<p>স্থানীয় ব্যবসায়ী ও জমির মালিকদের বাধার মুখে ভূমি অধিগ্রহণ সম্ভব হয়নি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায়। ফলে কাজ অসমাপ্ত রেখেই শেষ হয় প্রকল্প। পূর্বের দুই লেনে যান চলাচল করায় সারাদিন লেগে থাকে যানজট।</p> <p>সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকার সড়ক সরু হওয়ায় সবসময় যানজট লেগে থাকে। এছাড়া যত্রতত্র সিএনজি অটো রিকশার স্ট্যান্ড থাকায় যানজট আরো বেড়ে যায়। এতে তিন মিনিটের পথ যেতে ৩০ মিনিটেরও বেশি সময় লেগে যায়।</p> <p>স্থানীয়দের অভিযোগ, বাজারে মহাসড়কের মধ্যেই রয়েছে কমপক্ষে ৫টি সিএনজি অটো রিকশার স্ট্যান্ড। রাস্তায় গাড়ি থামিয়ে পণ্য যাত্রী ও পণ্য উঠা নামার কারণে যানজট আরো প্রকট আকার ধারণ করে। এ ছাড়া ফুটপাত দখল করে আছে ভাসমান দোকান। এসব কারণে সড়ক সরু হয়ে আছে। একসঙ্গে দুটি বাস আসা যাওয়াও করতে পারে না।</p> <p>বাগমারা বাজার এলাকার বাসিন্দা কাজী ইয়াকুব আলী নিমেল বলেন, ‘আমাদের এলাকায় চার লেনের কাজ শেষ না হওয়ায় বাগমারা বাজারে প্রায় সারাদিনই যানজট লেগে থাকে। বাসে পদুয়ার বাজার থেকে বাগমারা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার পথ আসতে সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগে। সেখানে শুধু বাগমারা বাজারের দেড় কিলোমিটার এলাকা পার হতে ৩০ থেকে ৪০ মিনিট সময় লেগে যায়।’</p> <p>বাগমারা বাজারের টাইলস ব্যবসায়ী নজরুল ইসলাম খোকন বলেন, চার লেনের মহাসড়কের গাড়ি দুই লেনে চললে বাগমারা বাজার এলাকায় কিছুটা যানজট হওয়া স্বাভাবিক। কিন্তু দুই লেনের সড়কটিতে সিএনজি-অটো রিকশা পার্কিং করে ৪/৫টি স্ট্যান্ড করায় স্থায়ীভাবে যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটিতে পুলিশের পক্ষ থেকে কোন ট্রাফিক ব্যবস্থা নেই। </p> <p>ব্যবসায়ীদের সংগঠন আইডাব্লিউএফ এর বাগমারা বাজার শাখার সভাপতি আবদুল ওয়াদুধ তালুকদার বলেন, ‘দিনব্যাপী যানজটের কারণে বাজারে ক্রেতাদের আসা যাওয়ায় সমস্যা হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের। যানজট এভাবে চলতে থাকলে ক্রেতারা অন্য বাজারমুখী হয়ে যেতে পারে। সে কারণে দ্রুতই যানজট নিরসন করে বাজারটিকে রক্ষা করতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’ </p> <p>কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সফিকুল ইসলাম ভুঁইয়া জানান, চার লেন প্রকল্পের আওতায় কাজ বন্ধ হয়ে যাওয়া তিনটি এলাকার মধ্যে বাগমারা বাজার একটি। এই এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও জমির মালিকদের বাধার মুখে পড়তে হয় সড়ক বিভাগকে। প্রকল্প চলমান থাকা অবস্থায় আপত্তি থাকায় সেখানে ভূমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি। তবে বাগমারা অংশের জটিলতা সমাধানের পথে। </p> <p>লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান মুরাদ বলেন, ‘আমি এই উপজেলায় নতুন এসেছি। এরমধ্যেই বাজারের ব্যবসায়ী নেতাদের সড়কে সিএনজি-অটো রিকশা পার্কিং বন্ধ করতে নির্দেশনা দিয়েছি। আশা করি শীঘ্রই যানজট কিছুটা হলেও কমবে।’ </p> <p>উল্লেখ্য কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার প্রকল্প শেষ হলেও ভূমি অধিগ্রহণে স্থানীয় লোকজনের বাঁধা ও ক্ষতিপূরণের টাকা নিয়ে মামলার কারণে লালমাই উপজেলার বাগমারা বাজার এলাকার ১.৬ কিলোমিটারসহ লালমাই ও লাকসাম উপজেলার মোট ৭.৯ কিলোমিটার অংশে দুই লেন রয়ে গেছে।<br />  </p>