উদ্বোধনের আগেই হাসপাতালের ভবনে ফাটল

জামালপুর সংবাদদাতা
জামালপুর সংবাদদাতা
শেয়ার
উদ্বোধনের আগেই হাসপাতালের ভবনে ফাটল

জামালপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নবনির্মিত ল্যাবরেটরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ফাটলের স্থানে পুনরায় পলেস্তারা করে মেরামত করার চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সংশ্লিষ্টদের অভিযোগ, 'নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় এ ধরনের ফাটল দেখা দিয়েছে। ঠিকাদার আওয়ামী লীগের নেতা ছিলেন।

নির্মাণ কাজে দুর্নীতি করলেও কেও কোনো কথা বলেনি। এই সুযোগে তিনি নির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতি করেছেন।'

আরো পড়ুন
বাজার মূলধন বাড়ল ২ হাজার কোটি টাকা

বাজার মূলধন বাড়ল ২ হাজার কোটি টাকা

 

খোঁজ নিয়ে জানা গেছে, 'গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে ২০২২ সালের ৩০ জুন ছয়তলা বিশিষ্ট দুই ভবনের নির্মাণ কাজ শুরু হয়। এ বছরের ২৮ মার্চ ভবনটির নির্মাণকাজ শেষ হয়েছে।

ভবনটি নির্মাণের কাজ পেয়েছিল তমা কনস্ট্রাকশন অ্যান্ড কম্পানি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ওই মূল ঠিকাদারের কাছ থেকে নিয়ে কাজটি করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোহরাব হোসেন। ভবনটির নির্মাণ করতে ব্যয় হয় ৪ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার টাকা। আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো ভবনটি বুঝে নেয়নি।
'

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, 'হাসপাতালের মূল ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় ওই ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের আগেই এক্স-রে, ইকো কার্ডিওগ্রাম, এন্ডোস্কোপি, ইসিজিসহ নিরীক্ষা পরীক্ষার মেশিন স্থানান্তর করা হয়েছে। সেখানে অস্থায়ীভাবে ওই সব কার্যক্রম চলছে। তবে নবনির্মিত ভবনের ভেতর ও বাইরের দেয়ালের বিভিন্ন জায়গায় ছোট বড় ফাটল দেখা দিয়েছিল সেগুলো পুনরায় মেরামত করার চেষ্টা চলছে।'

সরজমিনে গিয়ে দেখা যায়, 'জামালপুর জেনারেল হাসপাতালের মূল ভবনের পশ্চিম পাশে ল্যাবরেটরি কাম ল্যাব স্টোরের দ্বিতীয় তলা ভবন। ভবনের বাহির ও ভেতরের প্রায় শতাধিক স্থানে ফাটল রয়েছে।

ফাটল ধরা দেয়ালে পুনরায় পলেস্তারা করা হয়েছে।'

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা কক্ষের কর্মচারীরা বলছেন, 'ভবন নির্মাণ কাজ শুরু হওয়ার প্রথম থেকেই কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় দুইতলা বিল্ডিংয়ের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। নতুন বিল্ডিংয়ের দুই-এক জায়গায় সামান্য পরিমাণের ফাটল ধরতে পারে। তবে এ বিল্ডিংয়ের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরেছিল সেগুলো পুনরায় পলেস্তারা করে মেরামত করেছে।'

আরো পড়ুন
নভেম্বরজুড়ে থাকছে রিটার্ন দাখিলের সুযোগ

নভেম্বরজুড়ে থাকছে রিটার্ন দাখিলের সুযোগ

 

জামালপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন, 'বিল্ডিং নির্মাণের প্রথম থেকেই কাজে অনিয়ম দুর্নীতি হয়েছে। এ জন্যই বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল ধরেছে। সেই সময় কাজে অনিয়ম দুর্নীতি করলেও কেউ কোনো প্রতিবাদ করেনি। সেই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতা ঠিকাদার থাকায় কেউ কোনো কথা বলেনি। ফাটল ধরা স্থান মেরামত করলেও আবার ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। নির্মাণ কাজে যে অনিয়ম ও দুর্নীতি করা হয়েছে তা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।'

ভবনটির নির্মাণকাজ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সোহরাব হোসেন। তিনি পলাতক রয়েছেন। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।

আরো পড়ুন
হাসিনা সরকার: সব খাতের হিসাবেই ব্যাপক গড়মিল

হাসিনা সরকার: সব খাতের হিসাবেই ব্যাপক গড়মিল

 

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, 'ভবনটি আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে নেওয়ার আগেই রোগ নির্ণয় করার মেশিন ওই ভবনে হস্তান্তর করা হয়েছে। তাই ভবনেই চলছে পরীক্ষা-নিরীক্ষা। এর মধ্যে ওই ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়। পরে মেরামত করছে।‘

এ বিষয়ে জামালপুরের গণপূর্তের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনের অফিসে কয়েকবার গেলেও তাঁকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

মন্তব্য

সম্পর্কিত খবর

চরভদ্রাসনে ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
চরভদ্রাসনে ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর চরভদ্রাসনের পদ্মা নদীতে অভিযানে প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। অভিযানে জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

 

আরো পড়ুন
পকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

পকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

 

জানা যায়, ১ নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সে.মি. এর কম ইলিশ আহরণ, পরিবহন, ক্রয় ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। জাটকা ধরা ঠেকাতে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পদ্মানদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য অফিস। এ সময় প্রায় ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, ‘জাটকা ইলিশ ধরার নিষেধাজ্ঞা চলছে।

এ উপলক্ষে পদ্মানদীতে অভিযান চালানো হয়েছে।’

মন্তব্য

মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১, আটক ৩

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১, আটক ৩

নরসিংদীর শিবপুরে চতুর্থ শ্রেণির মাদরাসাপড়ুয়া এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে নারায়ণ চন্দ্র পাল (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে তার মেয়ের শ্বশুরবাড়ি কুমিল্লার বুড়িচং থানার কংশনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার টান কোন্দারপাড়া এলাকায় আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই মাদরাসাছাত্রী।

ঘটনার পরদিন বুধবার (৯ এপ্রিল) বিকেলে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে এ বিষয়ে শিবপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

আরো পড়ুন
নামাজরত নারীর গলায় ছুরি ধরে ডাকাতির অভিযোগ

নামাজরত নারীর গলায় ছুরি ধরে ডাকাতির অভিযোগ

 

জানা যায়, ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে অভিযুক্ত নারায়ণের বাড়ি ভাঙচুর ও পরবর্তীতে বৃহস্পতিবার রাতে অগ্নিসংযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে অভিযুক্ত নারায়ণ পালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম।

তিনি জানান, ঘটনার পর থেকে কুমিল্লায় আত্মগোপনে ছিলেন নারায়ণ।

ধর্ষণের শিকার শিক্ষার্থীর পরিবার ও পুলিশ জানায়, ধর্ষণের শিকার ছাত্রী নিজ এলাকায় একটি মহিলা মাদরাসায় আবাসিক হোস্টেলে থেকে পড়াশুনা করত। ঈদের ছুটিতে নিজবাড়িতে অবস্থান করছিল সে। অভিযুক্ত নারায়ণ চন্দ্র পাল ওই শিক্ষার্থীর বাবার সমবয়সী ও প্রতিবেশী।

আরো পড়ুন
ভ্রূণ প্রতিস্থাপনে ভুল, অস্ট্রেলিয়ায় এক নারীর গর্ভে জন্ম নিল অন্যের সন্তান

ভ্রূণ প্রতিস্থাপনে ভুল, অস্ট্রেলিয়ায় এক নারীর গর্ভে জন্ম নিল অন্যের সন্তান

 

গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে জনৈক লিপু মিয়ার আম গাছ তলায় আম কুড়াতে যায় ওই ছাত্রী। ওই সময় নারায়ণ ধান ক্ষেতে কাজ করছিলেন। এ সময় তিনি ওই ছাত্রীকে ডেকে নিজের কাছে নিয়ে আসেন। পরে জোরপূর্বক ধানক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকারে তার দুই চাচি এগিয়ে গেলে নারায়ণ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন ও পরবর্তীতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

এ ঘটনায় গত মঙ্গলবার রাতেই ওই শিক্ষার্থীটিকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন বিকেলেই ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নারায়ণ চন্দ্র পালের মেয়ের শ্বশুরবাড়ি কুমিল্লার বুড়িচং থানার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র‌্যাব-১১ নরসিংদী ক্যাম্পের সদস্যরা।

শিবপুর মডেল থানার ওসি মো. আফজাল হোসাইন বলেন, ‘অভিযুক্ত নারায়ণ চন্দ্র পাল পেশায় মাটির তৈজসপত্র তৈরি করে বিক্রি ও কৃষি কাজ করেন। ঘটনার পর থেকে পলাতক ছিলেন নারায়ণ। এদিকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেন স্থানীয়রা। এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী ছাত্রীটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মন্তব্য
পীরগঞ্জ

পকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শেয়ার
পকুর থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

রংপুরের পীরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এনায়েতপুরের (দক্ষিনপাড়া) জনৈক মিজানুর রহমানের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যাক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ওই অজ্ঞাত ব্যাক্তিকে মজিবর রহমানের ছেলে পুকুরে নামতে দেখেন।

পুকুর দেখা শোনার দায়িত্বে নিয়োজিত আবুল হোসেন (৭০) নিষেধ করলেও তিনি ওই পুকুরে নেমে পড়েন। এক পর্যায়ে পানির নিচে তলিয়ে যান। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা পুকুরে নেমে প্রায় ঘণ্টা খানিক পর লাশের সন্ধান পান। পরে থানায় জানালে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

আরো পড়ুন
পুলিশের লোগো থেকে বাদ ‘নৌকা’, আরো যেসব পরিবর্তন

পুলিশের লোগো থেকে বাদ ‘নৌকা’, আরো যেসব পরিবর্তন

 

প্রত্যক্ষদর্শী লাবলু মিয়া জানান, 'আবুল হোসেন আমাদের জানালে আমরা পুকুরে নেমে অনেক খোঁজার পর পুকুরের মাঝখানে লাশটি পাই।'

পুকুরের তত্ত্বাধায়ক আবুল হোসেন বলেন, 'ভোরে ওই ব্যাক্তিকে পুকুরে নামতে দেখে আমি বারবার মানা করি, তবুও তিনি আমার কথা শোনে নাই। এক পর্যায়ে পানিতে তলিয়ে যেতে দেখে আমি পাড়ার লোকজনকে জানাই।'

পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, 'সকালে ফোনে জনাতে পেরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করতে সিআইডির সহায়তা নেওয়া হচ্ছে। পরে পরিচয় নিশ্চিত করা হবে।'

মন্তব্য
ঝিনাইদহ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
শেয়ার
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) সকালে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষ্ণুপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য ও বিএনপি নেতা কপিল বিশ্বাসের সঙ্গে আরেক বিএনপি নেতা রইচ উদ্দিনের সমর্থকদের বিরোধ চলে আসছিল।

এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর ও দোকানপাট। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান কালের কণ্ঠকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ