<p style="text-align:justify">চট্টগ্রামের ফটিকছড়িতে অটোরিকশা (সিএনজি) সমিতির চাঁদা আদায়কে কেন্দ্র করে জামায়েত সমর্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বিএনপির দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ফটিকছড়ি উপজেলা সদর বাস স্টেশনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। তাছাড়া এ ঘটনায় চট্টগ্রাম -খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে দীর্ঘ ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।</p> <p style="text-align:justify">জানা যায়, ফটিকছড়ি বাস স্টেশনে অটোরিকশা (সিএনজি) সমিতির এক লাইনম্যান সমিতির নামে অটোরিকশা প্রতি ১০ টাকা হারে চাঁদা আদায় করছিল। সন্ধ্যায় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন চাঁদা আদায়ের অপরাধে ওই লাইনম্যানকে ধরে পুলিশে দোপার্দ করে। পরে জামায়েত সমর্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও জামায়েতের অঙ্গসংগঠনের কয়েকজন থানা থেকে লাইনম্যানকে ছাড়িয়ে আনে। এ ঘটনায় উভয় পক্ষ সন্ধ্যায় বাস স্টেশনে চত্বরে সংঘর্ষে লিপ্ত হয়। </p> <p style="text-align:justify">খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন ও ফটিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর আহমদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও সড়কে যান চলাচল স্বাভাবিক করেন। </p>