<p style="text-align:justify">কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী এবং ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।  ভূমিদস্যুতা, চিংড়িঘের দখলসহ ভয়ংকর অপরাধে জড়িত কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় এলাকার সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।</p> <p style="text-align:justify">আজ বুধবার ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫-এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান। জিয়াবুল হক জিয়া চৌফলদণ্ডী উপজেলার পশ্চিম মাঝেরহাট পাড়ার মনির আহমেদের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পিস্তল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730882033-c22febb739158ebfd895fcb43d8f3d03.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের পিস্তল</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443433" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, ‘চৌফলদণ্ডী ইউনিয়নের মূর্তিমান আতংক, ভূমিদস্যু, চিংড়িঘের দখলকারী, অসংখ্য মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া। তার আতংকে অনিরাপদে নির্ঘুম রাত্রীযাপন করে এলাকাবাসী। এই জিয়াবুল হক জিয়ার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নারী নির্যাতন, জোরপূর্বক নিরপরাধ মানুষের জমি দখল, চিংড়িঘের দখল, চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায় র‌্যাব। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে তার আস্তানা থেকে ৩০০টির অধিক স্বাক্ষরিত ফাঁকা দলিল-দস্তাবেজ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করতে পারলেও সে পালিয়ে যায়। </p> <p style="text-align:justify">তিনি জানান, এর পর থেকে তাকে গ্রেপ্তারে র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইং এবং র‌্যাব-১৫-এর নিজস্ব গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়। এর সূত্র জানায়, জিয়াবুল হক জিয়া রাজারকুল এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে অবস্থান করছেন। ওখান থেকেই ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="আমির হোসেন আমু গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730881985-52a7eaf0b1d4c418e53f6743fc9a2ce5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">আমির হোসেন আমু গ্রেপ্তার</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443432" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">জিয়াবুল হক জিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ ১৫ বছর যাবৎ চৌফলদণ্ডী এলাকায় নানা অপরাধের বিষয় স্বীকার করেছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা বলেন, জিয়াবুল হক জিয়া বিভিন্ন মাধ্যমে দেশি-বিদেশি অস্ত্র-গুলি সংগ্রহ করে তার দখল বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তোলে। এসব অবৈধ অস্ত্রের দাপটে সে এলাকায় আধিপত্য বিস্তার, চিংড়ি ও লবণের ঘের, জমি দখল, মাদকসহ নানা অপরাধ করত।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"> <p style="text-align:justify"><strong>আরো পড়ুন</strong></p> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3" style="text-align:justify"><img alt="শমী কায়সারের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/06/1730881044-98b59afe555d437f80637509fff62746.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p style="text-align:justify">শমী কায়সারের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ</p> </div> </div> </div> <p style="text-align:justify"><a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/06/1443427" target="_blank"> </a></p> </div> </div> <p style="text-align:justify">ইতিপূর্বে যাদের জমি বা চিংড়িঘের দখল করা হয়েছিল, তারা তাদের জমি বা ঘের ফেরত চাইলে তাদের ওপর ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া ও তার অন্য সহযোগীরা গুলি ও হামলা করে। এতে আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী। এ সময় গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়। </p> <p style="text-align:justify">গ্রেপ্তার জিয়াকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।</p>