<p>নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে চারটি কারখানার গ্যাস ও বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। রবিবার (২০ অক্টোবর)  অবৈধভাবে পরিচালনা ও পরিবেশদূষণ করার দায়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। </p> <p>অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. আল মামুন। এ সময় জেলা পুলিশ, বিদ্যুৎ ও তিতাস গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকারী টিম এবং পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম উপস্থিত ছিল। অভিযানে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ উপস্থিত ছিলেন।</p> <p>চারটি কারখানা হলো- কুতুবআইল এলাকার মেসার্স হোসেন টেক্সটাইল মিলস, দেলপাড়া এলাকার মো. সারোয়ার আলম রাবিবের ইট ক্রাসিং কারখানা, একই এলাকার মো. ফারুখ হোসেন খোকনের ইট ক্রাসিং কারখানা ও মো. আজহার উদ্দিন শেখের ইট ক্রাসিং কারখানা। </p> <p>পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ এইচ এম রাসেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির বলা হয়েছে, কুতুবআইল এলাকায় অবস্থিত মেসার্স হোসেন টেক্সটাইল মিলস নামক কারখানাটি দীর্ঘদিন ধরে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং দূষণ নিয়ন্ত্রণে তরল বর্জ্য পরিশোধনাগার বা ইটিপি অকার্যকর রেখে কারখানার উৎপাদন করে আসছে। এ ছাড়া অন্য তিনটি কারখানা পরিবেশগত ছাড়পত্র ব্যতীত অবৈধভাবে আবাসিক এলাকায় ইট ও পাথর ক্রাসিং করে পরিবেশ দূষণ করছে।</p> <p>ইতিপূর্বে কারখানাগুলোকে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখা থেকে ক্ষতিপূরণ ধার্য এবং কারখানার কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করা হলেও তা না মেনে পরিবেশ দূষিত করছিল। বিভিন্ন দূষণকারী কারখানার অব্যাহত দূষণ স্থায়ীভাবে বন্ধ করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কারখানাটির সেবা সংযোগ বিচ্ছিন্ন করার জন্য পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় থেকে প্রস্তাব পাঠানো হলে মহাপরিচালক পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্নের প্রস্তাব অনুমোদন প্রদান করেন।</p>