<p>ওয়াংখেড়ে টেস্টে নায়ক হতে হতেও পারেননি ঋষভ পন্ত। তবে ঠিকই জোড়া ফিফটির মূল্য পেয়েছেন বাঁহাতি ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ২৫ রানে হারলে উভয় ইনিংসে ফিফটি করায় র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তার।</p> <p>আইসিসির সাপ্তাহিক হালনাগাদে আজ ব্যাটারদের তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন পন্ত। প্রথম ইনিংসের ৬০ রানের বিপরীতে দ্বিতীয় ইনিংসে ৬৪ রান করায় ৫ ধাপ উন্নতি হয়ে তার। ৭৫০ রেটিং নিয়ে বর্তমানে ৬ নম্বরে তিনি। একই টেস্টে ৮২ ও ২১ রানের ইনিংস খেলে শীর্ষ দশে জায়গা পেয়েছেন ড্যারিল মিচেল। ৮ ধাপ উন্নতি হওয়া নিউজিল্যান্ডের ব্যাটার আছেন পন্তের ঠিক পরেই স্থানে, ৭ নম্বরে।</p> <p>পন্ত-মিচেলকে জায়গা দিতে দুই ধাপ করে অবনতি হয়েছে যথাক্রমে উসমান খাজা, সৌদ শাকিল, মারনাস লাবুশানে ও কামিন্দু মেন্ডিস। অবনতি হয়েছে ছন্দে না থাকা রোহিত শর্মা - বিরাট কোহলিরও। ৮ ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে যাওয়া কোহলির বিপরীতে ২ ধাপ পেছানো রোহিত আছেন ২৬ নম্বরে। অন্যদিকে যশস্বী জয়সোয়ালের (৪) এক ধাপ অবনতি হওয়ায় শীর্ষ তিনে উঠেছেন হ্যারি ব্রুক (৩ নম্বর)। বাংলাদেশের বিপক্ষে ১৭৭ রানে দুর্দান্ত এক ইনিংস খেলে সপ্তাহের সবচেয়ে বড় লাফ দিয়েছেন টনি ডি জর্জি। দক্ষিণ আফ্রিকার বাঁহাতি ব্যাটার ৩২ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে আছেন। ৯০৩ রেটিং নিয়ে যথারীতি শীর্ষে আছেন জো রুট।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মোস্তাফিজে কাঁপছে আফগানরা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730892929-e6f68710643ae36496c7aed2b8c9b732.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মোস্তাফিজে কাঁপছে আফগানরা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/06/1443479" target="_blank"> </a></div> </div> <p>বোলিংয়ে ওয়াংখেড়ে টেস্টের দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়া রবীন্দ্র জাদেজা ২ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠেছেন। তবে তার সতীর্থ রবীচন্দ্রন অশ্বিনের এক ধাপ অবনতি হওয়ায় ৪ নম্বরে উঠেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। শীর্ষ তিনে যথারীতি কাগিসো রাবাদা (১), জশ হ্যাজলউড (২) ও জাসপ্রিত বুমরাহ (৩)।</p> <p>অন্যদিকে জাদেজার মতোই একই টেস্টে উভয় ইনিংসেই ৫ টি করে উইকেট নেওয়া ম্যাচসেরা এজাজ প্যাটেলের (১১) উন্নতি হয়েছে ১২ ধাপ। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার বর্তমানে ২২ নম্বরে। আর বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস (২ ও ৫) মিলিয়ে ৭ উইকেট নেওয়া কেশব মহারাজ ৪ এগিয়ে ১৯ নম্বরে জায়গা করে নিয়েছেন।</p> <p>অন্যদিকে ওয়ানডেতে ক্যারিয়ারের ১৭ তম সেঞ্চুরি করে ৫ ধাপ এগিয়ে সীমিত সংস্করণটির তালিকায় ১২ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ। ৮২২ রেটিং নিয়ে শীর্ষে আছেন বাবর আজম। শীর্ষ দশে কোনো পরিবর্তন নেই। বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়েছেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। ৬৫৫ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পার সঙ্গে যৌথভাবে ৪ নম্বরে তিনি। শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। ৬৭৪ রেটিংয়ে চূড়ায় আছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার মহারাজ।<br />  </p>