<p>ঝিনাইদহের শৈলকুপায় কুমার নদের জমি দখল করে পুকুর খনন ও ইটভাটা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্লার বিরুদ্ধে। প্রভাবশালী হওয়ায় স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এদিকে নদের পানি প্রবাহ বাঁধাগ্রস্ত করে পুকুর খনন ও ইটভাটা নির্মাণ করায় বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের সমস্যা হয়। সামান্য বৃষ্টি হলেই ইটভাটার আশপাশের এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। নদটি দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।</p> <p>জানা যায়, ঝিনাইহের শৈলকুপা উপজেলার ওপর দিয়ে বয়ে গেছে এক সময়ের খরস্রোতা নদ কুমার। উপজেলার মহেশপুর গাড়াখোলা গ্রামে কুমার নদের অন্তত ৩০ বিঘা জমি দখল করে ইটভাটা নির্মাণ ও মাছ চাষের জন্য কয়েকটি পুকুর খনন করেছের যুবলীগ নেতা শামীম হোসেন মোল্লা।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আবু সাঈদ, যা বললেন তার ছোটবোন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728982542-5578fd9a3f2e9272c6a41f0e3a254f6e.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ আবু সাঈদ, যা বললেন তার ছোটবোন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435367" target="_blank"> </a></div> </div> <p>স্থানীয়রা জানায়, দুই দশক আগে নদের পাড় বালু দিয়ে ভরাট করে সেখানে ইটভাটা নির্মাণ করে যুবলীগ নেতা শামীম হোসেন মোল্লা। ইটভাটার পাশে নদের কয়েকটি পুকুর খনন করে সেখানে মাছ চাষ করছেন তিনি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টরা তদন্ত করলেও রহস্যজনকভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।</p> <p>সরেজমিন গিয়ে দেখা যায়, গাড়াগঞ্জ সেতুর পশ্চিম পাশে মহেশপুর গাড়াখোলা গ্রামে কুমার নদের জমির ওপর নির্মাণ করা হয়েছে শীলা ব্রিকস নামের একটি ইটভাটা। ইটভাটার সামনে নদের জমিতেই ৫টি পুকুর খনন করে মাছ চাষ করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সদরপুরে অবৈধ ড্রেজার জব্দ, ৩ মাসের জেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728982803-9efcbf6c8c0e4c84cbe6803adf2499a1.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সদরপুরে অবৈধ ড্রেজার জব্দ, ৩ মাসের জেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435369" target="_blank"> </a></div> </div> <p>জানা গেছে, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বেপরোয়া হয়ে ওঠেন শামীম হোসেন মোল্লা। ২০১২ সালে উপজেলা যুবলীগের সভাপতি পদ বাগিয়ে নেন তিনি। এরপর দখল, চাঁদাবাজি, টেণ্ডারবাজিসহ নানা অপকর্ম করতে থাকেন। শৈলকুপার প্রাণ হিসেবে খ্যাত কুমার নদের জমি পর্যন্তও দখলে নিয়েছেন তিনি। গত দেড়যুগে অপকর্মের মাধ্যমে তিনি কামিয়েছেন শত শত কোটি টাকা।</p> <p>মহেশপুর গ্রামের বাসিন্দা ইকবাল হোসেন বলেন, ‘শামীম মোল্লা নদীর জমি দখল করে ইটভাটা করেছে। বছরের পর বছর ধরে নদীর জায়গায় পুকুর কেটে মাছ চাষ করছে। কয়েক মাস আগে উপজেলা প্রশাসন এ নিয় তদন্ত করলেও তা আলোর মুখ দেখেনি।’</p> <p>আরেক বাসিন্দা গোলাম নবী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সময় শামীম মোল্লা দখলের মহারাজ হয়ে উঠেছিল। তার হাত থেকে রক্ষ পায়নি আমাদের শৈলকুপার ঐতিহ্য কুমার নদ। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে টিকিয়ে রেখেছে তার দখলদারিত্ব। তাই অনতিবিলম্বে নদের জমিতে থাকা সব স্থাপনা উচ্ছেদ করার দাবি জানাচ্ছি।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর কারাগারে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728981434-1f9ffafcc4c0bbc70331f044b842b7fc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর কারাগারে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Court/2024/10/15/1435363" target="_blank"> </a></div> </div> <p>ঝিনাইদহ পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করে ইটভাটাসহ ওই জায়গায় যে স্থাপনাগুলো আসে সেগুলো উচ্ছেদের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়াও জেলার সব নদ-নদী ও খালবিল দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’</p> <p>ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নদ-নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ। নদ-নদীর জায়গা দখল করে যারা বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’</p>