<p style="text-align:justify">প্রথমবারের মতো উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক ভিডিও বার্তায় এই নির্দেশ দিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এই সতর্কবার্তা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এই নতুন উত্তেজনার আরেকটি স্তর হিসেবে দেখা হচ্ছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। </p> <p style="text-align:justify">প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েল সীমান্তের ৩ থেকে ২২ কিলোমিটার ভেতর পর্যন্ত ২৫টি বসতি অঞ্চলের প্রায় ২ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন এই কায়দায় সতর্কবার্তা পাঠিয়ে গাজা ও লেবাননসহ প্রতিবেশি দেশগুলোতে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার একই পদ্ধতি ব্যবহার করছে হিজবুল্লাহ।  </p> <p style="text-align:justify">গত বছরের ৭ অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরাইলে হামলা চালাচ্ছে ইরানপন্থি গোষ্ঠীটি। হিজবুল্লাহর আক্রমণের ভয়ে ইসরাইলের উত্তর সীমান্ত থেকে কমপক্ষে ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।</p> <p style="text-align:justify">গত শুক্রবার হিজবুল্লাহ বলেছে, ২৪ ঘন্টা সময়ের মধ্যে ৪৮টি অপারেশনসহ ইসরাইলি সামরিক বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক অভিযান পরিচালনা করেছে তারা।  গত সপ্তাহে উত্তর ইসরাইলে রকেট এবং ড্রোন আক্রমণও করেছে গোষ্ঠীটি।</p> <p style="text-align:justify">এদিকে ইসরায়েল জানিয়েছে গত ৪৮ ঘণ্টায় তাদের অন্তত ১০ সেনা নিহত হয়েছে। বর্তমানে দক্ষিণ লেবাননে এবং এর আশেপাশে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘাত চলছে। </p>