<p>রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাজ্জাদ হোসেন হত্যা মামলায় রংপুরের গঙ্গাচড়া সদর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।</p> <p>বুধবার (৬ নভেম্বর) সকালে সদর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাজহারুল ইসলাম লেবু সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730884648-c902dbdd1fcb4af3350e3d618b0a6fec.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>৫০ শতাংশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে : হাছান মাহমুদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/06/1443441" target="_blank"> </a></div> </div> <p>গ্রেপ্তারের পর লেবুকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গঙ্গাচড়া মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক ডেভিড হিমাদ্রী বর্মা এসব তথ্য নিশ্চিত করেছেন।</p> <p>গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজার সংলগ্ন রাজা রামমোহন মার্কেটের সামনে গুলিতে নিহত হন সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন। এ ঘটনায় গত ২১ আগস্ট সাজ্জাদ হোসেনের স্ত্রী জিতু বেগম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর বোন শেখ রেহানা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মোহাম্মদ এ আরাফাত, সাংবাদিক সুভাষ সিংহ রায়, নাইমুল ইসলাম খান, অপু উকিল, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু ও গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনসহ ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়।</p>