০৮৯৬/২০১৪ মোতাবেক ১৮-০৮-২০১৯ ইং তারিখে ১৫ জন রোগীর সঠিক ঠিকানা নির্ণয়পূর্বক শারীরিক ও মানসিক সুস্থতা সাপেক্ষে আইনানুগ অভিভাবকের কাছে হস্তান্তরের নির্দেশ প্রদান করা হয়। </p> <p style="text-align:justify">আদালতের নির্দেশনার ১৫ জনসহ আরো আটজন সর্বমোট ২৩ জন ঠিকানা জটিলতার রোগীর মধ্যে এ পর্যন্ত ১১ জন রোগীকে নিজ ঠিকানায় পাঠাতে সক্ষম হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আরো আটজনকে সঠিক ঠিকানা খুঁজে তাদের পরিবারের কাছে পঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে, এর আগে জাতীয় পত্রিকায় ছবিসহ সাত রোগীর বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সঠিক ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। </p> <p style="text-align:justify">ঠিকানা খুঁজে না পাওয়া চার রোগী মারা গেছে হাসপাতালেই। বর্তমানে হাসপাতালে ভুল ঠিকানায় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৪। আর দীর্ঘমেয়াদি রোগীর সংখ্যা ২৬। দীর্ঘমেয়াদি রোগীর মধ্যে কেউ ২৭ বছর, কেউ ১৭ বছর, কেউ ১০ বছর, কেউ পাঁচ বছর ধরে ভর্তি রয়েছেন হাসপাতালে। ৮ সেপ্টেম্বর পর্যন্ত পাবনা মানসিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৫১ জন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চলতি হিসাবে উদ্বৃত্ত নিয়ে শুরু অর্থবছর, দেশে কমেছে বাণিজ্য ঘাটতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728541561-556a62d6839ab710d65a29b497c60830.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চলতি হিসাবে উদ্বৃত্ত নিয়ে শুরু অর্থবছর, দেশে কমেছে বাণিজ্য ঘাটতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/business/2024/10/10/1433741" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">পাবনা মানসিক হাসপাতালের আবাসিক সাইকিয়াট্রিস্ট শফিউল আযম কালের কণ্ঠকে জানান, বহির্বিভাগে প্রতিদিন ২০০-২৫০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।</p> <p style="text-align:justify">পাবনা মানসিক হাসপাতালের পরিচালক ডা. শাফকাত ওয়াহিদ কালের কণ্ঠকে বলেন, ২৪ জন রোগীকে ভুল ঠিকানায় ভর্তি করায় তাদের বাড়িতে পাঠানো সম্ভব হচ্ছে না। বারবার রোগী নিয়ে গিয়ে ফেরত আসতে হচ্ছে, ফলে সরকারি অর্থ অপচয় হচ্ছে। এ ছাড়া দীর্ঘ মেয়াদে ভর্তি রয়েছেন ২৬ জন রোগী, তাদের পুনরায় ভর্তি করা হচ্ছে বারবার। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক এমপি মোতাহেরুল, হুইপ সামশুল ও ছেলে শারুনের নামে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/10/1728539659-e14bd88bfd316ca91c724222be66b593.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক এমপি মোতাহেরুল, হুইপ সামশুল ও ছেলে শারুনের নামে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/10/1433738" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">দেশের একমাত্র বিশেষায়িত মানসিক রোগ নিরাময় কেন্দ্র ‘পাবনা মানসিক হাসপাতাল’। পাবনা শহর থেকে তিন কিমি দূরে হেমায়েতপুর ইউনিয়নে ১৯৫৭ সালে পাবনা শহরের শীতলাই জমিদারবাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হোসেন গাংগুলী এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার বছরই হাসপাতালের কার্যক্রম শুরু হয়। বর্তমানে শয্যাসংখ্যা ৫০০।</p>