<p style="text-align:justify">এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে সর্বকনিষ্ঠ ডেলিগেট হিসেবে রেকর্ড গড়েছেন শেজাদ আকবর সোবহান। গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত ড্রাফটে তিনি রংপুর রাইডার্সের ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন।</p> <p style="text-align:justify">প্রথমবারের মতো সর্বকনিষ্ঠ ডেলিগেট হয়ে রেকর্ড করে কালের কণ্ঠের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করেন শেজাদ। তিনি বলেন, ‘জুনিয়র হিসেবে প্রথমবার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে অংশ নিয়ে খুব ভালো লাগছে। আমাদের প্লেয়ারদের নির্বাচন নিয়ে আমি খুব সন্তুষ্ট। আমরা খুব ভালো দল গঠন করেছি, এবং খেলোয়াড়দের মধ্যে ভালো বোঝাপড়া হবে বলে আশা করছি। আমি বিশ্বাস করি, আমরা অনেক ভালো করব।’</p> <p style="text-align:justify">শেজাদ আকবর সোবহান আরও বলেন, ‘আমাদের দলের উপর হয়তো অনেক প্রেশার থাকবে, তবে আমরা দলকে ভালো করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। মাঠে কী হবে, তা দেখতে মুখিয়ে আছি।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘আমরা সোহান এবং মেহেদীকে রিটেইন করেছি, তারা গত কয়েক বছর ধরে খুব ভালো খেলছে।’</p> <p style="text-align:justify">রংপুর রাইডার্স:</p> <p style="text-align:justify">দেশি খেলোয়াড়: নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।</p> <p style="text-align:justify">বিদেশি খেলোয়াড়: অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।</p>