<p style="text-align:justify">প্রেমের টানে পটুয়াখালীতে এসেছেন লঙ্কান যুবক দিলশান মাদুরাঙ্গা। গত বুধবার (৬ নভেম্বর) তিনি পটুয়াখালীর দশমিনায় আসেন এবং বৃহস্পতিবার সামাজিক ও ধর্মীয় রীতি মেনে প্রেমিকা সুবর্ণা আক্তারের সঙ্গে তার বিবাহ হয়।</p> <p style="text-align:justify">জানা যায়, পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামের বাসিন্দা নিজাম উদ্দিন সিকদারের মেয়ে সুবর্ণা গত পাঁচ বছর আগে কাজের সন্ধানে জর্ডানে যান। সেখানে তিনি একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করতেন। ওই গার্মেন্টসে সুপারভাইজার হিসেবে কাজ করতেন দিলশান মাদুরাঙ্গা। কাজের সুবাদে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। </p> <p style="text-align:justify">দিলশান মাদুরাঙ্গা শ্রীলঙ্কার কুরুনাগাল জেলার দুমমলচুরিয়া থানার ন্যাবটাকা উডুবাগদা গ্রামের লাকমালের ছেলে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চট্টগ্রামের সহিংসতায় ইসকনের সম্পৃক্ততা নেই : চারু চন্দ্র" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731070836-d515dc95be25e9e1402d10e15171dc23.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চট্টগ্রামের সহিংসতায় ইসকনের সম্পৃক্ততা নেই : চারু চন্দ্র</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/11/08/1444301" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">স্থানীয়রা জানায়, এক মাস আগে গ্রামের বাড়িতে চলে আসেন সুবর্ণা। দেশে ফিরলেও দিলশান মাদুরাঙ্গার সঙ্গে তার যোগাযোগ ছিল। গত ৬ নভেম্বর সকালে দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম পটুয়াখালী আসেন। সেখানে উভয়ের সম্মতিতে ৭ নভেম্বর পটুয়াখালী নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে তাদের বিবাহ হয়। পরে একই দিনে সুবর্ণার গ্রামের বাড়ি বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়ায় ইসলামী শরিয়াহ মতাবেক বিবাহ সম্পন্ন হয়।</p> <p style="text-align:justify">শ্রীলঙ্কান পাত্র দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম বলেন, ‘আমরা দুজন একই গার্মেন্টসে কাজ করতাম। সেখানেই  পরিচয় হয়। গত পাঁচ বছরের সম্পর্ক, আমাদের পরিবার সম্পর্কের বিষয়ে জানেন এবং তাদের সম্মতিতে বিবাহ করেছি।’</p> <p style="text-align:justify">সুবর্ণার বাবা নিজাম উদ্দিন সিকদার বলেন, ‘আমার মেয়ের সুখেই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই। তবে দোয়া করি ওরা যাতে ভালো থাকে।’</p>