<p>বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ডাকাতের কবলে পড়ে মিয়ানমার আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৬ বাংলাদেশি জেলাকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।</p> <p>সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার মিয়ানমার আরাকান আর্মি নাফ নদী দিয়ে জেলেদের বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) কাছে হস্তান্তর করে। টেকনাফ বিজিবি-২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হাথুরুসিংহেকে বিদায়ের গুঞ্জন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728982771-00fbdf95903642e082a1c09083ed95a8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হাথুরুসিংহেকে বিদায়ের গুঞ্জন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/15/1435368" target="_blank"> </a></div> </div> <p>মঙ্গলবার দুপুরে টেকনাফস্থ বিজিবি-২ হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে কক্সবাজারের নুনিয়ারছড়া ফিশারি ঘাট হতে ১৬ জন জেলে একটি ট্রলারযোগে গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়।</p> <p>তিনি বলেন,  গত ৫ অক্টোবর সন্ধ্যায় ৩টি ট্রলারে করে অজ্ঞাত সন্ত্রাসী সেই জেলেদের ওপর আক্রমণ করে মারধর করে তাদেরকে ট্রলারে  আটক করে রাখে। গত ৭ অক্টোবর ভোরে সন্ত্রাসীদল জেলেদেরকে বঙ্গোপসাগরের মিয়ানমার অংশে একটি চরে ছেড়ে দেয়। পরে জেলেরা মিয়ানমারের বেসামরিক জনগণের মাধ্যমে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং তাদের কাছে আত্মসমর্পণ করে। জেলেরা প্রায় ৬ দিন আরাকান আর্মির হেফাজতে থাকার পর গত ১৩ অক্টোবর তাদের আটকের বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেখ হাসিনা দেশকে গণকবরে পরিণত করেছেন : রিজভী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/15/1728982007-1f9ffafcc4c0bbc70331f044b842b7fc.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেখ হাসিনা দেশকে গণকবরে পরিণত করেছেন : রিজভী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/15/1435364" target="_blank"> </a></div> </div> <p>সোমবার (১৪ অক্টোবর) এ পরিপ্রেক্ষিতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) মিয়ানমার আরাকান আর্মির সাথে যোগাযোগের মাধ্যমে সন্ধ্যায় নাফ নদী দিয়ে ১৬ জন জেলেকে বাংলাদেশে ফেরত আনে।</p> <p>ফিরে আসা বাংলাদেশি নাগরিকরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার তুরিঙ্গাকাটা প্রামের মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (২৭), কক্সবাজার সদরের মৃত কেফায়েত উল্লাহর ছেলে আব্দুল হাফেজ (২৮), মৃত হাবিবুর রহমানের ছেলে আজিজুর রহমান (৪৫), মৃত অলি আহমদের ছেলে আবু হেনা (৪০), মৃত ঠান্ডু মিয়ার ছেলে আলী (৪০), মোস্তাকের ছেলে আরাফাত (৩০). তোফাজ্জলের ছেলে মো. হেলাল (২৮), মৃত নূর মোহাম্মদের ছেলে আমান উল্লাহ (৫০), মো. ওয়ারেজের ছেলে নবী হোসেন (২৮), মৃত মুকবুল আহমেদের ছেলে মো. সলিমুল্লাহ (৪৫), মৃত আমির হোসেনের ছেলে মো. ইউনুস (৫২), মোহাম্মদের ছেলে মো. সাগর (২২), আলী আকবরের ছেলে মো. সেলিম (২৮), মোস্তাক আহমদের ছেলে দিল মোহাম্মদ (২৭) এবং মৃত মুরুরুল হোসেনের ছেলে রহিম উল্লাহ (৫২) ও মো. জয়নাল (৫৫)।</p>