<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করা হয়েছে। কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই শোকজ করা হয়। একই সঙ্গে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চিঠির জবাব দিতে বলা হয়েছে। রাজধানীর হাতিরঝিল এলাকায় ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দীপ্ত টিভির কর্মী তানজিল জাহান তামিমকে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। তাঁদের মধ্যে ৩ নম্বর আসামি শেখ রবিউল আলম রবি।</span></span></span></span></p>