<p>কক্সবাজার থেকে ছেড়ে আসা ঈদ স্পেশাল-১০ ট্রেনের ধাক্কায় আহত হাতিটি মারা গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৫ টার দিকে চকরিয়ার ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। </p> <p>এর আগে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রামের চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় ঈদ স্পেশার-১০ ট্রেনের ধাক্কায় হাতিটি গুরুতর আহত হয়। পরদিন সোমবার ভোরে হাতিটিকে দেখে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে মঙ্গলবার সকালে হাতিটিকে ডুলাহাজরা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে নেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কক্সবাজার সৈকতে আবারও ভেসে এল মরা পরপইস" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/13/1728826144-af6e6b693ed51557729e654e34b27ab5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কক্সবাজার সৈকতে আবারও ভেসে এল মরা পরপইস</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/13/1434754" target="_blank"> </a></div> </div> <p>হাতিটি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের বন্য প্রাণী চিকিৎসক ও গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যসচিব হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন।<br />  <br /> তিনি কালের কণ্ঠকে বলেন, হাতিটিকে পার্কে আনার আগেই অনেকটাই চলনশক্তিহীন অবস্থায় ছিল। এক পা সম্পূর্ণ বিকল হয়ে পড়াসহ অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই হাতিটিকে বাঁচানো যায়নি। যদিওবা দুর্ঘটনার পর পরই পার্ক থেকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক হাতিটির উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়।</p> <p>মেডিক্যাল বোর্ডের প্রধান মো. ফরহাদ হোসেন বলেন, হাতিটি ডান পা, পিঠ ও মাথায় প্রচণ্ড আঘাত পায়। প্রচুর রক্তক্ষরণের কারণে হাতিটিকে বাঁচানো যায়নি। যদিও মেডিক্যাল বোর্ড অনেক চেষ্টা করেছিল হাতিটিকে সুস্থ করে তুলতে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামে পূজামণ্ডপে সংগীত বিতর্ক, দুই আসামির জামিন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728988901-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামে পূজামণ্ডপে সংগীত বিতর্ক, দুই আসামির জামিন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435396" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে চুনতি এলিফ্যান্ট ওভারপাসের উত্তর পাশে ট্রেনের ধাক্কায় হাতিটি গুরুতর আহত হয়। পরদিন সোমবার ভোরে হাতিটিকে আহত অবস্থায় দেখতে পেয়ে সেখানে ছুটে যান বন্যপ্রাণী অভয়ারণ্য কর্মকর্তা, বনবিভাগের লোকজন। ডাক পড়ে সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালের চিকিৎসকের।<br />  <br /> সূত্র আরো জানায়, দুর্ঘটনার পর হাতিটিকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় মঙ্গলবার সকালে রেলওয়ের একটি রিলিফ ট্রেনের মাধ্যমে চকরিয়ার মালুমঘাট স্টেশনে নেওয়া হয়। সেখান থেকে সকাল ৯টার দিকে ট্রাকে করে সাফারি পার্কের বন্য প্রাণী হাসপাতালের কোয়ারেন্টাইন শেডে নেওয়া হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জাতীয় পার্টির বক্তব্যের প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1729002081-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জাতীয় পার্টির বক্তব্যের প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/10/15/1435462" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> চুনতি বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, একসঙ্গে থাকা ছয়টি হাতির একটি দল রবিবার সন্ধ্যা থেকে বন্যপ্রাণী অভয়ারণ্যে বিচরণ করতে দেখা যায়। কিন্তু অপ্রাপ্ত বয়স্ক মাদী হাতিটি দলছুট হয়ে যায়। এর পর রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে কক্সবাজার থেকে ছেড়ে আসা ট্রেনটি পেছন থেকে হাতিটিকে ধাক্কা দেয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন শিক্ষার্থীর ৮ শিক্ষক, তবুও সবাই অকৃতকার্য!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1729004556-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন শিক্ষার্থীর ৮ শিক্ষক, তবুও সবাই অকৃতকার্য!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435467" target="_blank"> </a></div> </div> <p>হাতিটির চিকিৎসায় চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে দেন চট্টগ্রাম বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রফিকুল ইসলাম চৌধুরী। এতে প্রধান করা হয় চট্টগ্রাম অ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক্সের প্রধান ডা. মো. ফরহাদ হোসেনকে।</p>