<p style="text-align:justify">ফরিদপুরের সালথায় গভীররাতে অগ্নিকাণ্ডে একটি খামারসহ ১৭টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন ছাগলের খামারি। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁন্দাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে খামারের মালিক  চান্দাখোলা গ্রামের বাসিন্দা রিপন মোল্যা কালের কণ্ঠকে বলেন, সন্ধ্যায় খামারে থাকা ছাগলগুলোকে খাবার দিয়ে ঘরের দরজা বন্ধ করে তালা মেরে দিয়ে আমরা ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত ২টার দিকে ছাগলগুলোর চিৎকারে ঘুম থেকে উঠে এসে দেখি খামারটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় ছাগলগুলো বের করার পরিস্থিতি ছিল না। </p> <p style="text-align:justify">তিনি আরো বলেন, চোখের সামনে আমার খামারের ১৭টি তরতাজা ছাগল পুড়ে গেল, আমি কিছু করতে পারলাম না। আমি গরীব মানুষ, সারাজীবন কষ্ট করে ছাগলের খামারটি করেছিলাম। তাও আজকে পুড়ে গেল। এখন কীভাবে আমি এই ক্ষতি পোষাবো। আমার ধারণা শত্রুতা করে কেউ আমার খামারে আগুন দিয়েছে। আমি এর সঠিক তদন্ত চাই।</p> <p style="text-align:justify">সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। মর্মান্তিক একটা ঘটনা। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।</p>