<p>মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরার অভিযোগে ৫৭ বাংলাদেশি জেলেকে আটকের পর ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। বুধবার দুপুর ২টার দিকে ছয়টি ট্রলারসহ তাদের আটক করা হয়। পরদিন বৃহস্পতিবার তাদের ছেড়ে দিলে ওই দিন সন্ধ্যার আগেই ছয়টি ট্রলার শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছায়।</p> <p>তবে এ ঘটনায় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে মোহাম্মদ ওসমান নামের বাংলাদেশি এক জেলে নিহত এবং আরো দুজন গুলিবিদ্ধ হয়েছেন। </p> <p>বাংলাদেশি জেলেরা মিয়ানমারের জলসীমায় ঢুকে মাছ ধরেন বলে এর আগেও বিভিন্ন সময় দাবি করে মিয়ানমার নৌবাহিনী। এবারও বাংলাদেশি ট্রলার তাদের জলসীমায় ঢুকে পড়লে তারা আটক করতে বাধ্য হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৪০ লাখ মুক্তিপণ দাবি, পুরোটা দিতে না পারায় শিক্ষককে হত্যা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728654505-926d8f843491ef8a9b86276e7d0bc8aa.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৪০ লাখ মুক্তিপণ দাবি, পুরোটা দিতে না পারায় শিক্ষককে হত্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434120" target="_blank"> </a></div> </div> <p>বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হকও স্বীকার করেছেন বাংলাদেশি ট্রলার অনেক সময় জলসীমা অতিক্রম করে থাকে। তবে এ বিষয়ে জেলেদের সচেতন করার প্রয়োজনীয়তা ব্যক্ত করেছেন তিনি। ট্রলার মালিকরা প্রতিবারই অস্বীকার করে থাকেন। তবে এবার ফিরে আসা জেলেদের অনেকেই অকপটে স্বীকার করেছেন, তারা মাছ ধরার সময় তারা মিয়ানমারের জলসীমাতে চলে গেছেন। </p> <p>জেলে আব্দুল আজিজ বলেন, ‘আমরা নিয়মিত সেখানে মাছ ধরতে যাই। এটা সত্যি যে আমরা যেখানে জাল ভাসাই সেটি মিয়ানমারের জলসীমা। বাংলাদেশের জলসীমা অতিক্রম করে অন্তত চার কিলোমিটার ভেতরে। তবে এত দিন সেখানে মিয়ানমার নৌবাহিনীর যে জাহাজটি অবস্থান করেছিল তারা আমাদের কাছে থেকে দেখলেও কোনো বাধা দিত না। কিন্তু ওই দিন আকিয়াবের দিক থেকে একটি জাহাজ আমাদের লক্ষ্য করে ছুটে আসে এবং জাহাজ থেকে একটি স্পিডবোট নামিয়ে আমাদের ধাওয়া করে। আমরা সেখানে ছয়টি ট্রলার ছিলাম। আমাদের পাঁচটি ট্রলার হাত উঁচু করে দেখিয়ে তাদের আত্মসমর্পণ করি। একটি ট্রলার পালিয়ে আাসর চেষ্টা করলে তাদের গুলি চালায় তারা।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার চট্টগ্রাম পূজা পরিষদের সভাপতি-সম্পাদককে অব্যাহতি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728654641-bb475112da7a47a59ab31c40da29d9f6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার চট্টগ্রাম পূজা পরিষদের সভাপতি-সম্পাদককে অব্যাহতি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/11/1434121" target="_blank"> </a></div> </div> <p>জেলে আব্দুল আজিজ আরো বলেন, ‘টেকনাফ এলাকার বেশির ভাগ ট্রলার দীর্ঘদিন থেকে মিয়ানমার জলসীমায় এভাবে জাল ফেলে আসছে। দুটি কারণে মূলত বাংলাদেশি ট্রলারগুলো আমাদের জলসীমা ছাড়িয়ে তাদের জলসীমায় ঢুকে পড়ে। একটি কারণ হচ্ছে, মিয়ানমার সাগরের ওই অঞ্চলে মাছ ধরা পড়ে বেশি। অন্য কারণটি হচ্ছে, বঙ্গোপসাগরে বড় বড় ফিশিং ট্রলারের কারণে ছোট ট্রলারগুলো সেখানে জাল ভাসালে অনেক সময় জাল কাটা পড়ে।’ </p> <p>ফিরে আসা আরেক জেলে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা প্রায় সময় মাছ ধরতে গিয়ে সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে মিয়ানমারের সিতা, মেরুল্লুয়া নামক এলাকার কাছাকাছি চলে যাই। স্বাভাবিকভাবে এত দিন কোনো দুর্ঘটনা ঘটেনি। এবার তারা আমাদের বিষয়ে পদক্ষেপ নিয়েছে। আমরা মিয়ানমার জলসীমায় ঢুকে পড়েছি, সেটি অস্বীকার করছি না। যে ট্রলারটি মিয়ানমার বাহিনী ধাওয়া করে ধরেছে, সেটি ছাড়া অন্য কোনো ট্রলারের জেলেদের কোনো প্রকার নির্যাতন করেনি তারা।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কক্সবাজারে সাবেক হুইপসহ আ. লীগের ৪০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/11/1728590462-4089a7314979ac6e91896f9f982da553.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কক্সবাজারে সাবেক হুইপসহ আ. লীগের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/11/1434008" target="_blank"> </a></div> </div> <p>শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, ‘আমরা সব সময় জেলেদের সতর্ক করে থাকি যেন তারা কোনোভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম না করেন। অনেক সময় তারা বেশি মাছ ধরার লোভে চলে যান। আবার স্রোতের টানেও মাঝেমধ্যে ট্রলারগুলো মিয়ানমারের জলসীমায় চলে যায়। এতে প্রায় সময় বাংলাদেশি ট্রলার মিয়ানমার বাহিনী আটক করে। জেলেদের জেল খাটতে হয় ১০ থেকে ১৫ বছর। তবে এবারে ভাগ্য ভালো যে বাংলাদেশের কার্যকর তৎপরতার কারণে ২৪ ঘণ্টার মধ্যে আটক ছয়টি বোট ছেড়ে দিয়েছে।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কক্সবাজারে শৃঙ্খলা ফেরাতে ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবা চালু" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/27/1727452016-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কক্সবাজারে শৃঙ্খলা ফেরাতে ‘অনলাইন বাস টার্মিনাল’ সেবা চালু</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/27/1429532" target="_blank"> </a></div> </div> <p>এ বিষয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনে সংবাদ সম্মেলনে পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. জহিরুল হক বলেছেন, “গত ৬ অক্টোবর শাহপরীর দ্বীপ জেটিঘাট থেকে ৬টি ফিশিং ট্রলার ৫৮ জন জেলেসহ সমুদ্রে গমন করেন। এক পর্যায়ে তারা মিয়ানমারের জলসীমায় চলে যান। সে সময় সেখানে থাকা মিয়ানমার নৌবাহিনীর টহলবোট ফিশিং ট্রলারগুলোকে থামতে বলে। কিন্তু একটি ট্রলার না থেমে বাংলাদেশে চলে আসার চেষ্টা করলে তার গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলে একজন জেলে মারা যান এবং দুজন জেলে আহত হন। এ বিষয়ে সেন্ট মার্টিন সাগরে কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দীন’ কে দায়িত্ব দেওয়া হয় এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করার জন্য। ‘তাজউদ্দীন’ মিয়ানমার নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ করে এবং এতে সফল হয়। ফলে মিয়ানমার নৌবাহিনী ছয়টি ট্রলারকে ফেরত দিতে সম্মত হয়।”</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গা আটক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728417480-7a12583bf59f1f9d49b6bd27aaeb1be7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টেকনাফে সাগরপথে অনুপ্রবেশকালে ৩৭ রোহিঙ্গা আটক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/09/1433340" target="_blank"> </a></div> </div> <p>ক্যাপ্টেন মো. জহিরুল হক আরো বলেন, ‘সীমান্তের কাছাকাছি এভাবে গুলিবর্ষণ কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিয়ানমার বরাবর প্রতিবাদলিপি প্রদান করা হয়েছে। এ ছাড়া ঘটনার আগে ও পরে আমরা সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ বোট মালিক সমিতিকে জাহাজে ডেকেছি এবং তাদের দেখিয়েছি যে ট্রলারগুলো যে জলসীমার বাহিরে চলে যায়। জেলেরা যাতে আমাদের জলসীমার বাইরে চলে না যান এ বিষয়ে সতর্ক করার জন্য বলা হয়েছে। এ ছাড়া আমরা এসব এলাকায় টহল বাড়িয়েছি।’</p>