<p>কেরানীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করেছে র‌্যাব-১০। এসময় মাইক্রোবাসের চালকসহ দুই মাদক কারবারিকে আটক বরে র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলেন- মো. কামরুল হাসান @ রবিন (২৯), মো. ফারাবী ইসলাম (২৫) ও গাড়িচালক মো. সেলিম মোল্লা (৩৫)।</p> <p>শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে র‍্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সিনিয়র সহকারী পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।</p> <p>তিনি বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি যে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাপুর বাজার এলাকা দিয়ে একদল মাদক কারবারি দীর্ঘদিন যাবৎ মাদক আদান-প্রদান করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বেশ কিছু দিন গোয়েন্দা নজরদারি করে বিষয়টি নিশ্চত হই। এরপর</p> <p>এই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর বাজার এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।</p> <p>সন্দেহজনক গাড়ি তল্লালি করার সময় একটি মাইক্রোবাসের ভেতর থেকে ৩৯৬ (তিন শ ছিয়ানব্বই) বোতল ফেনসিডিল দেখতে পায়। এ সময় র‌্যাব-১০ এর সদস্যরা মাদক বহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস জব্দ ও ৫টি মোবাইল ফোন এবং নগদ ১১ হাজার টাকা উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ টাকা হবে বলে জানায় র‌্যাব-১০।</p> <p>র‌্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা পেশাদার মাদক কারবারি বলে স্বীকার করেছে বলে জানায়। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলেও জানায় র‌্যাব।</p> <p>গতকাল শুক্রবার র‌্যাব-১০ এর সদস্য বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দিয়ে জব্দ ও উদ্ধার হওয়া মালামাল এবং আটক হওয়া আসামিদের হস্তান্তর করে।</p>