<p>বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে হত্যা, গুম, মিথ্যা মামলা ও সন্ত্রাস কায়েম করে এ দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এবার আল্লাহর গজব এদের ওপর পড়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় বসার পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনা আর সফল হবে না। বিএনপি সংগ্রাম চালিয়ে নাগরিকদের সচেতন করেছে। </p> <p>তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। দেশের সব ক্রান্তিকালে ও দেশ গড়ার কাজে যুবদলের ভূমিকা প্রশংসনীয়। প্রত্যেকটি নেতা-কর্মীকে সচেতন থাকতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, প্রকৌশলী বরখাস্ত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/27/1730022829-d6d55a82f7452d28747769bddd786a39.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কমলাপুর স্টেশনের স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’, প্রকৌশলী বরখাস্ত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/dhaka/2024/10/27/1439708" target="_blank"> </a></div> </div> <p>রবিবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।</p> <p>প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রি ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729946775-11f1c7b81f501a9b079a2fb47d0d0494.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বিএনপির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/26/1439388" target="_blank"> </a></div> </div> <p>উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোসলেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. জাকির হোসেন ইমরান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী নাফিজ।</p>