<p style="text-align:justify">জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদলের কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে মোটরসাইকেল। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">এ ঘটনায় গুরুতর আহত দুজনকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল থেকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।</p> <p style="text-align:justify">জানা যায়, গতকাল সোমবার মধ্যে রাতে যুবদলের কর্মী ডিপন হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। রাতেই তাকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়। গুরতর আহত ডিপনের শরীরে ৩২টি সেলাই পড়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="তিন শিক্ষার্থীর ৮ শিক্ষক, তবুও সবাই অকৃতকার্য!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1729004556-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>তিন শিক্ষার্থীর ৮ শিক্ষক, তবুও সবাই অকৃতকার্য!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/15/1435467" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">এ ঘটনা থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের গ্রুপের লোকজন হামলা করেছে অভিযোগ তুলে থানা বিএনপির সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রধান শিক্ষক আঃ গফুর মণ্ডলের অনুসারীরা বিকালে প্রতিবাদ মিছিলের আয়োজন করে।</p> <p style="text-align:justify">পাঁচবিবি থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমকে মুঠোফোন এ বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে জানান।</p> <p style="text-align:justify">পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি আঃ গফুর মন্ডল বলেন, ডালিম গ্রুপের লোকজন অতর্কিতভাবে আমাদের একজন কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে, সে এখন মরণাপন্ন  অবস্থায় রয়েছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদে মিছিল করতে চাইলে তারা বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তিনি সংঘর্ষে জড়াননি বলে জানান।</p> <p style="text-align:justify">পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কাওসার আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ, সেনাবাহিনী ও সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। পরিবেশ শান্ত আছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে। <br />  </p>